এবার ফিলিপস-মিচেলের ব্যাটে উড়ে গেল পাকিস্তান
১৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
সতীর্থদের ব্যর্থতা ভিড়ে ব্যাট হাতে একাই লড়লেন মোহাম্মদ রিজওয়ান। পরে বল হাতে দুর্দান্ত শুরু এনে দিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু সেই ধারা ধরে রাখতে পারল না দল। তাদের সামলে ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপস উপহার দিলেন রেকর্ড জুটি। আর তাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের মুখে পড়ে গেল পাকিস্তান।
ক্রাইস্টচার্চে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ১৫৯ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখে পূরণ করেছে স্বাগতিকরা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
মিচেল ৪৪ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৭২ এবং ফিলিপস ৫২ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেটে তারা গড়েন নিজেদের রেকর্ড ১৩৪ রানের জুটি। ভেঙে দেন অ্যান্ডারসন ও উইলিয়ামসনের গড়া ১২৪ রানের জুটির রেকর্ড।
রিজওয়ানের ৬৩ বলে ৬টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৯০ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তুলতে পারে ৫ উইকেটে ১৫৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নেওয়াজ।
অল্প পুঁজি নিয়েও পাকিস্তান ভালো শুরু পায় অধিনায়কের কাঁধে ভর দিয়ে। নিজের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্টকে ফেরান শাহিন। নিজের পরের ওভারে ইউল ইয়াংকেও শিকারে পরিনত করলে ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
পাকিস্তান বোলারদের পরের গল্পটুকু ব্যর্থতার। সময়ের সাথে সাথে উত্তাল হয় ফিলিপস-মিচেলের ব্যাট। আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় কিউইদের।
টস হেরে ব্যাটে নেমে ৬ বলে স্রেফ ১ রান করে দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার সাইম আয়ুব। ফিফটি জুটি উপহার দিয়ে বাবর আজ ফেরেন ১১ বলে ১৯ রান করে। এরপর বল নষ্ঠ করেছেন ফখর জামান (১৫ বলে ৯), ইফতিখার আহমেদরা (১৪ বলে ১০)। হাতে উইকেট রেখেও তাই প্রত্যাশিত সংগ্রহ পায়নি সফরকারী দলটি।
২২ রানে ২ উইকেট নেন ম্যাচ হেনরি। ২৭ রানে ২টি নেন লুকি ফার্গুসন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৫৮/৫ (সাইম ১, রিজওয়ান ৯০, বাবর ১৯, ফখর ৯, ফারহান ১, ইফতিখার ১০, নেওয়াজ ২১*; অতিরিক্ত ৭; সাউদি ৪-০-৩৬-০, হেনরি ৪-০-২২-২, মিল্ন ৪-০-৪৯-১, ফার্গুসন ৪-০-২৭-২, স্যান্টনার ৪-০-২৩-০)।
নিউজিল্যান্ড: ১৮.১ ওভারে ১৫৯/৩ (অ্যালেন ৮, সাইফার্ট ০, ইয়াং ৪, মিচেল ৭২*, ফিলিপস ৭০*; অতিরিক্ত ৫; শাহিন ৪-০-৩৪-৩, জামান খান ৪-০-৩০-০, হারিস ৩.১-০-২৯-০, ওয়াসিম ৩-০-২৪-০, নেওয়াজ ৪-০-৪১-০)।
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ড্যারিল মিচেল।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৪-০ ব্যবধানে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা