ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

মাইলফলক ডাকছে মুমিনুল-তাইজুলদের

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

৩০ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১২:০৬ এএম

সিলেট টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটসমেন্টদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চলছে নানান সমালোচনা। সিলেটে বাংলাদেশ প্রথম টেস্ট হেরে যাওয়ার কারণে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ ড্র হলেও সিরিজ হারতে হবে নাজমুল হোসেন শান্তদের। এ কারণে চট্টগ্রাম টেস্টে জয় ছাড়া বিকল্প নেই তাদের। এরই মধ্যে চট্টগ্রাম টেস্টে ফেরানো হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তার অন্তর্ভুক্তিতে বোলিং আর ব্যাটিং দুটিই সমৃদ্ধ হয়েছে। দলগত শক্তিও বেড়েছে। আগের দিন ঢাকা থেকে চট্টগ্রামে এসে বিকেলে সাকিব আল হাসান অনুশীলনে যোগ দিয়েছে এই অলরাউন্ডার। প্রায় এক বছর পর সাদা পোশাকে ক্রিকেটে জাতীয় দলের হয়ে আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে। গতকাল মাঠে এসে শান্তকে নিয়েই দেখেছেন উইকেট। পরে বেশ কিছুক্ষণ বোলিং করেছেন। শাহাদাত হোসেন দিপু, মুমিনুল হক, নাঈম হাসানদের দেখা গেছে ফিল্ডিংয়ে অনুশীলন করতে। ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস সিøপ ও শর্টে ক্যাচ নেওয়ার অনুশীলন করিয়েছেন তাদের দিয়ে। পরে সবাই করেছেন ব্যাটিং। অধিনায়ক শান্তকে লম্বা সময় মুখোমুখী হতে দেখা গেছে তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দশ উইকেটের নয়টি নিয়েছিলেন পেসাররা। দ্বিতীয় ইনিংসে তারা পান পাঁচ উইকেট। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবেন পেসাররা। তাই শরিফুলের সাথে পাল্লা দিয়ে বল করে গেছেন খালেদ। কোচের সঙ্গে দীর্ঘ আলাপ করেছেন শরিফ ও খালেদ। তাদের সঙ্গে মিলে পরে নেটে আসা নাহিদ রাজা ও হাসান মাহমুদ করেছেন অনুশীলন। উল্লেখ্য গত বিশ্বকাপ অবধি জাতীয় দলের তিন ফরমেটের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এরপর এ দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। ক’দিন আগেই শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে সাকিবের ডেপুটি ছিলেন শান্ত। তবে এবারই প্রথম শান্ত’র নেতৃত্বে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।

এদিকে, এই টেস্ট হতে পারে দুই ক্রিকেটার মুমিনুল ও তাইজুলের ব্যক্তিগত মাইলফলক অর্জনের ম্যাচও। টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার মুমিনুল। এই টেস্টে ২৫ রান করতে পারলেই এই মাইলফলক স্পর্শ করবেন এই মিডলঅর্ডার ব্যাটার। মুমিনুলের আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রান সংগ্রহকারী ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (৫৬৭৬), তামিম ইকবাল (৫১৩৪) ও সাকিব আল হাসান (৪৪৫৪)। ২০১৩ সালের মার্চে গলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুমিনুলের। এখন পর্যন্ত ৬০ টেস্টে ১১২ ইনিংসে ১২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.৫৯ গড়ে ৩৯৭৫ রান করেছেন দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুল। সিলেটে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রানের লড়াকু ইনিংস খেলেন মুমিনুল।

এছাড়া, বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২শ উইকেট শিকারী ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে তাইজুল ইসলাম। শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫ উইকেট নিলেই এই মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের এই বাঁ-হাতি স্পিনার। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর ৪৫ টেস্টে ৮০ ইনিংসে এখন পর্যন্ত ১৯৫ উইকেট শিকার করেছেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের বোলিং গড় ৩১.৩১। তাইজুলের আগে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে টেস্টে ২শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। ৬৬ টেস্টে ১১১ ইনিংসে ৩১.০৬ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন সাকিব। ৪২ ম্যাচের ৭৩ ইনিংসে ১৬৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার স্পিনার মেহেদি হাসান মিরাজ। সিলেটে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল। পাশাপাশি ব্যাট হাতে করেন ৫৩ রান।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

'নিরাপদ চাঁদপুর' চাই দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

'নিরাপদ চাঁদপুর' চাই দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ মাসেরও বেশি সময় পর ঢাবিতে ক্লাস শুরু

৩ মাসেরও বেশি সময় পর ঢাবিতে ক্লাস শুরু

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক, চলছে সমালোচনা

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক, চলছে সমালোচনা

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত, মহাসড়ক অবরোধ

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত, মহাসড়ক অবরোধ

অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

আ.লীগ নেতাদের সম্পর্কে চাঞ্চল্য তথ্য দিলেন যুব মহিলী লীগ নেত্রী

আ.লীগ নেতাদের সম্পর্কে চাঞ্চল্য তথ্য দিলেন যুব মহিলী লীগ নেত্রী

পরিচয় লুকানো ঢাবি শিবিরের সভাপতি কে এই সাদিক কায়েম?

পরিচয় লুকানো ঢাবি শিবিরের সভাপতি কে এই সাদিক কায়েম?

‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম প্রধান’ কাশ্মির জেতা কি সম্ভব?

‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম প্রধান’ কাশ্মির জেতা কি সম্ভব?

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি  -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

থিতু হয়ে ফিরলেন সাকিব

থিতু হয়ে ফিরলেন সাকিব