সিঙ্গাপুরে সাকিব, ৩ ম্যাচ মিস
২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
বিশ্বকাপের সময় চোখে সমস্যাটা প্রথম ধরা পড়লে চেন্নাইয়েই চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছিলেন সাকিব আল হাসান। ঢাকায় এসে আবার চিকিৎসক দেখান। বিপিএলের ঠিক আগে চিকিৎসক দেখিয়ে এসেছেন লন্ডন থেকেও। এরপর গতকাল দুপুরে তিনি গেলেন সিঙ্গাপুরে। সেখানকার র্যাফেলস আই সেন্টারে আজ সাক্ষাৎকার। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে চোখের চিকিৎসায় সাকিব কোন পথে যাবেন।
সাকিব এর আগে ভারত ও লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখালেও জানা গেছে, দুই জায়গার চিকিৎসকদের মতামতে মিল যেমন আছে, আছে কিছু ভিন্নতাও। তবে সমস্যা সম্পর্কে সাকিব যেটা বলেছেন, সব চিকিৎসকের পর্যবেক্ষণও তা-ই বলে। অতিরিক্ত মানসিক চাপে থাকলে তার চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমছে, যেটা ঝাপসা করে দিচ্ছে দৃষ্টি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের এ ধরনের সমস্যা সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি নামে পরিচিত। কারও চোখে এ ধরনের সমস্যা থাকলে সেটা যেকোনো সময়ই অনুভূত হতে পারে। তবে সাকিবকে এটি বেশি ভোগাচ্ছে ব্যাটিংয়ের সময়।
চোখের এ ধরনের সমস্যার চিকিৎসা হতে পারে লেজার, ইনজেকশন ও ওষুধ সেবনের মাধ্যমে, অনেক সময় লাগতে পারে অস্ত্রোপচারও। আবার কারও কারও ক্ষেত্রে বড় কোনো চিকিৎসা ছাড়াই সেরে যায়। তবে সেটি সময়সাপেক্ষ। সাকিবের চোখের চিকিৎসার ক্ষেত্রে কোন পথে যাওয়া হবে, বিসিবির মেডিকেল বিভাগ সে সিদ্ধান্ত নেবে সিঙ্গাপুরের চিকিৎসকের মতামত পাওয়ার পর। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আগামীকাল (আজ) সাকিবের অ্যাপয়েন্টমেন্ট। সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শের ওপর ভিত্তি করে আমরা তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
বিসিবির মেডিকেল বিভাগের পরিকল্পনা, সব চিকিৎসকের মতামত নিয়ে তারা বিষয়টি নিয়ে কথা বলবে দেশের কোনো অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞের সঙ্গে। তবে সিঙ্গাপুরের চিকিৎসক যদি তাৎক্ষণিক কোনো চিকিৎসার পরামর্শ দেন, তাহলে সে চিকিৎসা সেখান থেকেই করে ফিরবেন সাকিব। লন্ডন থেকে ফিরে বিপিএলে নেমে ব্যাট হাত ২ রান করলেও বোলিংয়ে তাকে জুতসই দেখা গেছে। ১৬ রানে তিনি পান ২ উইকেট। বিপিএলে প্রথম ম্যাচ শেষে সাকিবের অবস্থা নিয়ে জানান শঙ্কার কথা দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে সংগ্রাম করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে। এখনো যেটা বললাম সংগ্রাম করছে।’
সিঙ্গাপুরে চিকিৎসায় যে সময় লাগবে তাতে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাকিব পরের অন্তত তিনটি ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক। সিলেট পর্বে ২৬ ও ২৭ জানুয়ারি পর পর দুদিন ম্যাচ আছে রংপুর। সাকিব সিলেট পর্বের শুরুর দিকেও থাকবেন অনিশ্চিত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি