টিকিট দরেও জয় পাক-ভারত মহারণের
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
গেল বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে বিশ্বকাপের আসর। নতুন বছরে দামামা বাজছে ভিন্ন ফরম্যাটের আরেকটি বিশ্বকাপের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে চলতি বছরের জুনে। সংক্ষিপ্ত ফরম্যাটের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটির সূচি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি। ইতোমধ্যে শুরু হয়ে গেছে টিকিট বিক্রির প্রক্রিয়াও। আইসিসি জানিয়েছে, টিকিট বিক্রির প্রক্রিয়া শুরুর পর গেল দু’দিনে ১২ লাখ মানুষ আবেদন করেছেন।
জানা গেছে, গোটা বিশ্ব থেকেই খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ৯ লাখ মানুষ আবেদন করেছেন। নতুন নতুন এলাকায় ক্রিকেট যে ক্রমশ ছড়িয়ে যাচ্ছে, এটাই তার প্রমাণ। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে গোটা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠছে। অন্যতম আয়োজক আমেরিকার দর্শকদের মধ্যে উৎসাহ সবচেয়ে বেশি।
গেল বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখন থেকেই টিকিট কাটা যাবে না। সব দর্শক যাতে খেলা দেখার সুযোগ পান, সেজন্য ‘ব্যালট’ প্রক্রিয়ার মাধ্যমে টিকিট বিক্রি করবে আইসিসি। ৭ ফেব্রুয়ারি, অ্যান্টিগার স্থানীয় সময় রাত ১১.৫৯ পর্যন্ত খেলা দেখার জন্য ব্যালটে নাম তোলা যাবে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। ব্যালটে নাম লেখানোর পর ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন কোন ম্যাচে সংশ্লিষ্ট দর্শক টিকিট কেটেছেন।
একজন দর্শক একটি ম্যাচের সর্বোচ্চ ৬টি টিকিট কাটতে পারবেন। সব পর্যায় মিলিয়ে সর্বোচ্চ ৬টি ম্যাচের টিকিট কাটতে পারবেন তিনি। কোন কোন ম্যাচ দেখতে চান, তা জানতে যেতে হবে ঃ tickets.t20worldcup.com ওয়েবসাইটে। সর্বনিম্ন ৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ টাকা) থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। ২৫ ডলার পর্যন্ত দাম উঠতে পারে।
তবে দামের দিক থেকে সবচাইতে দামী পাক-ভারত ম্যাচ। রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আয়োজিত হবে। এক রিপোর্ট দাবি করা হচ্ছে যে সেনসাস অনুযায়ী এই শহরে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভারতীয় বংশোদ্ভূত এবং প্রায় এক লক্ষ পাকিস্তানি বংশোদ্ভূত মানুষ থাকেন। সেই কারণেই এই মেগাডুয়েলের জন্য এই শহরকে বেছে নেওয়া হয়েছে। এই ম্যাচটির স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ১৭৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ২২৫ টাকা) যেখানে স্ট্যান্ডার্ড প্লাস টিকিট কিনতে খরচ করতে হবে ৩০০ ডলার (৩৩ হাজার টাকা) আর প্রিমিয়াম ক্যাটাগরিতে বসে খেলা দেখতে গাঁটের টাকা যাবে ৪০০ ডলার (৪৪ হাজার টাকা) পর্যন্ত।
দুই পড়শি দেশ বহুদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। একমাত্র বড় বড় টুর্নামেন্টগুলিতেই ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপ ম্যাচের দিকে সকলেই তাকিয়ে থাকেন। ম্যাচের বহু আগে থেকেই চড়তে থাকে উত্তেজনার পারদ, বুক হয়ে যায় টিকিট। এ বছরের বিশ্বকাপে আহমেদাবাদেও আয়োজিত ম্যাচ ঘিরেও তো এমনই ছবি ধরা পড়েছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর অন্যথা হওয়ার কোনও সম্ভাবনা নেই।
আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের। যেখানে উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র্যাঙ্কিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া ও উগান্ডা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ