চ্যাম্পিয়নদের হারিয়ে দুর্দান্ত ঢাকার উড়ন্ত শুরু
১৯ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম
লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা। পরে ব্যাট হাতে শক্ত ভিত গড়ে দিলেন মোহাম্মাদ নাঈম শেখ ও দারুশকা গুনাথিলাকা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে গুড়িয়ে উড়ন্ত শুরু করল দুর্দান্ত ঢাকা।
বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতেছে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে নতুন নামে শুরু করা ঢাকা। ১৪৪ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখে পূরণ করে মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন দলটি।
৭৬ বলে ১০১ রানের শক্ত ভিত গড়ে দেয় নাঈম-গুনাথিলাকার উদ্বোধনী জুটি। ৪০ বলে ৩টি করে ছক্কা-চারে ৫২ রান করেন নাঈম। গুনাথিলাকা আউট হন ৪২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪১ রান করে।
নিজের টানা দুই ওভারে দুজনকেই ফেরান তানভির ইসলাম। ৮ বলে ৫ রান করে আউট হন লাসিথ ক্রসপল। ১৬ বলে ২৪ রান করে জয়ের খুব কাছে গিয়ে আউট হন ইরফান শুক্কুর। পরের বলেই মুস্তাফিজুর রহমানকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন চাতুরাঙ্গা ডি সিলভা।
চাতুরাঙ্গাই বল হাতে কুমিল্লা শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ২৩ রানে লিটন কুমার দাসকে শিকারে পরিনত করেন এই লঙ্কান অলরাউন্ডার। এরপর লম্বা সময় ক্রিজে থেকেও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়।
ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া ইমরুল ৫৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় করেন ৬৬ রান। একটি চার ও ২ ছক্কায় ৪১ বলে ৪৭ রান হৃদয়ের।
তবে ম্যাচের নায়ক নাঈম বা চাতুরাঙ্গা নয়; আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক উপহার দেওয়া শরিফুল।
প্রথম ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রান নিতে পারেননি খুশদিল শাহ। পরের দুই বলে শরিফুলকে ছক্কায় ওড়ান পাকিস্তানি অলরাউন্ডার। শেষ তিন বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন শরিফুল।
প্রথমে খুশদিলকে তাসকিনের ক্যাচে পরিণত করেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। পরের বলে রস্টন চেইসকে ক্যাচ বানান মোহাম্মদ নাঈমের হাতে। শেষ বলে মাহিদুল ইসলাম অঙ্কনকে করেন কট বিহাইন্ড। এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলে সপ্তম।
এর আগের ওভারে ইমরুল ও হৃদয়কে ফেরান বাংলাদেশ জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ।
চাতুরাঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দিয়ে। কুমিল্লা অধিনায়ক করেন ১৬ বলে ১৩ রান। এরপরই ৮৭ বলে ১০৭ রানের জুটি গড়েন ইমরুল ও হৃদয়। শেষ ১৩ রান তুলতে ৫ উইকেট হারায় কুমিল্লা।
আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে ঢাকা। পরের দিন কুমিল্লা খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৪৩/৬ (লিটন ১৩, ইমরুল ৬৬, হৃদয় ৪৭, খুশদিল ১৩, জাকের ০*, চেইস ০, মাহিদুল ০; তাসকিন ৪-০-৩০-২, শরিফুল ৪-০-২৭-৩, আরাফাত ৪-০-২৫-০, চাতুরাঙ্গা ৩-০-২২-১, উসমান ৪-০-২৮-০, গুনাথিলাকা ১-০-৯-০)
দুর্দান্ত ঢাকা: ১৯.৩ ওভারে ১৪৭/৫ (গুনাথিলাকা ৪১, নাঈম ৫২, ক্রসপুল ৫, ইরফান ২৪, সাইফ ৭, মোসাদ্দেক ১*, চাতুরাঙ্গা ৬*; ফোর্ড ৪-০-২৫-০, মুশফিক ১-০-১৯-০, চেইস ৪-০-১৮-০, তানভির ৪-০-২৭-২, মুস্তাফিজ ৩.৩-০-৩১-২, হৃদয় ১-০-৪-০, খুশদিল ২-০-১২-১)
ফল: দুর্দান্ত ঢাকা ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শরিফুল ইসলাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা