খুলনাকে থামিয়ে বরিশালের রোমাঞ্চকর জয়
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
ব্যাটে-বলে খুলনা টাইটান্সের জয়ের নায়ক হতে পারতেন ফাহিম আশরাফ। কিন্ত ঝড়ো ব্যাটিংয়ে সব সমীকরণ পাল্টে দিলেন মেহেদি হাসান মিরাজ ও শোয়েব মালিক। তাদের শেষ দুই ওভারের ঝড়ে খুলনাকে আসরে প্রথম হারের তিক্ততা উপহার দিল ফরচুন বরিশাল।
বিপিএলের দশম আসরের ১৯তম ম্যাচে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। ১৫৬ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পূরণ করে তামিম ইকবালের দল। মিরপুরে দুই দলের প্রথম লড়াইয়ে ৮ উইকেটে জিতেছিল খুলনা।
শেষ ২ ওভারে জয়ের জন্য বরিশালের দরকার ছিল ৩৭ রান। মোহাম্মদ ওয়াসিম ১৯ রান দেওয়ার পর দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরু করেন মিরাজ। এরপর নেন সিঙ্গেল। টানা বাইন্ডারি ও ওভারবাউন্ডারি হাঁকিয়ে স্কোর সমান করেন শোয়েব। শানাকার বাউন্সার ওয়াইড দিলে অবিশ্বাস্য এক জয়ের আনন্দে মাতে বরিশাল।
২৫ বলে ৩ ছক্কা ও ১ চারে ৪১ রানের অপরাজিত ইনিংসে ম্যাচের নায়ক শোয়েব। ১৫ বলে ৩ ছক্কা ও ১ চারে অপরাজিত ৩১ রান করেন মিরাজ।
আসরে পঞ্চম ম্যাচে এসে পরাজয়ের স্বাদ পেল খুলনা। অন্যদিকে ছয় ম্যাচে বরিশালের এটি তৃতীয় জয়।
অথচ নায়ক হতে পারতেন ফাহিম। ৮৮ রানে সপ্তম উইকেট হারিয়ে খুলনা তখন কোনঠাসা। এরপর মোহাম্মদ নেওয়জাজের সাথে এসে যোগ দেন ফাহিম। শেষ বলে রান আউট হওয়ার আগে এই লোয়ার অর্ডার স্রেফ ১৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় করেন ৩২ রান। ২৩ বলে ৪ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন নেওয়াজ।
পরে বল হাতেও বরিশালকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ফাহিম। মিডিয়াম পেসে ৪ ওভারে স্রেফ ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। তার বোলিংয়েই লড়াইয়ে ছিল খুলনা। পঞ্চম ব্যাটার হিসেবে যখন ফাহিমের শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ তখনও জয়ের জন্য বরিশালের দরকার ২৪ বলে ৫৫ রান। প্রথম ৩ ওভারে ১৭ রান দেওয়া ওয়াসিম নিজের শেষ ওভারে দেন ১৯ রান। আর শেস ওভারে ১৮ রানের কঠিন সমীকরনের সামনে এলোমেলো হয়ে যান শানাকা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটান্স: ২০ ওভারে ১৫৫/৮ (এনামুল ১২, ইমন ৩৩, হাবিবুর ২, জয় ১৩, আফিফ ০, শানাকা ৬, নেওয়াজ ৩৮*, নাহিদুল ৫, ফাহিম ৩২*; অতিরিক্ত ১৪; ইমরান ৩-০-২৫-১, মিরাজ ৪-০-২২-০, জাভেদ ৩-০-২৭-১, শোয়েব ৪-০-২৪-২, খালেদ ২-০-২৬-০, তাইজুল ৩-০-৭-২, মাহমুদউল্লাহ ১-০-১৮-০)।
ফরচুন বরিশাল: ১৯.৪ ওভারে ১৫৬/৫ (তামিম ২০, শেহজাদ ০, সৌম্য ২৬, মুশফিক ২৭, শোয়েব ৪১*, মাহমুদউল্লাহ ৪, মিরাজ ৩১*; অতিরিক্ত ৭; নাসুম ৪-০-২৪-১, নাহিদুল ৩-০-৩০-০, ওয়াসিম ৪-০-৩৬-০, ফাহিম ৪-০-১৮-৩, নেওয়াজ ৩-০-২৩-০, শানাকা ১.৪-০-২৪-০)।
ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শোয়েব মালিক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাঁটুর চোটে মৌসুম শেষ মিলিতাওয়ের
ভিনির হ্যাটট্রিক,বেলিংহ্যামের গোলে ফেরার রাতে রিয়ালের জয়
রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা
শারজাহতে ৩৪ বছরের অপেক্ষা ঘোচালেন শান্ত
প্রথম আঘাত তাসকিনের
সিলেটে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
'ডিডি একা নয় হলিউডে এমন অসংখ্য রাঘব-বোয়াল রয়েছে ধরাছোঁয়ার বাইরে'
শরণখোলায় বিএনপি.র আলোচনা সভা অনুষ্ঠিত
সম্মানসূচক ডক্টরেট অর্জন করেছেন ব্রিটিশ বাংলাদেশী সমাজকর্মী ফয়েজ উদ্দিন এমবিই
পাঠ্যবইয়ে মুসলমানদের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে
যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট কি অধরাই থেকে যাবে?
গণঅভ্যুত্থানের সাবলিমিটি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
গণতন্ত্রের স্বার্থে এ সরকারকে টিকিয়ে রাখতে হবে
পরিবর্তনের হাওয়া লাগেনি ইসলামিক ফাউন্ডেশনে অফিস চালাচ্ছেন আওয়ামী কর্মকর্তারা !
ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করলেন লন্ডনে পলাতক আনোয়ারুজ্জামান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প
হতাশ মার্কিনিরা দেশ ছাড়তে চাচ্ছেন
সহিংসতায় ফের উত্তপ্ত মণিপুর নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা
‘সংখ্যালঘু’ তকমা ফিরে পাচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
মার্কিন মুল্লুকে ক্ষমতার হাতবদল অনিশ্চয়তায় নেতানিয়াহুর নীতি