রিভিউটাও নিতে শেখেনি বাংলাদেশ!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩১ মার্চ ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ৩১ মার্চ ২০২৪, ১২:০৮ এএম

সন্তুষ্ট কি-না? প্রশ্নটা করা হয় দুই দলের প্রতিনিধিকেই। সেখানে লঙ্কান ব্যাটার দিমুথ করুনারাতেœ বেশ হাসি মাখা কণ্ঠেই বললেন, ‘অবশ্যই আমরা খুশি।’ অন্যদিকে বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডাম বললেন, ‘কিছুটা’। এরপরই ক্যাচ মিস করার আক্ষেপে পুড়লেন এই কোচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে শ্রীলঙ্কা। তবে স্কোরবোর্ডের চেহারা হতে পারতো ভিন্ন। ক্যাচ ড্রপ আর রানআউট মিসের কারণে দিনটা রাঙিয়েছে কেবল লঙ্কানরাই। এদিন ব্যক্তিগত ৯ রানে ফিরতে পারতেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। তিনি খেলেছেন ৫৭ রানের ইনিংস। দিমুথ করুনারাতেœ জীবন পাওয়ার পর যোগ করেছেন আরও ৬৪ রান। আর ১০ রানে জীবন পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস খেলেছেন ২৩ রানের ইনিংস। একটি রানআউট মিস করেন মেহেদী হাসান মিরাজও।

অর্থাৎ ক্যাচ মিস না হলে এই তিন ব্যাটারের সম্মিলিত সংগ্রহ আরও ১২৫ রান কম হতে পারতো। তার প্রভাব নিশ্চিতভাবেই পড়তে পারতো স্কোরকার্ডে। তখন হয়তো চওড়া কণ্ঠ থাকতে পারতো অ্যাডামসের। কিন্তু আক্ষেপ করে বললেন, ‘আমরা সকালে সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারিনি। প্রথম টেস্টেও একই গল্প ছিল, যেখানে আমরা প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছিলাম।’ এভাবে মিস করতে থাকলে ফলাফল সিলেট টেস্টের মতো হতে পারে বলেও শিষ্যদের সাবধান করে দেন তিনি, ‘আমি মনে করি হাসান (মাহমুদ) অসাধারণ। ক্যাচ মিস আমাদের ভোগাতে থাকবে যদি আমরা মিস করতে থাকি। সিলেট টেস্টের মতো... বেশিদিন হয়নি। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে এবং দারুণ কিছু করতে হলে, আমাদের আরও লম্বা সময় ধরে দুর্দান্ত হতে হবে।’

শুধু এই ম্যাচেই নয়, সবমিলিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র এই একই। গত পাঁচ বছরে অর্থাৎ ২০১৯ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট ৩০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ২৯৫টি ক্যাচ উঠলেও দলটির ক্রিকেটাররা লুফে নিতে পেরেছে কেবল ২১৫টি। মিস করেছেন ৮০টি। অর্থাৎ ২৭ শতাংশেরও বেশ ক্যাচ মিস করেছেন টাইগাররা। যার বড় অংশই মিস হয়েছে সিøপে। ক্রিকেটে এমন মিস হলে কতোটা মূল্য দিতে হয় তা উল্লেখ করে অ্যাডামস বলেন, ‘ক্রিকেটের যেকোনো খেলায় ক্যাচ মিস করলে আপনাকে ভুগতে হবে। আমি বাংলাদেশে যোগ দেওয়ার পর থেকে দেখছি আমাদের ফিল্ডিং দুর্দান্ত। আমাদের গ্রাউন্ড ফিল্ডিং চমৎকার। দারুণ কিছু ক্যাচ হয়েছে। তবে যখন আপনি শুরুতেই ক্যাচ ড্রপ করবেন, আপনাকে মূল্য দিতে হবে।’

এতো গেল ক্যাচ মিসের কথা, ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ফায়দা সে অর্থে কখনোই তুলে নিতে পারেনি বাংলাদেশ। বরাবরই রিভিউ নেওয়ায় অদূরদর্শিতা দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবস্থা এমনই প্রতিপক্ষ পেসারদের দুরন্ত গতির বল কিংবা স্পিনারদের ঘূর্ণির সামলানোর চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে নেওয়া একটি রিভিউ রীতিমতো টাইগারদের বিচক্ষণতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

মূলত কুশল মেন্ডিস ও দিমুথ করুনারতেœ যখন ব্যাটিং করছিলেন তখন হতাশা ক্রমেই বাড়ছিল বাংলাদেশের। এ জুটি ভাঙতে রীতিমতো মরিয়া হয়ে ওঠে টাইগাররা। কিন্তু এমন সময়ে এক ভূতুড়ে রিভিউ নেন শান্ত, যে বলে বোলার ও কিপার কেউই আবেদন করেননি। রিপ্লেতে দেখা যায় বল পরিষ্কারভাবে লেগেছে মেন্ডিসের মাঝ ব্যাটে। টিভি আম্পায়ারকে আল্ট্রা এজও দেখতে হয়নি। সামনের পা থেকে বল তখন অনেকখানি দূরে। স্বাভাবিকভাবেই রিভিউ হারায় বাংলাদেশ। তাতে রিভিউ নেওয়ায় অদূরদর্শিতা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে। এই ব্যপারটায় যে টাইগাররা এখনও কাঁচা তা স্বীকার করে নিয়েছেন পেস বোলিং আন্দ্রে অ্যাডামস, ‘এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমরা আলোচনা করছি। রিভিউ নেওয়াতে আমরা খুব একটা ভালো নই, এটা খুবই পরিষ্কার। এখন পর্যন্ত রিভিউ নেওয়াতে আমরা জঘন্য। এই বিষয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

ফজরের নামাযের দশটি ফযীলত-১

ফজরের নামাযের দশটি ফযীলত-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

কাউকে ছাড় দেবে না বিএনপি

কাউকে ছাড় দেবে না বিএনপি

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ