নওয়াজ-শানাকায় রংপুরকে উড়িয়ে দিল খুলনা
২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
মোহাম্মদ নওয়াজ ও দাসুন শানাকার ব্যাটেই ধ্বস সামলে লড়াইয়ের পুঁজি পেয়েছিল দল। পরে বল হাতেও জ্বলে উঠলেন তারা। তাদের অলরাউন্ডার নৈপূণ্যে রংপুর রাইডার্সকে উড়িয়ে বিপিএলের এবারের আসরে জয়ের ধারা ধরে রাখল খুলনা টাইগার্স।
আসরের নবম ম্যাচে শুক্রবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ২৮ রানে হারিয়েছে খুলনা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে এনামুল হকের দল। জবাবে ৮ বল বাকি থাকতে ১৩২ রানে গুটিয়ে যায় রংপুর।
ব্যাট হাতে ৪০ রানের পর বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন শানাকা। আর নওয়াজ ব্যাট হাতে ৩৪ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ১৩ রানে নেন ২ উইকেট।
এ নিয়ে আসরে তিন ম্যাচের সবকটিতেই জয় পেল খুলনা। আগের দুই ম্যাচে তারা হারিয়েছিল ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
বিপরীতে রংপুরের এটি টানা দ্বিতীয় হার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা নুরুল হাসানের নেতৃত্বাধীন দল পরের ম্যাচে হেরেছিল বরিশালের বিপক্ষে।
খুলনার হয়ে ২৫ বলে তিনটি করে ছক্কা-চারে ৩৭ রান করে লুইস যখন আউট হন খুলনা তখন দশম ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে। এরপর ৫৩ বলে ৭৭ রানের জুটি উপহার দেন নওয়াজ ও শানাকা। ৩৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪০ রান করে ফেরেন শানাকা। ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন নওয়াজ। দলও পায় লড়াইয়ের ভালো সংগ্রহ।
রংপুরের হাসান মাহমুদ ৩টি ও মাহেদি হাসান ২টি উইকেট নেন। সাকিব আল হাসান ৪ ওভারে ২১ রানে দিয়ে উইকেটশূন্য ছিলেন।
জবাবে দ্বিতীয় ওভারেই বাবর আজমকে এলবিডব্লিউ করেন মোহাম্মদ ওয়াসিম। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১১ রানে ব্রান্ডন কিংকে বোল্ড করে দেন নওয়াজ। এরপর ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন রনি তালুকদার ও শামিম হোসেন। ২৫ বলে কোনো বাউন্ডারি ছাড়াই স্রেফ ১৫ রান করে শানাকার শিকার হন রনি।
২২ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করা শামিমকে ক্যাচ আউট করেন নওয়াজ। নাসুম আহমেদকে উড়িয়ে মারকে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই। নুরুল হন শানাকার দুর্দান্ত রান আউটের শিকার। সাকিব আল হাসান ব্যাটে নামেন সাত নম্বরে। শানাকার বলে কট বিহাইন্ড হন বাংলাদেশ অধিনায়ক। ১৪.২ ওভারে ৮০ রানে ৭ উইকেট হারিয়ে খুব চাপে পড়ে রংপুর।
এরপর দলকে টেনে নেন মোহাম্মদ নবি ও মাহেদি। দুজনে গড়েন ১৭ বলে ৩৬ রানের জুটি। মাহেদিকে বাউন্ডারিতে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন শানাকা। নতুন ম্যাচ রিপন মণ্ডল এসেই দুটি বাউন্ডারি হাকান শানাকাকে। পরের বলে তাকেও বাউন্ডারিতে ক্যাচ নানান এই লঙ্কান পেস-অলরাউন্ডার।
এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান নবি। শেষ ব্যাটার হিসেবে ওয়াসিমের শিকার হন এই আফগান। তার আগে খেলেন ৩০ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫০ রানের দারুণ ইনিংস। মূলত তার ব্যাটেই লড়াইয়ে ছিল রংপুর।
নিজেদের পরের ম্যাচে আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলবে রংপুর। সোমবার ঢাকার মুখোমুখি হবে খুলনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আইনি-লিগ্যাল নোটিশ

কিম জং উনের সঙ্গে এখনো ভালো সম্পর্ক: ট্রাম্প

গুয়ানতানামো বে খালি, অভিবাসীদের ফিরিয়ে আনলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘের

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা, ন্যাটোকে যুক্ত করতে চান

ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে? বারবার কেন হাসিনাকেই চায় ওরা?

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নোয়াখালীতে বিআরডিবির অর্থ কেলেঙ্কারি: আওয়ামীলীগ নেতার ১১ বছর জেল, ৩১ লাখ টাকা জরিমানা

ন্যাটোর অস্ত্র উৎপাদন বাড়ানোর আহ্বান রুটের

৯ মিনিটেই শেষ ট্রেনের আগাম টিকিট, আধাঘণ্টায় ২০ লাখ হিট

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন

প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল

যুবদলের সভাপতির পায়ের রগ কেটে দিলেন শ্রমিক দল নেতা

সহিংসতা থেকে বাঁচতে রুশ বিমানঘাঁটিতে আশ্রয় নিলেন ৯ হাজার সিরীয়

মসজিদের সামনে মুসলমানদের ওপর হামলা ভারতে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

বদলি নেমে মেসির গোল, শেষ আটে মায়ামি

ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

পল্লিকবি জসীমউদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ