বাবর-আজমতউল্লার ব্যাটে সিলেটকে হারাল রংপুর
২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
মামুলি লক্ষ্যে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গেল দল। ঠাণ্ডা মাথায় হাল ধরলেন বাবর আজম। এসময় তিনি পাশে পেলেন আজমতউল্লাহ ওমরজাইকে। দুজনে দলকে টেনে নিলেন লক্ষ্যের দিকে। শেষ পর্যন্ত তাদের ব্যাটেই এবারের বিপিএলে প্রথম জয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। টানা দ্বিতীয় পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো মাশরাফি বিন মুর্তজার সিলেট সিক্সার্সের।
বিপিএলের দশম আসরের সপ্তম ম্যাচে মঙ্গলবার সিলেটকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। ১২১ রানের লক্ষ্যে ৩৯ রানে ৬ উইকেট হারানো দলটি ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
সপ্তম উইকেটে ৬৮ বলে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন বাবর ও আজমতউল্লাহ। ওপেনিংয়ে নেমে ৪৯ বলে ৬ বচারে ৫৬ রান করেন বাবর। ৩৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৭ রান করেন আজমতউল্লাহ। ছক্কা হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন আফগানিস্তানের এই ব্যাটা।
নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছিল রংপুর। চোখের চিকিৎসায় দেশের বাইরে থাকায় এই ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরেছিল সিলেট।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রংপুরের স্পিনারদের তোপের মুখে পড়ে ৩৯ রানে ৫ উইকেট হারায় সিলেট। ওপেনার মোহাম্মদ মিঠুনকে ৫ ও ইয়াসির আলিকে ৯ রানে শিকার করেন স্পিনার মাহেদি।
আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তকে ১৪ রানে হাসান মুরাদ এবং জাকির হাসানকে ১ রানে বিদায় করেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। তিন নম্বরে নেমে ৬ রানে রান আউট হন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নবম ওভারে দলের হাল ধরেন হাওয়েল ও কাটিং। উইকেট পতন ঠেকিয়ে রানের গতি বাড়াতে মনোযোগী হয় এ জুটি। ১৬তম ওভারে জুটিতে ৫০ পূর্ণ করেন দু’জনে।
১৭তম ওভারে দলীয় ১শ রান পূর্ণ করে সিলেট। পরের ওভারে কাটিংকে থামিয়ে জুটি ভাঙ্গেন পেসার রিপন। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন কাটিং।
শেষ ওভারে হাওয়েলকেও শিকার করেন রিপন। ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে ৩১ রান করেন হাওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান করে সিলেট। রংপুরের মাহেদি ১৮ রানে ও রিপন ১৯ রানে ২টি করে উইকেট নেন।
১২১ রানের টার্গেটে খেলতে নেমে সপ্তম ওভারে ৩৯ রানেই ৬ উইকেট হারায় রংপুর। রনি তালুকদারকে ৬ রানে জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা, ব্রান্ডন কিংকে শূণ্যতে স্পিনার নাজমুল ইসলাম ও অধিনায়ক নুরুল হাসানকে ৮ রানে ফিরিয়ে দেন পেসার তানজিম হাসান সাকিব।
ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এনে ৩ উইকেট তুলে নেন শ্রীলংকার স্পিনার দুশান হেমন্থ। শামিম হোসেনকে ২, নবি ও মাহেদিকে রানের খাতাই খুলতে দেননি তিনি।
শুরুতেই বিপদে পড়া রংপুরকে লড়াইয়ে ফেরাতে সপ্তম উইকেটে জুটি বাঁধেন বাবর ও ওমরজাই। পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিয়ে দলের রানের চাকা সচল করেন তারা। এতে ১৭তম ওভারে ১শতে পৌঁছে যায় রংপুর। শেষ পর্যন্ত ১০ বল বাকী রেখে রংপুরকে জয়ের স্বাদ দেন বাবর ও ওমরজাই।
টি-টোয়েন্টিতে ৮১তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৬টি চারে ৪৯ বলে অপরাজিত ৫৬ রান করেন বাবর। ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে অনবদ্য ৪৭ রান করেন ওমরজাই। সিলেটের হেমন্থ ২০ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৩৬/৮ (শান্ত ১৪, মিঠুন ৫, মাশরাফি ৬, ইয়াসির ৯, জাকির ১, হাওয়েল ৩৭, কাটিং ৩৭, তানজিম ২*, হেমান্থা ১, এনগারাভা ১; ওমারজাই ২-০-১০-০, শেখ মেহেদি ৪-০-১৮-২, হাসান ৩-০-২৬-০, নাবি ৪-০-১৭-১, মুরাদ ৪-১-২৯-১, রিপন ৩-০-১৯-২)।
রংপুর রাইডার্স: ১৮.২ ওভারে ১২৫/৬ (রনি ৬, বাবর ৫৬*, কিং ০, সোহান ৮, শামীম ২, নাবি ০, শেখ মেহেদি ০, ওমারজাই ৪৭*; এনগারাভা ৩.২-০-২৮-১, তানজিম ৪-০-৩৬-১, নাজমুল অপু ৪-০-১৮-১, হেমান্থা ৪-০-২০-৩, হাওয়েল ৩-০-২২-০)।
ফল: রংপুর রাইডার্স ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট