একসঙ্গে অবসরে ক্যারিবীয় ৪ নারী ক্রিকেটার
২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
ওয়েস্ট ইন্ডিজের হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের ইতিহাস গড়েছিলেন তারা। এবার একসঙ্গে ওই দলের চার নারী ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তারা হলেন- আনিসা মোহাম্মদ, শাকেরা সেলমান, কিসিয়া নাইট ও কিশোনা নাইট। এই চারজনই কলকাতার ইডেন গার্ডেনে ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে হারানো ক্যারিবীয় চ্যাম্পিয়ন দলের সদস্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। মাত্র ১৫ বছর বয়সে ২০০৩ সালে ক্যারিবীয় জাতীয় দলে অভিষেক হয় অফস্পিনার আনিসার। তিনি এখন পর্যন্ত উইন্ডিজদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার। ১৪১ ওয়ানডেতে ১৮০ এবং ১১৭ টি-টোয়েন্টিতে আনিসা ১২৫ উইকেট পেয়েছেন। তিনি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রথম কোনো খেলোয়াড়, যিনি নজির গড়েছেন শততম উইকেটের। এমনকি ক্যারিবীয় নারী দলের হয়ে টি-টোয়েন্টির প্রথম হ্যাটট্রিকও আনিসা করেছিলেন। ২০২২ সালের মার্চে খেলা বিশ্বকাপ ম্যাচই তার শেষবার মাঠে নামা।
দ্বীপ দেশটির জার্সিতে পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ ও সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা আনিসা বলেন, ‘গত ২০ বছরের যাত্রা সত্যিই অসাধারণ ছিল। আমি প্রতিটা মিনিট দারুণ উপভোগ করেছি। অনেক উত্থান-পাতন ছিল। আমার মতে, খেলা থেকে সরে যাওয়ার সময় এসেছে এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ ম্যারুন জার্সি পরে খেলার সৌভাগ্য হয়েছে আমার।’
মিডিয়াম পেসার শাকেরা সেলমানের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৮ সালে। আয়ারল্যান্ডের ডাবলিনে তিনি প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন। সর্বশেষ ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলেন সেলমান। ১০০টি ওয়ানডেতে ৮২ এবং ৯৬ টি-টোয়েন্টিতে তিনি ৫১ উইকেট শিকার করেন। ক্যারিয়ারের ইতি টেনে সেলমান বলেন, ‘কিংবদন্তির সঙ্গে ও বিপক্ষে খেলতে পারায় আমি গর্বিত। ভাগ্যবান যে তাদের কয়েকজনের উইকেটও পেয়েছি। আমার লক্ষ্য ছিল অন্যদের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করা। এবার ভিন্ন উপায়ে এই খেলায় নিজের নিবেদন রাখতে চাই।’
অবসর নেওয়া বাকি দুই ক্রিকেটোর কিসিয়া ও কিশোনা সম্পর্কে যমজ বোন। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে দুই বোন বলেন, ‘উপভোগ্য এবং অসাধারণ এক যাত্রা শেষ হয়ে গেল। আমাদের পরিবার, বন্ধু, সতীর্থ, সমর্থকদের ধন্যবাদ, যাঁরা আমাদের বছরের পর বছর সমর্থন দিয়ে গেছেন। তাঁদের সমর্থন ও ভালোবাসা ছাড়া কিছুতেই তা সম্ভব হতো না। সিডব্লুআইকে ধন্যবাদ জানাই যে সুযোগ তারা দিয়েছে। এই সুন্দর মুহূর্তগুলো আজীবন মনে থাকবে।’
দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে আগে-পরে। উইকেটরক্ষক ব্যাটার কিসিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১১ সালে। ৮৭ ওয়ানডে খেলে তিনি ১৩২৭ রান করেন। টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে তার রান ৮০১। অন্যদিকে, ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন কিশোনা। ৫১ ওয়ানডে ম্যাচে করেন ৮৫১ রান। ৫৫ টি-টোয়েন্টিতে তার রান ৫৪৬। দুজনেই আগামী ফেব্রুয়ারিতে ৩২ বছর পূর্ণ করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান