ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

নিশাংকার রেকর্ডের ম্যাচে হারার আগে নবী-ওমরজাইয়ের শতকে আফগানদের লড়াই

Daily Inqilab ইনকিলাব

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০১ এএম

 

পাতুম নিশাংকার ২১০ রানের ইনিংসে পরও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিতে অন্য কাউকে নিয়ে আলোচনা হবে সেটি ম্যাচের বেশিরভাগ সময় ধারণাই করা যায়নি।শ্রলীংকার ৩৮২ রানের পাহাড় দাঁড় করানোর পর সবারই কৌতূহল ছিল স্বাগতিকদের জয়ের ব্যবধান কত বড় হবে সেটির উপর।

 বড় রানের জবাব দিতে নেমে স্থান ৫০ পেরুতেই পাঁচ উইকেট হারালে মনে হচ্ছিল সেই ব্যবধানটা তিনশোর আশেপাশেও থাকতে পারে।তবে রেকর্ডের ম্যাচে তখনো শেষ চমক বাকি। ষষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই মিলে শুধু দলকে লজ্জার হাত থেকে বাঁচাননি,এক সময় জাগিয়েছিলেন জয়ের ক্ষীণ সম্ভাবনাও। 

নাবি ও ওমারজাইয়ের জুটিতে আসে ২২২ বলে ২৪২ রান। ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।এই জুটির সৌজন্যে শ পেরুনোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা আফগানদের ইনিংস ৩৩৯ অবধি পৌছায়।শেষ পর্যন্ত ৪২ রানের স্বস্তি জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক শ্রীলংকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল লংকানরা।

৩৮২ রানের লক্ষ্যে ৫৫ রানেই ৫ উইকেট হারায় আফগানিস্তান। মাদুশানের বোলিং তোপে  প্রথম চার ব্যাটসম্যানের কেউই পৌঁছাতে পারেননি দুই অংকে।মাদুশান নিজের প্রথম তিন ওভারেই পেয়েছে উইকেটের দেখা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে ফিরিয়ে দেন গুরবাজ, ইব্রাহিম ও অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদিকে।তবে এর পরই রেকর্ড সেই জুটি গড়েন  নবী ও ওমরজাই।

এই দুজনের ব্যাটিংয়ে শুরুতে ক্ষুরধার শ্রীলঙ্কান বোলিং মনে হচ্ছিল একেবারে নখদন্তহীন।ভয়ডরহীন ব্যাটিংয়ে দুইজনে পেয়েছেন শতকের দেখা। দীর্ঘ সাত বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন নবী।ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ১৩০ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৩৬ রান পড়েন এই আফগান অলরাউন্ডার। ওমরজাই ছিলেন আরও দুর্দান্ত। ১১৫ বলে ১৩ চারের  ৬টি বিশাল ছক্কায় ১৪৯ রানের হার না মানা এক ইনিংস খেলেন এই আফগান ব্যাটসম্যান। নবী শেষ দিকে আউট হলেও আজ পর্যন্ত টিকে থেকে পরাজয়ের ব্যবধান কমিয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ওমরজাই।

এর আগে পাল্লেকেলেতে শুক্রবার আফগান বোলারদের তুলোধুনা করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রান করে শ্রীলঙ্কা। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১৩৯ বলে ২০টি চার ও ৮টি ছক্কায় একাই অপরাজিত ২১০ রান করেছেন নিশানকা। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটার তিনিই।  

২০০০ সালে শারজায় ভারতের বিপক্ষে ১৮৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। এতদিন সেটিই ছিল ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের ইনিংস। তাঁর ইনিংসটি নিশানকা ছাড়িয়ে যাওয়ার সময় জয়াসুরিয়া মাঠেই ছিলেন। হাততালি দিয়ে তিনি অভিনন্দন জানান উত্তরসূরিকে।

নিশানকার আগের তিন সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ ছিল ১৩৭। নিজের পঞ্চাশতম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই ওপেনার।ওয়ানডে ইতিহাসের দশম ব্যাটার হিসেবে দ্বিশতক হাঁকালেন নিশানকা। সব মিলিয়ে ওয়ানডেতে এটি ১২তম দ্বিশতক।

ওয়ানডেতে একাধিক দ্বিশতকের রেকর্ড কেবল রোহিত শর্মার (৩টি)। সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসও এই ভারতীয় ওপেনারের। সব মিলিয়ে নিশানকার ইনিংসটি যৌথভারে পঞ্চম সেরা। অপরাজিত ২১০ রানের ইনিংস আছে পাকিস্তানের ফখর জামানেরও।

এদিন শুরু থেকেই  আগ্রাসী মেজাজে ব্যাট করেছিলেন  নিশানকা। ৩১ বলে পান প্রথম ফিফটির দেখা।এরপর কিছুটা গতি হারালেও  ৮৮ বলেই পৌঁছে যান তিন অঙ্কে। পরের ফিফটি আসে ২৮ বলে। শেষ ফিফটিতে যেতে খেলেন স্রেফ ২০ বল।

আভিষ্কা ফার্নান্ডোর সঙ্গে প্রথমে গড়েন ১৮২ রানের ওপেনিং জুটি। দলীয় ২৭তম ওভারে ৮৮ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ৮৮ রান করে ফেরেন আভিষ্কা। অধিনায়ক কুসল মেন্ডিসের সাথে জুটির স্থায়ীত্ব ছিল ৫৪ বল আর ৪৩ রান।

তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৭১ বলে ১২০ রান যোগ করেন নিশানকা। সাদিরা আউট হন ৩৬ বলে ৪৪ রানে। চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ১৭ বলে ৩৬ রান।




বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী