আজই খেলবেন সাকিব, যদি...
২৬ জানুয়ারি ২০২৪, ১২:২২ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২২ এএম

সাকিব আল হাসানের চোখের সমস্যার সমাধানে এখনই অস্ত্রোপচার কিংবা লেজার চিকিৎসার পথ বেছে নেওয়া হচ্ছে না। আপাতত ‘কনজারভেটিভ’ পদ্ধতিতে চিকিৎসা চলবে। এর অংশ হিসেবে নিয়মিত ওষুধের ব্যবহার যেমন করতে হবে, তেমনি শারীরিক ক্লান্তি ও চাপ কমাতে হবে বাংলাদেশ অধিনায়ককে। সিঙ্গাপুরে কয়েক দফায় সাকিবের চোখ পরীক্ষার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতপরশু রাতেই দেশে ফিরেছন তিনি। সব ঠিকঠাক থাকলে আজ থেকে শুরু হতে যাওয়া বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচেই দেশসেরা অলরাউন্ডারকে মাঠে পাচ্ছে রংপুর রাইডার্স। এক বিবৃতি দিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘দেশি ও বিদেশি চক্ষুবিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং চোখের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন।’ রেটিনার এই ধরণের সমস্যায় সাধারণ দেখতে সমস্যা হয়। কোন পর্যায়ের সমস্যা হয় বিশদ ব্যাখ্যা না থাকলেও মেডিকেল বিভাগের এক সদস্য জানান, ‘আপাতত খেলায় কোন বাধা নেই।’
আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। সিলেট পর্বে মোট চার ম্যাচ খেলবে রংপুর। আজ দিনের প্রথম ম্যাচেই রংপুরের প্রতিপক্ষ খুলনা। শুরুর এই ম্যাচ থেকেই দলের সেরা তারকাকে পাবেন বলে জানিয়েছেন দলটির সিইও ইশতিয়াক সাদেক, ‘সাকিব দেশে ফিরেছেন। আজ বিকেলেই (গতকাল) দলের সঙ্গে সিলেটে যোগ দেবেন। খুলনার বিপক্ষে ম্যাচেই আমরা তাকে পাচ্ছি।’ তবে রংপুর রাইডার্স জানিয়েছে, সিলেটে দলে যোগ দিলেও সাকিবের খেলা নির্ভর করছে একান্ত তার উপর। তিনি নিজে যদি স্বস্তি বোধ করেন তবেই মাঠে নামবেন।
সাকিব এখনও আনুষ্ঠানিকভাবে তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক। আরও বেশ কিছুদিন খেলার ইচ্ছে তার আছে। এখন বিপিএল খেলবেন। সম্প্রতি জাতীয় সংসদের সদস্যও হয়েছেন। তার শারীরিক ক্লান্তি কিংবা মানসিক চাপ আদৌ কতটা কমানো সম্ভব, সেই প্রশ্ন থাকছে। তবে বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বলছে, ‘সবকিছু গুছিয়ে ও পরিকল্পনা করে ম্যানেজ করতে পারলে’ ক্লান্তি কমানো সম্ভব।
সাকিবের এই চোখের সমস্যার সূত্রপাত গত অক্টোবরে ভারতে বিশ্বকাপের সময়। চেন্নাইয়ে চিকিৎসক দেখান তিনি। তখন চোখের ড্রপ দেওয়া হয়েছিল তার জন্য। কিন্তু সেটি কাজে লাগেনি খুব একটা। চিকিৎসকরা বলেছিলেন, ‘স্ট্রেস’ থেকে চোখের এই সমস্যা হচ্ছে। বিশ্বকাপের মধ্যে চাপ কমানোর উপায় ছিল না। তার ব্যাটিং স্টান্স, হেড পজিশনে বড় পরিবর্তনও দেখা যায় বিশ্বকাপ চলার সময়। সেটি মূলত চোখের সমস্যার কারণেই বলে ধরে নেওয়া হয়। পরে বিশ্বকাপের শেষ দিকে আঙুলের চোট নিয়ে ছিটকে যান তিনি।
বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রে ছুটিতে থাকার সময় আবার চিকিৎসক দেখান সাকিব, তখন চোখে কোনো সমস্যা ধরা পড়েনি। এরপর দেশে ফিরে জাতীয় নির্বাচনের প্রচারে তুমুল ব্যস্ত সময় কেটেছে তার। ক্লান্তিও ছিল প্রচ-। নির্বাচন শেষে বিপিএল রংপুরের অনুশীলনে ফেরার পর আবার চোখের সমস্যাও ফিরে আসে। একদিন চশমা পরে ব্যাটিং করেও সুফল পাননি তিনি। সেদিনই তিনি লন্ডন যান চিকিৎসক দেখাতে। লন্ডন থেকে ফিরে বিপিএলে একটি ম্যাচ খেলে আরেক দফা চিকিৎসক দেখাতে চলে যান সিঙ্গাপুরে। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানাচ্ছে, বাংলাদেশ, ভারত, লন্ডন ও সিঙ্গাপুরের চিকিৎসকদের পর্যবেক্ষণের মূল জায়গাটি একই। আপাতত ‘কনজারভেটিভ’ পদ্ধতিই চলবে তার চিকিৎসায়। তাতে কাজ না হলে পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। সেদিনই আবার খেলা আছে সাকিবদের। সেদিন সাকিব সংসদ অধিবেশন যোগ দিতে ঢাকায় ফিরতে পারেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আইনি-লিগ্যাল নোটিশ

কিম জং উনের সঙ্গে এখনো ভালো সম্পর্ক: ট্রাম্প

গুয়ানতানামো বে খালি, অভিবাসীদের ফিরিয়ে আনলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘের

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা, ন্যাটোকে যুক্ত করতে চান

ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে? বারবার কেন হাসিনাকেই চায় ওরা?

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নোয়াখালীতে বিআরডিবির অর্থ কেলেঙ্কারি: আওয়ামীলীগ নেতার ১১ বছর জেল, ৩১ লাখ টাকা জরিমানা

ন্যাটোর অস্ত্র উৎপাদন বাড়ানোর আহ্বান রুটের

৯ মিনিটেই শেষ ট্রেনের আগাম টিকিট, আধাঘণ্টায় ২০ লাখ হিট

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন

প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল

যুবদলের সভাপতির পায়ের রগ কেটে দিলেন শ্রমিক দল নেতা

সহিংসতা থেকে বাঁচতে রুশ বিমানঘাঁটিতে আশ্রয় নিলেন ৯ হাজার সিরীয়

মসজিদের সামনে মুসলমানদের ওপর হামলা ভারতে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

বদলি নেমে মেসির গোল, শেষ আটে মায়ামি

ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

পল্লিকবি জসীমউদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ