উত্তর নেই শান্তর কাছেও
০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম

প্রভাত জয়াসুরিয়ার ব্যাটের কানায় লেগে প্রথম সিøপে সরাসরি ক্যাচ চলে গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। তার হাত ফসকে চলে গেল শাহাদাত হোসেন দিপুর কাছে। ধরতে গিয়ে ভলিবলের মতো উড়িয়ে দিলেন এই তরুণ। এরপর সেই বল ধরতে ঝাঁপিয়ে চেষ্টা করলেন জাকির হাসানও। তিনিও ব্যর্থ। ক্ষণিকের জন্য ভলিবল ম্যাচে পরিণত হয়েছিল চট্টগ্রাম টেস্ট।
তবে শুরুর ওই এক ক্যাচই নয়, প্রথম ইনিংসেই সাতটি সহজ ক্যাচ ছাড়েন টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও চলে একই ধারা। অথচ এই ক্যাচগুলো ধরতে পারলে প্রথম ইনিংসেই টেস্টের নিয়ন্ত্রণ নিতেই পারতো বাংলাদেশ। এমনকি ফলাফলও হতে পারতো ভিন্ন। কাঠগড়ায় তাই সবার আগে ফিল্ডাররাই। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে এমন ক্যাচ মিসের কারণ জানতে চাইলে যেন অসহায় আত্মসমর্পণই করেন। বললেন, ‘কেন হয়েছে এটার অ্যান্সার নাই’। অথচ প্রস্তুতির কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে বলব যে সবাই যথেষ্ট অনুশীলন করে সবাই অনুশীলনে প্রত্যেকটা ক্যাচও ধরে। কেন হয়েছে এটার অ্যান্সার নাই কিন্তু প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমতো প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা ধরতে পারি নাই। প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমতো প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা ধরতে পারিনি।’
শুধু যে ফিল্ডাররাই কাঠগড়ায় এমনও নয়। টেস্ট হারায় তাদের চেয়েও বড় দায় ব্যাটাররা। দুই টেস্টেই হতশ্রী ব্যাটিং। অহেতুক শট খেলতে গিয়ে দিয়েছেন আত্মাহুতি। শান্তর ভাষায়, ‘ব্যাটিংয়ে পুরা সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। এখানে অজুহাত দেওয়ার কোনো অপশন নেই যে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে। দল হিসেবে পুরা সিরিজে ৪টা ইনিংসেই আমরা ভালো ব্যাটিং করিনি।’
চট্টগ্রাম টেস্টে শেষ পর্যন্ত ১৯২ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে তারা ৩১৮ রানে গুটিয়ে যায়। এই ইনিংসের আগে টানা পাঁচটি ইনিংসে তো দুইশও করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে তাই এই ব্যর্থতার কারণের খোঁজে শান্তরা। তবে উত্তর ঠিকই পেয়ে গেছে আইসিসি। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে এই হোয়াইটওয়াশড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে দুর্দান্ত জয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। এখানেই শেষ নয়, তারা টপকে গেছে পাকিস্তানকেও। অন্যদিকে চার নম্বর অবস্থান থেকে সাতে নেমে গেছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এ নিয়ে খেলেছে চারটি ম্যাচ, হার তিনটিতেই। আগের সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর পরের ম্যাচে হেরেছিল দল। বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা এখন পর্যন্ত খেলেছে ৪ ম্যাচ। জয় দুটিতে, হার দুটিতে। তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ৫ ম্যাচে পাকিস্তানের জয় ২টিতে, হার ৩টিতে। তারা পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট। তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০। তালিকার শীর্ষ তিন দল যথাক্রমে ভারত (৬৮.৫১), অস্ট্রেলিয়া (৬২.৫০) ও নিউজিল্যান্ড (৫০.০০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

বিএনপির তৃণমূলের কর্মীদের কাছে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ নেতা হওয়ার সুযোগ নাই: আবুল কালাম

বিরামপুর হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

মাছ রক্ত,স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়

এই গরমে ত্বকের রোগ

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে চাই সচেতনতা

পান সুপারি ক্ষতিকর