উত্তর নেই শান্তর কাছেও
০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
প্রভাত জয়াসুরিয়ার ব্যাটের কানায় লেগে প্রথম সিøপে সরাসরি ক্যাচ চলে গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। তার হাত ফসকে চলে গেল শাহাদাত হোসেন দিপুর কাছে। ধরতে গিয়ে ভলিবলের মতো উড়িয়ে দিলেন এই তরুণ। এরপর সেই বল ধরতে ঝাঁপিয়ে চেষ্টা করলেন জাকির হাসানও। তিনিও ব্যর্থ। ক্ষণিকের জন্য ভলিবল ম্যাচে পরিণত হয়েছিল চট্টগ্রাম টেস্ট।
তবে শুরুর ওই এক ক্যাচই নয়, প্রথম ইনিংসেই সাতটি সহজ ক্যাচ ছাড়েন টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও চলে একই ধারা। অথচ এই ক্যাচগুলো ধরতে পারলে প্রথম ইনিংসেই টেস্টের নিয়ন্ত্রণ নিতেই পারতো বাংলাদেশ। এমনকি ফলাফলও হতে পারতো ভিন্ন। কাঠগড়ায় তাই সবার আগে ফিল্ডাররাই। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে এমন ক্যাচ মিসের কারণ জানতে চাইলে যেন অসহায় আত্মসমর্পণই করেন। বললেন, ‘কেন হয়েছে এটার অ্যান্সার নাই’। অথচ প্রস্তুতির কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে বলব যে সবাই যথেষ্ট অনুশীলন করে সবাই অনুশীলনে প্রত্যেকটা ক্যাচও ধরে। কেন হয়েছে এটার অ্যান্সার নাই কিন্তু প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমতো প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা ধরতে পারি নাই। প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমতো প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা ধরতে পারিনি।’
শুধু যে ফিল্ডাররাই কাঠগড়ায় এমনও নয়। টেস্ট হারায় তাদের চেয়েও বড় দায় ব্যাটাররা। দুই টেস্টেই হতশ্রী ব্যাটিং। অহেতুক শট খেলতে গিয়ে দিয়েছেন আত্মাহুতি। শান্তর ভাষায়, ‘ব্যাটিংয়ে পুরা সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। এখানে অজুহাত দেওয়ার কোনো অপশন নেই যে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে। দল হিসেবে পুরা সিরিজে ৪টা ইনিংসেই আমরা ভালো ব্যাটিং করিনি।’
চট্টগ্রাম টেস্টে শেষ পর্যন্ত ১৯২ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে তারা ৩১৮ রানে গুটিয়ে যায়। এই ইনিংসের আগে টানা পাঁচটি ইনিংসে তো দুইশও করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে তাই এই ব্যর্থতার কারণের খোঁজে শান্তরা। তবে উত্তর ঠিকই পেয়ে গেছে আইসিসি। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে এই হোয়াইটওয়াশড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে দুর্দান্ত জয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। এখানেই শেষ নয়, তারা টপকে গেছে পাকিস্তানকেও। অন্যদিকে চার নম্বর অবস্থান থেকে সাতে নেমে গেছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এ নিয়ে খেলেছে চারটি ম্যাচ, হার তিনটিতেই। আগের সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর পরের ম্যাচে হেরেছিল দল। বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলেছে ৪ ম্যাচ। জয় দুটিতে, হার দুটিতে। তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ৫ ম্যাচে পাকিস্তানের জয় ২টিতে, হার ৩টিতে। তারা পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট। তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০। তালিকার শীর্ষ তিন দল যথাক্রমে ভারত (৬৮.৫১), অস্ট্রেলিয়া (৬২.৫০) ও নিউজিল্যান্ড (৫০.০০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সিরাজুল ও শিপু
আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে -আমান উল্লাহ আমান
মাগুরায় কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী সিলেটে পালন
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্বারোপ করলেন ড. ইউনূস
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জভেরেভের প্রতিপক্ষ সিনার
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
সব শিক্ষককে প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে
পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ দায়িত্বপ্রাপ্তরা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে ঃ শামীমুর রহমান শামীম
সুন্দরগঞ্জে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন
নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১জনের পা বিচ্ছিন্নসহ আহত ৩
শিক্ষকদের হঠাৎ অবরোধে সড়কে তীব্র যানজট
মিরেরচর দারুল কুরআন ফয়জে আম মাদরাসা সম্মেলন কাল
পুলিশের ভ্যানে যমুনায় গেলেন ১০ শিক্ষক
ফেসবুকে ফ্যাসিস্ট নাজমুলের গুজব তান্ডব; চারিদিকে তীব্র সমালোচনার ঝড়
তারাকান্দায় তারুণ্যের উৎসব উদযাপনে ব্যাডমিন্টন প্রতিযোগীতা
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে যুবকের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন, আহত ২
আবারও ষড়যন্ত্রের শিকার আশিয়ান সিটির : নজরুল ভুইয়া