রেকর্ডময় ম্যাচকে কামিন্স বললেন ‘পাগলাটে’
২৮ মার্চ ২০২৪, ১১:১১ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১১:১১ এএম
ম্যাচটি দেখলে যে কেউই ভাবতে পারেন হাইলাইটস দেখছি না তো! আইপিএলে রাজীব গান্ধী স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে বুধবার সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি ছিল এমনই। হয়েছে রান ও চার-ছক্কার বিশ্বরেকর্ড। ম্যাচটিকে ‘পাগলাটে’ আখ্যা দিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।
সানরাইজার্স আগে ব্যাটিং করে ২৭৭ রান তোলে। আইপিএলে আগে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে ক্রিস গেইলের ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের বিশ্বংসী ইনিংসে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল ব্যাঙ্গালুরু।
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের কীর্তি গড়েছে হায়দরাবাদ। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে হাংঝুতে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল এই তালিকার শীর্ষে থাকা নেপাল। যৌথভাবে দুইয়ে অবস্থান করছে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্র। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা তুলেছিল ৩ উইকেটে ২৭৮ রান। একই বছরের অগাস্টে ইলফভ কাউন্টিতে তুরস্কের বিপক্ষে চেকরা ৪ উইকেটে ২৭৮ রান জমা করেছিল।
কম যায়নি মুম্বাইও। ১০ ওভারেই তারা তুলে ফেলে ১৪১ রান। শেষ পর্যন্ত তারা থামে ২৪৬ রানে। দুই দল মিলিয়ে রান হয়েছে ৫২৩। যা একটি বিশ্ব রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এত রানের ম্যাচ দেখেনি ক্রিকেট। এতে ভেঙে গেছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ৫১৭ রানের রেকর্ড।
বিশ্ব রেকর্ড হয়েছে আরেকটি। দুই দল মিলিয়ে ছক্কা মেরেছে ৩৮টি। এর আগের রেকর্ড ছিলো আফগানিস্তানের প্রিমিয়ার লিগে। ২০১৮ সালে বালখ লেজেন্ডস ও কাবুল জাওয়ানের ম্যাচে ছক্কা হয়েছিল ৩৭টি।
ভয়ঙ্কর ক্লাসেনের জন্য জাসপ্রিত বুমরাহকে রেখে দিয়েছিলেন টস জিতে বোলিং নেওয়া হার্দিক পান্ডিয়া। তার আগেই ধ্বংসযজ্ঞ ডেকে আনেন হেড ও অভিষেক। ১৮ বলে ফিফটি করেন হেড। প্রথমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যা দ্রুততম ফিফটির রেকর্ড। একটু পরেই সেই রেকর্ড ভেঙে স্রেফ ১৬ বলে ফিফটি করেন অভিষেক।
সেই তুলনায় ক্লাসেন শুরুতে ছিলেন ধীর। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ফিফটি স্পর্শ করেন ২৩ বলে। তবে শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন স্রেফ ৩৪ বলে ৮০ রানে।
ইনিংসে ১৮ ছক্কার ৭টি করে মেরেছেন ক্লাসেন ও অভিষেক। অভিষেক ২৩ বলে ৬৩ রান করে আউট হন। ম্যাচসেরাও হয়েছেন তিনিই। ২৪ বলে ৩ ছক্কা ও ৯ চারে ৬২ রান করেন হেড। ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন এডেন মার্করাম।
রেকর্ড গড়ার পথে আইপিএলের চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটিও গড়েছে দলটি। ক্লাসেন ও মার্করামের অবিচ্ছিন্ন জুটি এনে দেয় ৫৫ বলে ১১৬ রান। এছাড়া এদিন হায়দরাবাদের চার ব্যাটার ৪৫ রানের বেশি রান করেছেন। যদিও এমন ঘটনা এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে আরও চারবার ঘটেছে।
লক্ষ্য তাড়ায় রান পেয়েছেন প্রায় সবাই। রোহিত শর্মা ১২ বলে ২৬, ইশান কিষান ১৩ বলে ৩৪, নামান ধির ১৪ বলে ৩০, তিলক ভার্মা সর্বোচ্চ ৩৪ বলে ৬৪, পান্ডিয়া ২০ বলে ২৪, টিম ডেভিড ২২ বলে অপরাজিত ৪২ ও রোমারিও শেফার্ড ৬ বলে অপরাজিত ১৫ রান করেন। ৫ উইকেটে ২৪৬ রান তোলে মুম্বাই। টানা দ্বিতীয় হারের স্বাদ পায় দলটি।
ছক্কা বৃষ্টির ম্যাচ ৩১ রানে জিতে স্বস্তিতে কামিন্স। ম্যাচ শেষে সানরাইজার্স অধিনায়ক বললেন, পুরো ব্যাপারটাই পাগলাটে, 'একদম পাগলাটে ব্যাপার। বল খালি আকাশে উড়ছিলো। শুধু আমরা না তারাও মারছিলো। তারা যেদিকে চাচ্ছিলো বাউন্ডারি বের করে ফেলছিলো। কিন্তু আমরা শেষটা ভালো করতে পেরেছি।'
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি