ভারতকে হারাতে এবার ইংল্যান্ডেক গড়তে হবে রেকর্ড
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
প্রথম ইনিংসে ভারতকে টেনেছিলেন যশস্বী জসওয়াল। এবার দলটির হয়ে ত্রাতার ভূমিকায় দেখা দিলেন শুবমান গিল। দারুণ শতক উপহার দিলেন এই টপ অর্ডার। তবে বাকি ব্যাটারতের ব্যর্থতায় আড়াইশ’ পেরুতেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ভারত। ততক্ষণে অবশ্য দল পেয়ে গেছে বড় লিড। জিততে হলে ইংল্যান্ডকে গড়তে হবে ভারতের মাটিতে রান তাড়ার রেকর্ড।
বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন শুরু করা ভারত গিলের দারুণ শতকের পরও গুটিয়ে যায় ২৫৫ রানে। তবে ততক্ষণে লিড হয়ে যায় ৩৯৮ রানের। ৩৯৯ রানের লক্ষ্যে ১ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড।
সিরিজের প্রথম টেস্টের মতো স্বরণীয় জয় পেতে এবার ইংলিশদের গড়তে হবে রেকর্ড। বিশাখাপত্নামে বাকি দুই দিনে হাতের ৯ উইকেটে করতে হবে ৩৩২ রান।
ম্যাচের তৃতীয় দিন রোববার সকালে ১ রান যোগ করেই জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান রোহিত শর্মা। নিজের পরের ওভারে প্রথম ইনিংসে দ্বিশকত হাঁকানো জসওয়ালকেও শিকারে পরিণত করেন অভিজ্ঞ এই পেসার।
এরপর শ্রেয়াস আয়ারকে নিয়ে ১১২ বলে ৮১ রানের জুটি গড়েন গিল। আয়ার টম হার্টলির শিকার হয়ে ফেরেন ৫২ বলে ২৯ রান করে। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৩২ রান করা রজত পাতিদার এবার আউট হন ৯ রানে। তাকে কট বিহাইন্ড করেন স্পিনার রেহান আহমেদ।
এরপর আক্ষর প্যাটেলকে নিয়ে ১৫১ বলে ৮৯ রানের জুটি গড়েন গিল। তাকে কট বিহাইন্ড করেন অভিষিক্ত শোয়েব বশির। তার আগে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়ে যান গিল। তার ১৪৭ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার।
এরপর বেশি সময় লড়াই চালিয়ে যেগে পারেনি ভারত। ৭৮.৩ ওভারে রেহানের বলে বেন ফোকসের দস্তানায় ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৬১ বলে ২৯ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ২৫৫ রানে।
প্রথম ইনিংসের ১৪৩ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে থাকে ৩৯৮ রানে। জিততে হলে শেষ ইনিংসে ইংল্য়ান্ডকে তুলতে হবে ৩৯৯ রান।
প্রথম টেস্টের অন্যতম নায়ক টম হার্টলি ৭৭ রানে ৪ উইকেট নেন। ৮৮ রানে ৩ উইকেট নেন রেহান আহমেদ। ২৯ রানে ২টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
লক্ষ্য তাড়ায় একাদশ ওভারে বেন ডাকেটকে হারায় ইংল্যান্ড। ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ৬ চারে ২৮ রান করে কট বিহাইন্ড হন আশ্বিনের স্পিনে। ৫০ বলে ২৯ রান নিয়ে তৃতীয় দিণ শুরু করবেন জ্যাক ক্রলি। ৯ বলে ৯ রান নিয়ে তার সঙ্গী নাইটওয়াচ ম্যান রেহান।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
ভারত: ৩৯৬ ও ৭৮.৩ ওভারে ২৫৫ (জয়সোয়াল ১৭, রোহিত ১৩, গিল ১০৪, শ্রেয়াস ২৯, পাতিদার ৯, অক্ষর ৯, ভরত ৬, অশ্বিন ২৯, কুলদীপ ০, বুমরা ০, মুকেশ ০* ; অ্যান্ডারসন ২/২৯, বশির ১/৫৮, রেহান ৩/৮৮, রুট ০/১, হার্টলি ৪/৭৭)।
ইংল্যান্ড: ২৫৩ ও ১৪ ওভারে ৬৭/১ (ক্রলি ২৯*, ডাকেট ২৮, রেহান ৯*; বুমরা ০/৯, মুকেশ ০/১৯, কুলদীপ ০/২১, অশ্বিন ১/৮, অক্ষর ০/১০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ