এবার চট্টগ্রাম জমানোর পালা
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এবারের আসর শুরু হয়েছিল ঢাকা থেকে ১৯ জানুয়ারি। ঢাকা, সিলেট হয়ে আবার ঢাকা ঘুরে চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামীকাল থেকে। জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। একই ভেন্যুতে দিনের অপর ম্যাচটির মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ইতিমধ্যে দলগুলো চট্টগ্রামে আসতে শুরু করেছে। সবার আগে কুমিল্লা ও খুলনা পৌঁছেছে। অন্যান্য দলগুলো আজ এসে পৌঁছবে। ম্যাচের ভেন্যুতে গতকাল অনুশীলন করেছে কুমিল্লা। আজ অন্যান্য দলগুলো অনুশীলন করবে।
বিপিএলে এ পর্যন্ত ২৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিন রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আট ম্যাচ শেষে তাদের পয়েন্ট হচ্ছে ১২। সমান ম্যাচ শেষে চট্টগ্রামের পয়েন্ট ১০। তাদের অবস্থান রয়েছে তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ স্থানে রয়েছে ফরচুন বরিশাল। আট ম্যাচ শেষে তাদের পয়েন্ট আট। অন্যদিকে নয় ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানীতে রয়েছে দুরন্ত ঢাকা।
স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের মাঠে চারটি ম্যাচ খেলবে। এ চারটি ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা এবং খুলনা টাইগার্স। ইতিমধ্যে কর্তৃপক্ষ চট্টগ্রাম পর্বের টিকিটের দাম ঘোষণা করেছে। গ্রান্ডস্ট্যান্ডের ও রুফটপ হসপিটালিটি বক্সের টিকিটের দাম রাখা হয়েছে আড়াই হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউস টিকিটের দাম ৮০০ টাকা, পূর্ব গ্যালারী ৪০০ টাকা এবং পশ্চিম গ্যালারী টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। গতকাল থেকে সাগরিকা বিটাক মোড়ের টিকিট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।
এদিকে, পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা বিপিএল অন্যতম ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম বাস চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ বাসে ছিলেন না কোন ক্রিকেটার। মূলত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ক্রিকেটাররা বিমানে করে গতকাল চট্টগ্রাম পৌঁছেছে। তার আগেই টিম বাস দিয়ে পাঠানো হয়েছিল ক্রিকেটারদের লাগেজ, খেলার সরঞ্জাম ও টিম বয়দের। ভোরে বাসটি সীতাকুন্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনার লরি সেটিকে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের সামনের অংশের ক্ষতি হলেও ভেতরে থাকা টিম বয় কিংবা সরঞ্জামাদির কোন ক্ষতি হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মহিপুরে ঘাট ইজারা নিয়ে সংঘর্ষে মৎস্য দল নেতাসহ আহত ২
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ