এই উইকেটেও ‘খুশি’ লিটন!
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
মিরপুরে স্লো উইকেট নিয়ে অর্ধেক আসর শেষ হওয়ার পরও বিপিএলে বড় রানের দেখা পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত একবারও কোনো দলই পায়নি দুইশো পেরুনো পুঁজি। এমনকি দেড়শো রান তাড়া করতে গিয়েও খাবি খাচ্ছে দলগুলো। গতকাল আরও একটি একপেশে ম্যাচ দেখা যায় বিপিএলে। মিরপুরে কুমিল্লার করা ১৪৯ রান তাড়া করতে গিয়ে ১০ ওভারের মধ্যেই ম্যাচের ফল অনেকটা অনুমিত হয়ে যায়। হারের ব্যবধান কমিয়ে খুলনা টাইগার্স থামে ১১৫ রানে। এই ম্যাচে বাকি ব্যাটারদের ধুঁকতে থাকার মাঝে লিটন দাস করেন ৩০ বলে ৪৫ রান। সন্ধ্যার ম্যাচটিও হয়েছে লো স্কোরিং। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নির্ধারিত ওভারে ১২৪ রান তুলতেই ৮ উইকেট খুইয়েছে দুরন্ত ঢাকা। জবাব দিতে নেমে রিপোর্টটি লেখা পর্যন্ত (রাত ৯টা) ৮ ওভারে ৬০ রান তুললেও সিলেটেই নেই ৩ উইকেট!
নিজেদের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়েই অনেক প্রশ্নের জবাব দিতে হয় লিটনকে। এক দল করল ১৪৯, আরেক দল সেই রান তাড়ার কাছেও যেতে পারল না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কের মতে এর কারণ ¯্রফে উইকেটের মধ্যেই লুকিয়ে নেই, চতুর ক্রিকেট খেলতে না পারায় ব্যাটারদের ঘাটতিই বড় করে দেখছেন এই ওপেনার, ‘সব সময় উইকেটকে দোষ দেওয়ার তা কিন্তু না। যারা হিসেব করে ঝুঁকি নিয়ে খেলতে পারে তারা এই মাঠে... (রান করে) আজ (গতকাল) কিন্তু একটা পরিস্থিতিতে ১৭০ রান হওয়ার মতন ছিলো। হলে উইকেটকে কেউই দোষ দিতাম না। কোনভাবে আমরা পারিনি, মিডল ওভারে আমাদের কিছু ঘাটতি আছে। বাংলাদেশ দলেও আমরা এই জিনিসটার ভুক্তিভুগি। পাওয়ার প্লে শুরু করলে মাঝখানে খেলতে পারি না। আবার মাঝখানে খেলতে পারলে ফিনিস করতে পারি না। এখনো আমরা শেখার ধাপে আছি, এমন না যে ভালো দল আমরা। বিপিএলের গেইমগুলো চলতে চলতে আমরা এক পর্যায়ে শিখে যাব কীভাবে মাঝের ওভারে খেলতে হয়।’
উইকেটে এত খারাপ না হলেও খুব আহামরি ভালও যে না পরিসংখ্যান দিচ্ছে প্রমাণ। ঢাকার মতন এবার রান খরায় ভুগেছে সিলেটের ভেন্যুও। টি-টোয়েন্টি ক্রিকেটে মানুষ যেমন রান দেখতে, টানটান উত্তেজনা দেখতে আসে তার কিছুই মিলছে না। লিটন মনে করেন উইকেট আচমকা যেহেতু বদলের সম্ভাবনা নেই তাদের খেলতে হবে সেই তাল মিলিয়ে, ‘দেখেন, আমি কিছু বললে কি উইকেট বদল হবে? আমি যদি চাই কালকের ম্যাচে দুইশো রানের উইকেট দিতে, দিতে পারবে? যেটা ফ্যাক্ট না সেটা কীভাবে হবে? এখন দেড়শো রানের উইকেটে আমরা কীভাবে খেলতে পারি সেটা দেখতে হবে। আপনি সব সময় টি-টোয়েন্টিতে দেড়শো রানের উইকেট পাবেন না। দেড়শো রানের উইকেটে আমরা কীভাবে দেড়শো রান করতে পারি এটা একটা চ্যালেঞ্জ।’
১৭০ রান করার সম্ভাবনা তৈরি করলেও উইকেট ছিলো দেড়শো রানের। এসব উইকেটে খেলতে হলে বাউন্ডারির বাইরে প্রান্ত বদলের তাগিদ দেখেন লিটন। মাঝের ওভারের এই সমস্যা সামগ্রিকভাবেই বাংলাদেশের ব্যাটারদের, তাও উল্লেখ করেন তিনি, ‘আমি টস জেতার সময়ই বলেছিলাম ১৫৫, বা ১৫০ ডিফেন্ডেবল। কারণ আমার হাতে ওই কোয়ালিটির বোলিং আক্রমণ আছে। আমাদের যে শুরুটা হয়েছে ওখান থেকেও ১৭০ রান করা যেতো। আমরা মিডল ওভারে ভালো ক্রিকেট খেলিনি, অনেক ডট হয়েছে। আমরা অনেক বড় বড় শট খেলতে চাচ্ছি। এক, দুইয়ের অপশন কিন্তু আছে। দেখবেন বড় বড় খেলোয়াড়রা এক-দুই করে খেলা বানায়। যে জিনিসটা আমাদের ঘাটতি আছে। হতে পারে (জাতীয় দলেরও মূল সমস্যা মিডল অর্ডার)। এক তো আমরা কেউই পাওয়ার হিটার না। গায়ে এত জোর আছে যে ছয় মারব খালি তাও না। কিন্তু আমাদের মতন খেলোয়াড়রাও টি-টোয়েন্টিতে অনেক রান করছে। তারা কীভাবে খেলছে। তারা এক দুই করে নিয়ে বাউন্ডারি খুঁজছে। আমরা চেষ্টায় আছি এসব করার। হয়ত আস্তে আস্তে আসবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই হলো ১৮ দোকান
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা