অনাড়ম্বর বিপিএলে আম্বর আরম্ভ
২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
গত আসরের শুরুটাও হয়েছিল শুক্রবারেই। তবে করোনাকাল পেরিয়ে আসা ঢাকাবাসীদের সেই ভয়াল স্মৃতি হঠিয়ে সামাজিকদূরত্বের বাধা কাটিয়ে মাঠের উৎসবে যোগ দেয়ার সাহস হয়ত কিছুটা কমই ছিল। এই সুখের দিনটিতে কেন সেই পুরনো আতঙ্কের যাবনিকাপাত ঘটাচ্ছি? এক বছর পেরিয়ে গতকাল ছিল আরেকটি শুক্রবার। এবার আর নেই সেই বাধা। তবে গত ক’দিনে তীব্র শীত কিছুটা শঙ্কা জেগেছিল বটে। কিন্তু সেই বাধাও ডিঙিয়ে ছুটির আমেজ নিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা থেকেই বিপুল মানুষের ভিড়। এবারও বিপিএলের প্রথম দিন। গতবার উদ্বোধনী অনুষ্ঠান থাকার পরও যেখানে ছিল দর্শকখরা, এদিন টিকেট কাউন্টারেও দেখে গেল লম্বা লাইন। ম্যাচ শুরুর বেশ আগে জার্সি পরে, মুখে রঙ মেখে অনেকেই ঢুকলেন মাঠে। মূল মাঠে উদ্বোধনী ম্যাচের টসের পর আয়োজন করা হয় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান। যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উদ্বোধন করেন টুর্নামেন্টের। বেলুন উড়িয়ে, স্মোক কালার বোম ফাটিয়ে সারা হয় মিনিট দশেকের আয়োজন। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দুর্বার শুরু করেছে দুর্দান্ত ঢাকা।
বিপিএলে এবারও অংশ নিচ্ছে সাত দল। গেল আসরের ঢাকা ডমিনেটর্সের বদলে এবার আছে দুর্দান্ত ঢাকা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়াও আছে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী
গত কয়েকদিনের তীব্র শৈত্য প্রবাহ আর এক পষলা বৃষ্টির কারণে মিরপুরের উইকেট খুব একটা রোদ পায়নি। তবে প্রথম দিনে সকাল থেকেই ছিল আবহাওয়া রৌদ্রজ্জ্বল। ক্রিকেটাররা আশা করেছিলেন এমন আবহাওয়া থাকলে মাঠের খেলাও ভালো হবে, মিলবে বড় রানের দেখা। তবে প্রথম দিনের প্রথম ম্যাচটিও কাটাতে পারেনি লো স্কোরিং ম্যাচের আতঙ্ক। ৬ উইকেটে কুমিল্লার দেয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়ায় ঢাকাকে খেলতে হয়েছে শেষ ওভারের তৃতীয় বল পর্যন্ত, জিতেতে খুইয়েছে ৫ উইকেট! দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নেমেছিল চট্টগ্রাম ও সিলেট। রিপোর্টটি লেখা পর্যন্ত (রাত ৯টা) ১৮ ওভার শেষে ১৫৮ রান তুলতে পেরেছে ২ উইকেট হারানো সিলেট।
প্রতিবারের মতোন এবারও বিপিএল শুরুর আগে নানান অসঙ্গতি নিয়ে হয় তুমুল আলোচনা। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে জানান, রাজস্বের ভাগ না দিলে তারা আর পরের বিপিএলে থাকবেন না। টুর্নামেন্ট শুরুর আগের দিন বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, বাস্তবতা মেনে তারা দেশীয় মডেলেই আয়োজন করবেন টুর্নামেন্ট।
এবার বিপিএলে কিছু জায়গায় অবশ্য ইতিবাচক উন্নতি দেখার আভাস মিলেছে। গত বছর ডিসিশন রিভিউ সিষ্টেম (ডিআরএস) শুরু থেকে ছিলো না। এবার শুরু থেকে পুরো আসরে আছে ডিআরএস। সম্প্রচারে নতুনত্ব আনতে রোবট ক্যামেরা, স্পাইডার ক্যামেরা ও ব্যাগি ক্যামেরা ব্যবহার করা হবে প্রথমবার। ধারাভাষ্যের মান বাড়াতে কার্টলি অ্যামব্রোস, রমিজ রাজা, রাসেল আর্নল্ডদের মতন প্রতিষ্ঠিত নামদের আনা হয়েছে। প্রথমবারে মতন বিপিএলের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। যেখানে বিভিন্ন মৌলিক তথ্য পাওয়া যাচ্ছে এবং যা হালনাগাদও করা হবে। দিন শেষে তাই বলাই যায় অনাড়ম্বর বিপিএলের আরম্ভটা হলো এক অঅম্বরতা দিয়েই। এবার যে পোশাদারীত্ব নিয়ে এত সমালোচিত বিপিএল, সেই কলঙ্ক গভর্নিং বডি ঘুঁচাতে পারবে কি-না, সেটা সময়ের হাতেই তোলা থাক!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান