ইংল্যান্ডের ব্যাটিং ধ্বস, জয়ের সুবাস পাচ্ছে ভারত
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
প্রথম ইনিংসে লিড নিয়ে দারুণ কিছুর সম্ভাবনা তৈরি করেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে সফরকারী দলটি দিক হারালো রবীচন্দ্রন আশ্বিন ও কুলদিপ যাদবের ঘূর্ণীতে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রাঁচি টেস্টের নিয়ন্ত্রণ এখন উল্টো ভারতের হাতে।
১৯২ রানের লক্ষ্যে বিনা উইকেটে ৪০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত। জয়ের জন্য ভারতের দরকার ১৫২ রান, ইংল্যান্ডের ১০ উইকেট।
তৃতীয় দিনের শুরুটা করেছিলেন ধ্রুব জুরেল ও কুলদিপ যাবদ। প্রতি আক্রমণে ইংল্যান্ডের সাথে ব্যবধান কমান জুরেল। শেষ ৩ উইকেটে ভারত যোগ করে ১৩০ রান। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থামেন ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা জুরেল।
অষ্টম উইকেটে কুলদিপের সাথে এই কিপার ব্যাটার যোগ করেন ৭৬ রান। কুলদিপকে বোল্ড করে জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। এরপর আকাশ দীপের সঙ্গে নবম উইকেটে ৪০ রান তুলে লড়াই চালিয়ে যান জুরেল। ফিফটি করেন ৯৬ বলে, ১৪৬ বলে ৯০ রানের ইনিংসে ৬টি চারের সঙ্গে মারেন ৪টি ছক্কা।
আকাশকে এলবিডব্লিউ করে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের স্বাদ পান শোয়েব বশির। রেহান আহমেদের পর ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও হয় বশিরের। পল অ্যাডামসের পর ভারতের বিপক্ষে তাদের মাটিতে সবচেয়ে কম বয়সে ইনিংসের অর্ধেক উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন তিনি।
জবাবে রাঁচির অসম বাউন্স আর অননূমেয় উইকেটে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। ৪৬ রানের লিড নিয়েও শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ৯১ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ওপেনার জ্যাক ক্রলি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান জনি বেয়ারস্টোর। ৩ উইকেটে ইংল্যান্ডের রান ছিল ১১০। এরপর ছিল আসা-যাওয়ার মিছিল।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেটই নেন ভারতের স্পিনাররা। অভিজ্ঞ অফ স্পিনার অশ্বিন ৫১ রানে নেন ৫ উইকেট। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ৩৫ বার পাঁচ উইকেট নিয়ে বসেন সাবেক লেগ স্পিনার আনিল কুম্বলের পাশে।
প্রথম ইনিংসে উইকেট না পাওয়া বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ এবার ২২ রানে ধরেন চার শিকার। অন্য উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা।
লক্ষ্য তাড়ায় আগ্রাসী শুরু করেন রোহিত শর্মা। ৪টি চারে ২৭ বলে ২৪ রান নিয়ে অপরাজিত আছেন দলপতি। ১ চারে ১৬ রান নিয়ে খেলছেন জয়স্বী জসওয়াল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩
ভারত ১ম ইনিংস: ১০৩.২ ওভারে ৩০৭ (আগের দিন ২১৯/৭) (জুরেল ৯০, কুলদিপ ২৮, আকাশ ৯, সিরাজ ০*; অ্যান্ডারসন ১৮-৪-৪৮-২, রবিনসন ১৩-০-৫৪-০, বশির ৪৪-৮-১১৯-৫, হার্টলি ২৭.২-৬-৬৮-৩, রুট ১-০-১-০)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৫৩.৫ ওভারে ১৪৫ (ক্রলি ৬০, ডাকেট ১৫, পোপ ০, রুট ১১, বেয়ারস্টো ৩০, স্টোকস ৪, ফোকস ১৭, হার্টলি ৭, রবিনসন ০, বশির ১*, অ্যান্ডারসন ০; অশ্বিন ১৫.৫-০-৫০-৫, জাদেজা ২০-৫-৫৬-১, সিরাজ ৩-০-১৬-০, কুলদিপ ১৫-২-২২-৪)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৯২) ৮ ওভারে ৪০/০ (রোহিত ২৪*, জসওয়াল ১৬*; রুট ৪-০-১৭-০, হার্টলি ৩-০-২২-০, বশির ১-০-১-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত