তিন সংস্করণেই শরিফুল, টেস্টে নেই তাসকিন
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ইনজুরি বার বার থমকে দিয়েছে ক্যারিয়ার। বার বারই ঘুরে দাঁড়িয়েছেন দৃঢ়ভাবে। সেই চাপ কমাতে টেস্ট ক্রিকেট থেকে চেয়েছিলেন কিছুদিনের বিরতি। কাক্সিক্ষত সেই বিরতি আপাতত পাচ্ছেন তাসকিন আহমেদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে দীর্ঘ পরিসরের ক্রিকেটে রাখা হয়নি এই পেসারকে। তাসকিনের দেয়া সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত সময় কাটানো আরেক পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মতো ঠাঁই পেয়েছেন তিন সংস্করণের চুক্তিতেই। প্রথমবারের মতো বোর্ডের চুক্তিতে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়। প্রতিভাবান এই তরুণ ব্যাটসম্যান আছেন সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই। প্রথমবার চুক্তিতে আসা আরেক ক্রিকেটার পেসার তানজিম হাসান সাকিব আছেন শুধু টি-টোয়েন্টিতে।
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় গতপরশু রাতেই অনুমোদন করা হয় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। গত দুই বছরের মতো এবারও চুক্তিতে রাখা হয়েছে ২১ ক্রিকেটারকে। তিন সংস্করণের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। গত সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে না থাকা তামিম ইকবাল নিজেই চুক্তি থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অনুমিতভাবেই চুক্তিতে নেই তার নাম, মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে। এছাড়া চোটে থাকায় চুক্তিতে নেই ইবাদত হোসেন।
গত বছর শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন শরিফুল। সাম্প্রতিক সময়ে তিন সংস্করণেই দারুণ ফর্মে আছেন বাঁহাতি এই পেসার। সেই পুরস্কারই পেলেন তিনি চুক্তিতে। নাজমুল হোসেন শান্তও গত বছর ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে। তিন সংস্করণে অধিনায়কত্ব পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই থাকছেন সব সংস্করণের চুক্তিতে। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা পেসার ইবাদত হোসেন ছিটকে গেছেন চুক্তি থেকেও। এছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। ইবাদত ছিলেন শুধু টেস্টের চুক্তিতে, আফিফ ছিলেন সীমিত ওভারের দুই সংস্করণে, শুধু টি-টোয়েন্টিতে ছিলেন মোসাদ্দেক।
গত বছর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকা তামিম ইকবাল এবার নেই চুক্তিতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বেশ কিছুদিন আগেই বলেছিলেন, চুক্তিতে না রাখতে নিজে থেকেই অনুরোধ করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ গত বছরের মতো এবারও আছেন শুধু ওয়ানডেতে। সম্প্রতি অবশ্য ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্বয়ংক্রিয় পছন্দ হতে পারেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে চুক্তিতে ২০ ওভারের ক্রিকেটে তাকে রাখা হয়নি।
এক বছর বিরতির পর টেস্টের চুক্তিতে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টির চুক্তিতে টিকে গেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। গত বছর টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা নুরুল হাসান সোহান এবার আছেন ¯্রফে টি-টোয়েন্টিতে। আগের বছর চুক্তিতে না থাকা নাঈম হাসান এবার টেস্টের চুক্তিতে জায়গা ফিরে পেয়েছেন। সব মিলিয়ে নতুন এই চুক্তির মেয়াদ শুরু হয়ে গেছে জানুয়ারি থেকেই। কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটের ৮৫ ক্রিকেটারের চুক্তির তালিকাও অনুমোদন করা হয়েছে এ দিন।
চুক্তিতে কে কোথায়
তিন সংস্করণে : সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
শুধু টেস্টে : মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
শুধু ওয়ানডেতে : মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।
টেস্ট ও ওয়ানডেতে : মুশফিকুর রহিম।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে : তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
শুধু টি-টোয়েন্টিতে : নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।
প্রথমবার চুক্তিতে : তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব।
চুক্তিতে ফিরলেন : নাঈম হাসান।
বাদ পড়লেন : তামিম ইকবাল, ইবাদত হোসেন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার