মুশফিককে ছাপিয়ে সবার আগে তামিম
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
লড়াইটা ছিল সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে। তাতে কিছুটা এগিয়ে ছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন হাজার রান থেকে ৩৫ রান পেছনে ছিলেন। শেষ পর্যন্ত প্রত্যাশিত ব্যাটিংয়ে এই আসরে প্রথম তিন হাজারি ক্লাবের সদস্য হলেন দেশসেরা এই ওপেনার। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে দলটি। ওপেনিংয়ে নেমে ৪০ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংসের পথেই তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বিপিএল শুরুর আগে তিন হাজারি ক্লাব থেকে ৭০ রান দূরে ছিলেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেন ৩৫ রানের ইনিংস। এদিন ৩৫ রান করার পরই প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজারি ক্লাবের সদস্য হন তামিম। তবে এরপর আর ৫ রান করেই নাসুম আহমেদের শিকার হন তিনি। ৩৩ বলে ৫টি চারের সাহায্যে এই রান করেন অধিনায়ক। এই ম্যাচের তিন হাজারি ক্লাব থেকে ৯২ রান দূরে ছিলেন মুশফিক। তামিম যখন এই মাইলফলক স্পর্শ করেন তখন উইকেটে তার সঙ্গী ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটারই। নাসুমের বলে সিঙ্গেল নিয়ে তিন হাজার পূরণ করার সময় ১৭ রানে ব্যাটিং করছিলেন মুশফিক। পরে ৬৮ রানে অপরাািজত থেকে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই কিপার ব্যাটার।
বিপিএলে তামিম, মুশফিকের রানের লড়াইটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আসরে বিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের ঘরে ঢোকেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজার রান ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান। তবে ২০১৯ আসরে মুশফিককে পেছনে ফেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। এবার তিন হাজারি ক্লাবেও সবার আগে ঢুকলেন তিনি। এই মাইলফলকে তামিমকে ছুঁতে মুশফিকের আর লাগবে ২৪ রান। হয়তো পরের ম্যাচে তিনিও ঢুকে যাবেন তিন হাজারির এলিট ক্লাবে।
বিপিএলে এখন পর্যন্ত ৯১ ম্যাচের ৯০ ইনিংসে ব্যাটিং করে তিন হাজার ৫ রান করেছেন তামিম। ১২২.৮০ স্ট্রাইক রেটে তোলা এই রানের মধ্যে আছে ২৫টি অর্ধশতক ও ২টি শতক। এই ম্যাচের ১১২ ম্যাচের ১০৬টিতে ব্যাট করে ১৩২.৯০ স্ট্রাইক রেটে ২৯০৮ রান করেছিলেন মুশফিক। ১৯টি অর্ধশতক (গতকালসহ) করলেও এখন পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি।
তামিমের আগে হাজার রানের মাইলফলক ছোঁয়া মাহমুদউল্লাহ অবশ্য এই মুহ‚র্তে বেশ পিছিয়ে আছেন। ১০৬ ম্যাচে ১০০ ইনিংসে ২৩২৯ রান তার। মজার বিষয় হচ্ছে, তামিম-মুশফিকের সঙ্গে মাহমুদউল্লাহও বরিশালের এই তিন ব্যাটসম্যানই বিপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ২২৫৪ রান নিয়ে ইমরুল কায়েস চতুর্থ আর ২১৪৪ রান নিয়ে পঞ্চম স্থানে সাকিব আল হাসান।
প্রথম তিন হাজার রানের পাশাপাশি তামিম-মুশফিকের লড়াই আছে ছক্কার দিক থেকেও। ক্রিস গেইল (১৪৩) ছাড়া বিপিএলে আর কোনো ব্যাটসম্যান ছক্কার সেঞ্চুরি করতে পারেননি। বাংলাদেশিদের মধ্যে ছক্কায় সেঞ্চুরির সবচেয়ে কাছে এখন তামিম, এখন পর্যন্ত মেরেছেন ৯৪টি ছয়। গতকালের ৪টি মিলিয়ে মুশফিকের ছয়ও ৯৪টি। এর মধ্যে অবশ্য ৯৩ ছয় নিয়ে লড়াইয়ে আছেন ইমরুলও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি