আনামুল-লুইস ঝড়ে ম্লান মুশফিক-তামিম,খুলনার বড় জয়
২৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ এএম
প্রথম ইনিংস শেষে ফরচুন বরিশালের স্কোর দেখে অনেকেই হয়তো ভেবেছিল খুলনার জন্য এই ম্যাচ জেতা কঠিন হতে যাচ্ছে । তামিমের ৪০ রানের সুন্দর এক ইনিংসের পর মুশফিকের বিস্ফোরক ৬৯ রানে ভর করে খুলনার বিপক্ষে আগে ব্যাট করা বরিশালের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮৭ রানে। চলতি বিপিএলে যেটি এখন পর্যন্ত প্রথম ইনিংসের সর্বোচ্চ রানের রেকর্ড।
তবে বড় সেই লক্ষ্য মুহূর্তেই ছোট হয়ে যায় উদ্বোধনী জুটিতে খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইভান লুইসের ঝড়ো ব্যাটিংয়ে।পাওয়ার প্লেতে এই দুইজন টার্গেটের প্রায় অর্ধেক রান তুলে ফেলেন।ইভান লুইস ২২ বলে ৫৩ রানের সাধারণ স্কেলে ফিরলেও জয় পেতে অসুবিধা হয়নি খুলনার। এনামুলের ৬৩, আফিফের ৪১ আর শেষের শাই হোপ ঝড়ে (১০ বলে ২৭ রান) ১৮৮ রানের লক্ষ্য ৮ উইকেট আর ১২ বল বাকি থাকতেই টপকে যায় তারা।
মিরপুরে বড় লক্ষ্যে ব্যাট করতে নামা খুলনা টাইগার্সদের কাজটা কিছুটা সহজ করে দিয়েছিল শিশিরও।ফ্লাড লাইটের নিচে ভেজা বলে লাইন-লেংথ নিয়ন্ত্রণে রাখতে পারেননি বরিশালের বোলাররা।এরপর ইভান লুইসের ব্যাটিং তাণ্ডব।
রান তাড়ায় মোহাম্মদ ইমরানের প্রথম ওভারেই ছক্কা মারেন লুইস।মাঝে দ্বিতীয় মিরাজের করা দ্বিতীয় ওভার বাদ দিয়ে প্রতি ওভারের রান এসেছে ১৫র উপরে।
এর মধ্যে ভিন্ন এক কারণে আলোচনায় থাকা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের এক ওভারে আসে ২১ রান। লুইস ফিফটি করে আউট হওয়ার পর আফিফ-এনামুলের দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ৭৫ রানের জুটি খুলনাকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। আফিফ ৪১ বলে ফেরার পর জয়ের বাকি কাজটা সারেন শাই হোপ।এই ক্যারিবীয় তারকার ১০ বলে ২৭ রানের ঝড়ে ১২ বল আগেই জয় নিশ্চিত হয় খুলনার।৩৪ বলে ফিফটি পূর্ণ করা এনামুল অপরাজিত ছিলেন ৬৯ রান করে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারে মাত্র ১৪ রান তুলে বরিশাল।অল্পতে ফেরেন ইব্রাহিম জাদরান(১১)।তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারকায় ঠাসা দলটি, সামনে থেকে পথ দেখান অধিনায়ক তামিম ইকবাল।
সৌম্য সরকারকে নিয়ে ২২ বলে ৪৬ রান যোগ করেন তামিম। ঝড় থামে সৌম্য রান আউটে। ১০ বলে ২২ করে আউট হন দুর্দান্ত খেলতে থাকা সৌম্য।পরে মুশফিকের সঙ্গে আর আরও একটি গুরুত্বপূর্ণ জুটি করেন তামিম। তবে এই দুজনের ৪১ বলে ৫৭ রানের জুটিতে তামিম ছিলেন কেবল দর্শক।চার ও ছয় এর পসরা সাজিয়ে মূল কাজ করেন মুশফিক। শেষদিকে কিছুটা গতি হারানো তামিম আউট হন ৩৩ বলে ৪০ রানে।
এরপর বরিশালের হাল ধরেন মুশফিক-মাহমদুল্লাহ।দুজনেই রান তুলতে থাকেন দ্রুত। এর মাঝে ফিফটি তুলে নেন মুশফিক, মাত্র ৩৩ বলে পৌঁছান এই মাইলফলকে।
এই দুই সিনিয়র ক্রিকেটারের ৩৫ বলে ৫৪ রানের জুটি থামে মাহমুদউল্লাহ ১৯ বলে ২৭ রান করে আউট হলে। তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ইনিংস শেষ করে আসেন মুশফিক। ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। শোয়েব মালিক করেন ৫* রান।
বরিশালের ইনিংস থামে ৪ উইকেটে ১৮৭ রানে। খুলনার হয়ে একটি করে উইকেট নেন মুকিদুল, নাসুম ও ওশনে থমাস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট