খুলনাকে থামিয়ে বরিশালের রোমাঞ্চকর জয়
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
ব্যাটে-বলে খুলনা টাইটান্সের জয়ের নায়ক হতে পারতেন ফাহিম আশরাফ। কিন্ত ঝড়ো ব্যাটিংয়ে সব সমীকরণ পাল্টে দিলেন মেহেদি হাসান মিরাজ ও শোয়েব মালিক। তাদের শেষ দুই ওভারের ঝড়ে খুলনাকে আসরে প্রথম হারের তিক্ততা উপহার দিল ফরচুন বরিশাল।
বিপিএলের দশম আসরের ১৯তম ম্যাচে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। ১৫৬ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পূরণ করে তামিম ইকবালের দল। মিরপুরে দুই দলের প্রথম লড়াইয়ে ৮ উইকেটে জিতেছিল খুলনা।
শেষ ২ ওভারে জয়ের জন্য বরিশালের দরকার ছিল ৩৭ রান। মোহাম্মদ ওয়াসিম ১৯ রান দেওয়ার পর দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরু করেন মিরাজ। এরপর নেন সিঙ্গেল। টানা বাইন্ডারি ও ওভারবাউন্ডারি হাঁকিয়ে স্কোর সমান করেন শোয়েব। শানাকার বাউন্সার ওয়াইড দিলে অবিশ্বাস্য এক জয়ের আনন্দে মাতে বরিশাল।
২৫ বলে ৩ ছক্কা ও ১ চারে ৪১ রানের অপরাজিত ইনিংসে ম্যাচের নায়ক শোয়েব। ১৫ বলে ৩ ছক্কা ও ১ চারে অপরাজিত ৩১ রান করেন মিরাজ।
আসরে পঞ্চম ম্যাচে এসে পরাজয়ের স্বাদ পেল খুলনা। অন্যদিকে ছয় ম্যাচে বরিশালের এটি তৃতীয় জয়।
অথচ নায়ক হতে পারতেন ফাহিম। ৮৮ রানে সপ্তম উইকেট হারিয়ে খুলনা তখন কোনঠাসা। এরপর মোহাম্মদ নেওয়জাজের সাথে এসে যোগ দেন ফাহিম। শেষ বলে রান আউট হওয়ার আগে এই লোয়ার অর্ডার স্রেফ ১৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় করেন ৩২ রান। ২৩ বলে ৪ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন নেওয়াজ।
পরে বল হাতেও বরিশালকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ফাহিম। মিডিয়াম পেসে ৪ ওভারে স্রেফ ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। তার বোলিংয়েই লড়াইয়ে ছিল খুলনা। পঞ্চম ব্যাটার হিসেবে যখন ফাহিমের শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ তখনও জয়ের জন্য বরিশালের দরকার ২৪ বলে ৫৫ রান। প্রথম ৩ ওভারে ১৭ রান দেওয়া ওয়াসিম নিজের শেষ ওভারে দেন ১৯ রান। আর শেস ওভারে ১৮ রানের কঠিন সমীকরনের সামনে এলোমেলো হয়ে যান শানাকা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটান্স: ২০ ওভারে ১৫৫/৮ (এনামুল ১২, ইমন ৩৩, হাবিবুর ২, জয় ১৩, আফিফ ০, শানাকা ৬, নেওয়াজ ৩৮*, নাহিদুল ৫, ফাহিম ৩২*; অতিরিক্ত ১৪; ইমরান ৩-০-২৫-১, মিরাজ ৪-০-২২-০, জাভেদ ৩-০-২৭-১, শোয়েব ৪-০-২৪-২, খালেদ ২-০-২৬-০, তাইজুল ৩-০-৭-২, মাহমুদউল্লাহ ১-০-১৮-০)।
ফরচুন বরিশাল: ১৯.৪ ওভারে ১৫৬/৫ (তামিম ২০, শেহজাদ ০, সৌম্য ২৬, মুশফিক ২৭, শোয়েব ৪১*, মাহমুদউল্লাহ ৪, মিরাজ ৩১*; অতিরিক্ত ৭; নাসুম ৪-০-২৪-১, নাহিদুল ৩-০-৩০-০, ওয়াসিম ৪-০-৩৬-০, ফাহিম ৪-০-১৮-৩, নেওয়াজ ৩-০-২৩-০, শানাকা ১.৪-০-২৪-০)।
ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শোয়েব মালিক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ