ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
স্যামির চ্যাম্পিয়ন কুমিল্লা

বিপিএল হাথুরুর চোখে ‘সার্কাস’!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ এএম

একে একে দশম আসর শেষের দ্বারপ্রান্তে। তবে এখনও বিপিএল নিয়ে নানা প্রশ্ন আছে। সেটা বোর্ডকর্তা থেকে খেলোয়াড়- সবার মধ্যে। এবার বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সরাসরি এই টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কোচ কোনো রাখঢাক না রেখেই বলেছেন, বাংলাদেশের যথাযথ বা কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। টেলিভিশনে বিপিএল দেখার সময় কখনো কখনো তিনি টিভিই বন্ধ করে দেন!
স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টির দক্ষতা বাড়াতেই শুরু করা হয়েছিল বিপিএল। তবে লঙ্কান এই কোচের মতে, বিপিএলের মাধ্যমে সেটা হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের ওপর। বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না, এই প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’
বিপিএলে বড় কোনো বিদেশি ক্রিকেটার পুরো মৌসুম খেলছেন না। এই যেমন বাবর আজম, তিনি রংপুরের হয়ে এবারের বিপিএল খেলেছেন। তবে পিএসএল খেলতে ৭ ফেব্রæয়ারিতেই বিপিএল ছেড়েছেন। অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বিপিএলে এসেছেন ডেভিড মিলার। এমন অনেকেই বিপিএলে আছেন আসা-যাওয়ার মধ্যে। হাথুরুসিংহের কাছে এটা একটা সার্কাসের মতো। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’
এবারের বিপিএলে বরিশালের হয়ে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ স্পিনারও খেলতে পেরেছেন পাঁচটি ম্যাচ। হয়তো এসব কারণেই নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চাইছেন বাংলাদেশ কোচ, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা... বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট। আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, সেরা কিছু খেলোয়াড় খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।’
তবে কারো কারো মতে সঠিক পথেই আছে বিপিএল, শুধু প্রয়োজন একটু বাড়তি যতেœর। তাদেরই একজন টি- টোয়েন্টির ফেরিওয়ালা ড্যারেন স্যামি। সাবেক এই ক্যারিবিয়ান তারকা নিয়মিতই রাখেন বিপিএলের খোঁজ, দিলেন এবারের আসর নিয়ে ভবিষ্যদ্বাণীও। তার সেই তালিকায় অঅরেকবার বিপিএল সেরার তকমা উঠতে যাচ্ছে সাকিব আল হাসানের মাথায়।
টুর্নামেন্ট-সেরা হওয়া সাকিবের জন্য যদিও নতুন কিছু নয়। বিপিএলের আগের ৯ আসরের ৪টিতেই হয়েছেন টুর্নামেন্ট-সেরা। তবে এবারের আসরটি সাকিবের জন্য কিছুটা বিশেষ। চোখের সমস্যার কারণে বিপিএলে প্রথম পাঁচ ম্যাচে সাকিবের মোট রান ছিল মাত্র ৪। এই পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে ব্যাটিংয়েই নামেননি, একটি ম্যাচে তো ৮ উইকেট যাওয়ার পরও না। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে সাকিব এবার টুর্নামেন্ট-সেরার আলোচনায়। বিপিএলে ব্যাট হাতে ১৬৮ স্ট্রাইক রেটে ২৪৯ রানের সঙ্গে বল হাতে সাকিব নিয়েছেন ১৭ উইকেট (গতরাতের ম্যাচ বাদে)। স্যামি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে আমি সাকিব আল হাসানকেই বেছে নেব। ব্যাট হাতে রান করেছে, বল হাতে উইকেট নিয়েছে। সে-ই আমার বিপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। তবে তাওহীদকেও (হৃদয়) আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। ও একজন প্রতিদ্ব›দ্বী।’
বিপিএল নিয়ে আরও কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন স্যামি। তার মতে, টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার মালিক হবেন তাওহীদ হৃদয়। হৃদয়ের ছক্কা এখন ২০টি, তার সমান ২০টি ছক্কা আছে চট্টগ্রাম ওপেনার তানজিদ হাসানের। তবে স্যামির পছন্দ হৃদয়কেই।
সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। মেহেদী হাসানের উইকেট ১৫টি। শীর্ষে থাকা শরীফুল ইসলামের উইকেট ২০টি। যেহেতু শরীফুলের দল ঢাকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তাই সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে স্যামির ভোট সাকিবের পক্ষে। হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিনকে টুর্নামেন্টের সবচেয়ে প্রমিজিং খেলোয়াড় মনে হয়েছে এর আগে ২০১৭ সালে রাজশাহী কিংসের হয়ে বিপিএল মাতানো স্যামির, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ সর্বোচ্চ ছক্কার পুরস্কার জিতবেন। শরীফুল সর্বোচ্চ উইকেটশিকারি, তবে তার দল বাদ পড়েছে। আমার বাজি সাকিবের পক্ষে।’ স্যামির মতে বিপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের এই কোচের মতে, এবারের বিপিএল চ্যাম্পিয়ন হবে কুমিল্লা। স্যামি বলেছেন, ‘আমার মনে হয়, চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা এ মুহ‚র্তে দুর্দান্ত খেলছে।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার