মিরাজের লড়াইয়ের পরও লজ্জার হার
০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আগেই। শ্রীলঙ্কাকে অপেক্ষায় রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে এই অলরাউন্ডারকে উল্টো বাড়তি এক হতাশায় ডুবিয়ে চট্টগ্রাম টেস্টেও বড় হার দেখেছে বাংলাদেশ। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯২ রানে জয়ের সাথে দুই ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল লঙ্কানরা। ম্যাচে প্রাপ্তি হতে পারতো মিরাজে সেঞ্চুরি। তবে সঙ্গীর অভাবে তিন অঙ্কের দেখা পাননি এই লোয়ার-মিডলঅর্ডার। প্রথম সেশনেই হাতের ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বড় পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকেও। ৫১১ রানে ‘অসম্ভব’ লক্ষ্যে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ৮৫ ওভারে ৩১৮ রানে। ১১০ বলে ১৪টি চারে ৮১ রানে অপরাজিত থেকে যান ৪৪ রান নিয়ে দিন শুরু করা মিরাজ।
যদিও ম্যাচে ফল অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছির প্রথম ইনিংসেই। সাগরিকায় নিজেদের প্রথম ইনিংসে ছয় ব্যাটারের ফিফটিতে ৫৩১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে স্রেফ ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৫৩ রানে এগিয়ে ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। বাংলাদেশ পায় ৫১১ রানের লক্ষ্য। যে লক্ষ্য তাড়ায় কোনো দলেরই জয়ের রেকর্ড নেই। বাংলাদেশের লড়াইটা তাই ছিল হারের ব্যবধানটা কমানোর। সেই লক্ষ্যে ব্যাট হাতে ভালো শুরু পান প্রায় প্রত্যেকেই। কিন্তু ফিফটি ইনিংস খেলতে পারেন কেবল মুমিনুল হক (৫০) ও মিরাজ।
পঞ্চম দিন ১৮ ওভারে ৫০ রান যোগ করতে পারে বাংলাদেশ। দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন তাইজুল ইসলাম (১৪)। পরে হাসান মাহমুদের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন মিরাজ। পরপর দুই ওভারে হাসান (৬) ও সৈয়দ খালেদ আহমেদকে (২) ফিরিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন লাহিরু কুমারা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কুমারা। কামিন্দু মেন্ডিসের শিকার ৩টি।
স্বপ্নের মতো সিরিজ কাটানো কামিন্দু মেন্ডিস ম্যাচ সেরার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরাও। সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি উপহার দেওয়া এই ব্যাটার এবার প্রথম ইনিংসে করেন অপরাজিত ৯২ রান। এরপর বল হাতে নেন ৩২ রানে ৩ উইকেট। সিরিজে বাংলাদেশের ৪০ উইকেটের ৩৩টিই নিয়েছেন লঙ্কান পেসাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কান পেসারদের এটিই সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ২০১৪ সালে ইংল্যান্ড সফরের দুই ম্যাচে ২৯ উইকেট নিয়েছিলেন শামিন্দা ইরাঙ্গা, নুয়ান প্রদিপ, ধামিকা প্রাসাদরা।
শ্রীলঙ্কা : ৫৩১ ও ২য় ইনিংস : ১৫৭/৭ (ডিক্লে.)।
বাংলাদেশ : ১৭৮ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৫১১) (আগের দিন ২৬৮/৭) ৮৫ ওভারে ৩১৮ (মিরাজ ৮১*, তাইজুল ১৪, হাসান ৬, খালেদ ২; ভিশ্ব ১/৩৯, আসিথা ০/৬২, কুমারা ৪/৫০, জায়াসুরিয়া ২/৯৯, ধানাঞ্জয়া ০/২৫, কামিন্দু ৩/৩২)।
ফল : শ্রীলঙ্কা ১৯২ রানে জয়ী।
ম্যাচ ও সিরিজ সেরা : কামিন্দু মেন্ডিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ