বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের ৬জন
২৩ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের জয়জয়কার। বিশ্বকাপের রানারআপ হওয়া দল থেকে এই দলে সুযোগ পেয়েছেন ৬জন ক্রিকেটার। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া থেকে আছেন কেবল দুজন।
মঙ্গলবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। এই দলে দক্ষিণ আফ্রিকা থেকেও আছেন দুইজন ক্রিকেটার, অন্যজন নিউজিল্যান্ডের।
দলের অধিনায়ক ও ওপেনার ভারতের রোহিত শার্মা। আরেক ওপেনার তারই সতীর্থ শুবমান গিল।
গত বছর ২৬ ওয়ানডেতে ইনিংসে ৫২.২৯ গড়ে ১ হাজার ২৫৫ রান করেন রোহিত, সেঞ্চুরি দুটি ও ফিফটি ৯টি। বছরের সর্বোচ্চ রান গিলের। ২৯ ওয়ানডেতে ৬৩.৩৬ গড়ে তার রান ১ হাজার ৫৮৪। ৫ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৯টি।
তালিকায় টপ অর্ডারের আরেকজন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। চোটের জন্য বছর জুড়ে নিয়মিত খেলার সুযোগ না পেলেও বাঁহাতি এই ব্যাটসম্যান ১৩ ম্যাচে ৫১.৮১ গড়ে করেছেন ৫৭০ রান। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তার। ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরিসহ আসরে দুইবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান তিনি।
তালিকার পরের নামটি ভারতের মহাতারকা ভিরাট কোহলির। এই সংস্করণে ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩৭৭ রান করেছেন। সেঞ্চুরি ৬টি, ফিফটি ৮টি, ব্যাটিং গড় ৭২.৪৭।
ওয়ানডেতে গত বছরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল আছেন এরপর। ২৫ ইনিংসে ১ হাজার ২০৪ রান করেছেন তিনি ৫ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে। কিপার হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান হাইনরিখ ক্লসেনকে। ২২ ইনিংসে তার রান ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৯২৭, স্ট্রাইক রেট ১৪০.৬৬!
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। বল হাতে ৩৩ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৩৩.৮৩ গড়ে ৪০৬ রান। দলে বিশেষজ্ঞ দুই স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও কুলদিপ ইয়াদাভ। গত বছর ৩৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জ্যাম্পা। আর ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের ৪৯ উইকেট ওয়ানডেতে বছরের সর্বোচ্চ।
বর্ষসেরা দলে বিশেষজ্ঞ দুই পেসার ভারতের-মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। ২০২৩ সালে ওয়ানডেতে সিরাজের শিকার দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ উইকেট। শামি নিয়েছেন যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৪৩ উইকেট। গিল, কোহলি ও মিচেলের সঙ্গে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের লড়াইয়ে আছে তিনি।
আইসিসি বর্ষসেরা পুরুষ ওয়ানডে দল: রোহিত শার্মা (অধিনায়ক, ভারত), শুবমান গিল (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), ড্যারিল মিচেল (নিউ জিল্যান্ড), হাইনরিখ ক্লসেন (উইকেটকিপার, দক্ষিণ আফ্রিকা), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া), মোহাম্মদ সিরাজ (ভারত), কুলদিপ ইয়াদাভ (ভারত), মোহাম্মদ শামি (ভারত)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি