‘বিয়ে করে বাবা-মাকে ভুলে গেছে জাদেজা’
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তারই বাবা অনিরুদ্ধ সিং। তার দাবি, বিয়ের পর পুত্রবধু রিভাবার প্ররোচনায় বাবা-মাকে ভুলে গেছেন জাদেজা। একই শহরে থাকলেও নাকি বাড়িতে যাওয়া তো দূরের কথা ফোনেও খোজ খবর নেন না জাদেজা।
জাদেজার বাবা অনিরুদ্ধ স্থানীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ছেলে জাদেজাকে নেয় বলতে গিয়ে অনিরুদ্ধ বলেছেন, ‘আমাদের সঙ্গে আমার ছেলে এবং পুত্রবধূর কোনও সম্পর্ক নেই। ওরাও আমাদের বাড়িতে গত এক বছর ধরে আসে না, আমরাও যাই না। আমি জানি না আমার ছেলের বউ কী জাদু করেছে রবীন্দ্রর (জাদেজা) উপর। আগে তাও ফোন করত, এখন সেটিও করে না। আমার ছেলের বউ রিভাবাই ওর মাথা খেয়েছে!’
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘আমি এই মুহূর্তে জামনগরে একাই থাকি। একই শহরে রবীন্দ্র ওর পরিবারকে নিয়ে আলাদা একটি বাংলোতে থাকে। তবে আমাদের মধ্যে কোনও যোগাযোগ নেই। সবটাই হয়েছে ওর বউয়ের জন্য। আমার ছেলের উপর মেয়েটা কোন জাদু করেছে, কে জানে!’
এখানেই থামেননি অনিরুদ্ধ। তিনি বলেছেন, ‘আমি কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, সেটি সারা দেশ জানে। যদি জানতাম ছেলে বিয়ের পরে এমন বদলে যাবে, তা হলে তো অন্য কিছু ভাবতাম। আমি নয় ঠিক আছি, ওর মায়ের সঙ্গেও কথা বলে না ছেলে!’
বাবার অভিযোগের বিপরীতে এক টুইট করেছেন জাদেজা। এই স্পিনিং অলরাউন্ডার লিখেছেন, ‘এই সাক্ষাৎকারকে একেবারেই পাত্তা দেবেন না। এটা তৈরি করা সাক্ষাৎকার। আমার এবং রিভাবার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন সাক্ষাৎকার তৈরি করা হয়েছে। এক পক্ষের কথা শুনে এই সাক্ষাৎকারের পুরোটাই ভুলে ভরা। আমিও অনেক কিছু বলতে পারি। কিন্তু পরিবারের সম্মানের কথা মাথায় রেখে চুপ করে আছি। কারণ জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি আমার পছন্দ নয়।’
জাদেজার স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন তাঁর বাবা। অনিরুদ্ধ সিং জাদেজার দাবি করেছেন, ‘বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই রিভাবা আমার কাছে সম্পত্তি ওর নামে লিখে দেওয়ার দাবি জানাতে থাকে। এখান থেকেই ঝামেলার সূত্রপাত। আসলে এই মেয়েটা কখনও আমাদের পরিবারের সঙ্গে থাকতে চায়নি। স্বাধীন ভাবে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিল। আমি ভুল কাজ করেছি। আমার মেয়ে নয়না ভুল করেছে! কিন্তু একটা কথা বলুন, আমাদের পরিবারের বাকি ৫০ জন ভুল করেছে! এটা আদৌ হতে পারে!’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির