তানভিরের বোলিংয়ে যে রেকর্ড কুমিল্লার
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম
এবারের বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘুর্ণিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামকে স্রেফ ৭২ রানে গুটিয়ে ৬৪ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টের তৃতীয় আসর থেকে নিয়মিত অংশ নেওয়া কুমিল্লা এত দ্রুত জয় পায়নি আর কোনো ম্যাচে। বিপিএলে সব মিলিয়ে এর চেয়ে বেশি বল বাকি রেখে জয় আছে আর দুটি।
টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তানভীর। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো কুমিল্লা। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার তানভীরের ঘুর্ণিতে পড়ে ৪৮ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম।
শুরুর ধাক্কা পরের দিকের ব্যাটাররাও সামলে উঠতে না পারলে ২১ বল বাকী থাকতে ৭২ রানে অলআউট চট্টগ্রাম। দলের মাত্র দু’জন ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন। নিউজিল্যান্ডের টম ব্রুস ২০ বলে ২৭ এবং আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ১১ রান করেন। চার ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।
চট্টগ্রাম গুটিয়ে যায় ৭২ রানে। এবারের আসরে এখনও পর্যন্ত যা সর্বনিম্ন দলীয় স্কোর। কুমিল্লার তানভীর ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন। আরেক স্পিনার আলিস ইসলাম নেন ২ উইকেট।
সহজ টার্গেটে খেলতে নেমে ২৫ রানের মধ্যে ২ উইকেট হারায় কুমিল্লা। অধিনায়ক লিটন দাস ২ ও আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করা মাহিদুল ইসলাম অঙ্কন ৫ রানে ফিরেন। তৃতীয় উইকেটে ২০ বলে ৪১ রানের জুটি গড়ে কুমিল্লার জয়ের পথ সহজ করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও তাওহিদ হৃদয়।
৫টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ৩১ রান করে হৃদয় ফেরার পর ৬৪ বল হাতে রেখে কুমিল্লার জয় নিশ্চিত করেন রিজওয়ান ও ওয়েস্ট ইন্ডিজের রেমন রেইফার। রিজওয়ান ১৬ ও রেইফার ৪ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬.৩ ওভারে ৭২ (তানজিদ ০, আভিশকা ৭, ব্রুস ২৭, শাহাদাত ৯, সৈকত ০, নাজিবউল্লাহ ১১, শুভাগত ৭, জিয়াউর ০, নিহাদউজ্জামান ৭*, আলআমিন ০, বিলাল ০; রিফার ১-০-৪-১, তানভির ৪-১-১৩-৪, আলিস ৪-১-১৪-২, জামাল ২.৩-০-১৮-১, খুশদিল ৩-০-১৭-০, মুস্তাফিজ ২-০-৬-১)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৯.২ ওভারে ৭৩/৩ (রিজওয়ান ১৬*, লিটন ২, মাহিদুল ৫, হৃদয় ৩১, রিফার ৪*; আল আমিন ৩-০-১৯-১, নিহাদউজ্জামান ৩-০-১২-০, বিলাল ২-০-২৭-১, জিয়াউর ১-০-১২-১, সৈকত ০.২-০-২-০)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তানভির ইসলাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম