ঝড়ো শতকে রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল, সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম

ছবি: ফেসবুক

ব্যাট হাতে আবারও ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও স্পর্শ করলেন রোহিত শর্মার সর্বোচ্চ শতকের রেকর্ড। তার খুনে মেজাজের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার ৫৫ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস উপহার দিয়েছেন ম্যাক্সওয়েল। তার দল নির্ধারিত ২০ ওভারে তোলে ৪ উইকেটে ২৪১ রান। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ২০৭ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৩৪ রানের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ম্যাচের মোট রান ৪৪৪। টি-টোয়েন্টিতে এই দুই দলের মিলিত রানের রেকর্ড এটিই।

গত নভেম্বরে ভারতের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে রোহিতকে ছুঁয়েছিলেন ‘ম্যাড ম্যাক্স’। দুজনেরই তখন ছিল চারটি করে শতক। এরপর গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যান ভারত অধিনায়ক রোহিত। এক মাস না পেরোতেই আবার রোহিতকে ছুঁয়ে ফেললেন ম্যাক্সওয়েল।

পাঁচটি শতক করতে রোহিতের লেগেছে ১৪৩ ইনিংস। ম্যাক্সওয়েলের লাগল ৯৪ ইনিংস। ভারতের সূর্যকুমার যাদব ৪টি শতক করেছেন মাত্র ৫৭ ইনিংসে। তবে একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে ম্যাক্স। তার পাঁচটি শতকের চারটিই এসেছে চার বা এর পরে ব্যাটিংয়ে নেমে।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দশম শতক। ম্যাক্সওয়েল ছাড়া একাধিক শতক আছে কেবল অ্যারন ফিঞ্চের, ২টি।

অ্যাডিলেড ওভারে টস হেরে ব্যাটে নেমে দ্বিতীয় ওভারে জস ইংলিশকে হারায় অস্ট্রেলিয়া। ঝড়ো ব্যাটিংয়ে ১২ বলে ২৯ রান করে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আউট হন অধিনায়ক মিচেল মার্শও। আগের ম্যাচের নায়ক ডেভিড ওয়ার্নার (১৯ বলে ২২) থামেন ঝড়ের আভাস দিয়ে।

এরপর মার্কাস স্টয়নিসের সাথে ৪২ বলে ৮২ ও টিম ডেভিডকে নিয়ে ৩৯ বলে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ম্যাক্সওয়েল। ১৬ বলে ১৬ রান করেন স্টয়নিস। ১৪ বলে ৩১ রান ডেভিডের।

অন্য প্রান্তে উত্তাল ছিল ম্যাক্সওয়েলের ব্যাট। অর্ধশতক পূর্ণ করেন ২৫ বলেই। শতক করতে লাগে ৫০ বল। ৫৫ বলে অপরাজিত ১২০ রানের ইনিংসে চার ১২টি, ৬টি ছক্কা।

সবচেয়ে বড় ঝড় গেছে আন্দ্রে রাসেলের উপর দিয়ে। ৪ ওভারে ৫৯ রান দিয়ে উইকেটশূন্য এই পেস অলরাউন্ডার। ওভারপ্রতি দশের নিচে রান দিয়েছেন কেবল আলজারি জোসেফ, ৪ ওভারে ৩১। জেসন হোল্ডার ৪২ রানে ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় কখনই জয়ের পথে দেখা যায়নি ক্যারিবীয়দের। পাওয়ার প্লেতেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিনটি করে ছক্কতা হাঁকিয়ে ঝড়ের আভাস দিয়ে থামেন জসনস চার্লস (১১ বলে ২৪) ও নিকোলাস পুরান (১০ বলে ১৮)। সপ্তম ওভারে বিদায় নেন শেরফান রাদারফোর্ডও। এরপর আন্দ্রে রাসেলকে নিয়ে ২৫ বলে ৪৭ রানের জুটিতে নেতৃত্ব দেন রভমন পাওয়েল। ছোট্ট ঝড়ে ১৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন রাসেল। এরপর শেফার্ডকে নিয়ে ৩০ বলে ৫৪ রান যোগ করেন পাওয়েল।

৩৬ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন পাওয়েল। ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন হোল্ডার।

৩৬ রানে ৩ উইকেট নেন স্টয়নিস। দুটি করে নেন স্পেন্সর জনসন ও জস হেইজেলউড।

আগামী মঙ্গলবার পার্থে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২৪১/৪ (ওয়ার্নার ২২, ইংলিস ৪, মার্শ ২৯, ম্যাক্সওয়েল ১২০*, স্টয়নিস ১৬, ডেভিড ৩১*; আকিল ৩-০-৩২-০, হোল্ডার ৪-০-৪২-২, জোসেফ ৪-০-৩১-১, রাসেল ৪-০-৫৯-০, শেফার্ড ৪-০-৪৮-১, পাওয়েল ১-০-১৮-০)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৭/৯ (কিং ৫, চার্লস ২৪, পুরান ১৮, হোপ ০, পাওয়েল ৬৩, রাদারফোর্ড ০, রাসেল ৩৭, শেফার্ড ১২, হোল্ডার ২৮*, আকিল ০, জোসেফ ২*; বেহরেনডর্ফ ৪-০-৫৫-১, হেইজেলউড ৪-১-৩১-২, জনসন ৪-০-৩৯-২, স্টয়নিস ৪-০-৩৬-৩, জ্যাম্পা ৪-০-৩৯-১)

ফল: অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

ফজরের নামাযের দশটি ফযীলত-১

ফজরের নামাযের দশটি ফযীলত-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

কাউকে ছাড় দেবে না বিএনপি

কাউকে ছাড় দেবে না বিএনপি

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ