উইলিয়ামসন-রাচিনের জোড়া শতকে ম্লান মোরেকির কীর্তি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন টিসেপো মোরেকি। কিন্তু দক্ষিণ আফ্রিকার এমন স্বপ্নীল শুরু দিন শেষে পরিণত হয় দুঃস্বপ্নে। দলে ফিরেই নিজেদের মেলে ধরেন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। এই দুজনের জোড়া শতকে ‘অনভিজ্ঞ’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনেই মাউন্ট মঙ্গানুই টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে নিউজিল্যান্ড।
২ উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে কিউইরা। ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১২ রানে ব্যাট করছেন উইলিয়ামসন। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসে এই সংস্করণে প্রথম শতকের স্বাদ পাওয়া রবীন্দ্র ব্যাট করছেন ১১৮ রানে।
দিনের শেষ দুই সেশন অনায়াশেই কাটিয়ে দেন এই দুজন। তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে দুজন যোগ করেন ৪১৯ বলে ২১৯ রান। দুজনেই অভিষিক্ত ডানহাতি পেসার রোয়ান ডি সোয়ার্টের বলে ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে সুযোগ কাজে লাগিয়েছেন।
টসজয়ী দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল দুর্দান্ত। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পান টিসেপো মোরেকি। ডেভন কনওয়েকে এলবিডব্লিউয়ের ফাদে ফেলেন ডানহাতি এই পেসার।
এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেকটা স্বরণীয় হয়ে থাকল ৩০ বছর বয়সী মোরেকির। অভিষেকের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফ। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই তিনি ফিরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথকে।
টেস্ট ক্যারিয়ারে প্রথম বলে উইকেট নেওয়া ২৪তম বোলার মোরেকি। আজ কনওয়ের উইকেটটি নিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ফিরিয়ে এনেছেন ১৯০৬ ও ২০১১ সালকে। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বারের মতো একই বছরে দুবার কোনো বোলারের ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়ার ঘটনা ঘটল।
মোরেকির ধাক্কা ঠিকমত সামাল দিয়ে না উঠতেই ডেন পিটারসনের বলে কট বিহাইন্ড হন আরেক ওপেনার টম ল্যাথাম। ১৭তম ওভারে দলীয় ৩৯ রানে ৪৮ বলে ২০ রান করে ল্যাথাম ফেরার পরই জুটি বাধেন উইলিয়ামসন ও রবীন্দ্র।
চা বিরতির ঠিক আগে ব্যক্তিগত ৪৭ রানে টপ এজ হয়ে ক্যাচ তোলেন উইলিয়ামসন। কিন্তু এক্সট্রা কাভার থেকে পিছনের দিকে দৌড়ে ক্যাচটা নিতে পারেননি এডওয়ার্ড মুর।
ব্যক্তিগত ৮০ রানে জীবন পান রবীন্দ্র। এজ হয়ে বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ ওঠে। কিন্তু এ যাত্রায় তা তালুবন্দি করতে পারেননি ডুয়ান অলিভিয়ের।
জীবণ পেয়ে সুযোগ কাজে লাগিয়েছেন দুজনই। ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন রবীন্দ্র। ১৮৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই স্পিনিং অলরাউন্ডার। দিন শেষে ১১৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ২১১ বলে ১৩টি চার ও ১ ছক্কায়।
উইলিয়ামসন তিন অঙ্কের দেখা পান ২৪১ বলে। ঘরের মাঠে এটি তার ১৭তম শতক। তার ২৫৯ বলে ১১২ রানের ইনিংসে আছে ১৫টি চারের মার।
দুই ম্যাচের এই সিরিজ নিয়ে শুরু থেকেই হয়ে আসছে সমালোচনা। সেটা দক্ষিণ আফ্রিকা অনভিজ্ঞ দল পাঠানোয়। দলটা কতটা অনভিজ্ঞ তা একাদশ দেখালেই বোঝা যায়। একাদশে থাকা ছয়জনের অভিষেক ম্যাচ এটি!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম