দারুণ অলরাউন্ডার নৈপূণ্যে আইরিশদের হারাল যুবারা
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে সুপার সিক্সে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা।
এই জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে আয়ারল্যান্ড। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
ব্লুমফন্টেইনে সোমবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ষষ্ঠ ওভারে আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া পেসার মারুফ মৃধা। রায়ান হান্টারকে ৯ রানে শিকার করেন মারুফ।
এরপর আয়ারল্যান্ডের উপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশের দুই স্পিনার শেখ পারভেজ জীবন ও রাফি উজ্জামান রাফি। জীবন ২ ও রাফির ১ উইকেট শিকারে দলীয় ১শর আগেই চার ব্যাটারকে হারায় আয়ারল্যান্ড।
পঞ্চম উইকেটে ৯৮ বলে ৮২ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে খেলায় ফেরান কাইয়ান হিল্টন ও স্কট ম্যাকবেথ। ২৭ রানে ম্যাকবেথ থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন হিল্টন। ৪৯তম ওভারে হিল্টনকে ব্যক্তিগত ৮৯ রানে আউট করেন মারুফ।
শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে আইরিশরা। বাংলাদেশের মারুফ ৪৪ রানে ও জীবন ৫৪ রানে ২টি করে উইকেট নেন। ১টি করে শিকার করেন রোহানাত দৌলা বর্ষন, রাফি ও অধিনায়ক রাব্বি।
জবাবে বাংলাদেশকে ১১৬ বলে ৯০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। শিবলি ৪৪ ও সিদ্দিক ৩৬ রান করে আউট হন।
দারুন সূচনার পর পরের তিন জুটিতে ১৭, ২১ ও ২ রান আসে। তবে চতুর্থ উইকেটে ১১৬ বলে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৯ বল বাকী রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস।
আহরার ৩টি চার ও ১টি ছক্কায় ৬৩ বলে অপরাজিত ৪৫ এবং শিহাব ৫টি বাউন্ডারিতে ৫৪ বলে অনবদ্য ৫৫ রান করে ম্যাচ সেরা হন।
আগামী ২৬ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৩৫/৮ (জর্ডান ৩১, হান্টার, রুলস্টন ৫, হিলটন ৯০, রক্স ১৩, ম্যাকবেথ ২৭, ম্যাকন্যালি ২৩, কারসন ৭*, রাইলি ১, উইলসন ০*; রোহানাত ১০-১-৪৫-১, মারুফ ৮-০-৪৫-২, পারভেজ ১০-১-৫৪-২, রাফি ৯-০-৪২-১, মাহফুজুর ৯-১-২৭-১, আহরার ১-০-৫-০, আরিফুল ৩-১-১০-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৫ ওভারে ২৩৯/৪ (আশিকুর ৪৪, আদিল ৩৬, রিজওয়ান ২১, আরিফুল ১৩, আহরার ৪৫*, শিহাব ৫৫*; উইলসন ৫-০-২৫-০, রাইলি ৬-০-৩৭-০, ম্যাকন্যালি ৭-১-২৩-১, কারসন ৯-০-৪৩-০, ম্যাকবেথ ১০-০-৪১-২, ওয়েলডন ৬.৫-০-৪৬-১, জর্ডান ৩-০-১৮-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ শিহাব
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি