মিরাজের লড়াইয়ের পরও লজ্জার হার
০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আগেই। শ্রীলঙ্কাকে অপেক্ষায় রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে এই অলরাউন্ডারকে উল্টো বাড়তি এক হতাশায় ডুবিয়ে চট্টগ্রাম টেস্টেও বড় হার দেখেছে বাংলাদেশ। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯২ রানে জয়ের সাথে দুই ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল লঙ্কানরা। ম্যাচে প্রাপ্তি হতে পারতো মিরাজে সেঞ্চুরি। তবে সঙ্গীর অভাবে তিন অঙ্কের দেখা পাননি এই লোয়ার-মিডলঅর্ডার। প্রথম সেশনেই হাতের ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বড় পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকেও। ৫১১ রানে ‘অসম্ভব’ লক্ষ্যে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ৮৫ ওভারে ৩১৮ রানে। ১১০ বলে ১৪টি চারে ৮১ রানে অপরাজিত থেকে যান ৪৪ রান নিয়ে দিন শুরু করা মিরাজ।
যদিও ম্যাচে ফল অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছির প্রথম ইনিংসেই। সাগরিকায় নিজেদের প্রথম ইনিংসে ছয় ব্যাটারের ফিফটিতে ৫৩১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে স্রেফ ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৫৩ রানে এগিয়ে ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। বাংলাদেশ পায় ৫১১ রানের লক্ষ্য। যে লক্ষ্য তাড়ায় কোনো দলেরই জয়ের রেকর্ড নেই। বাংলাদেশের লড়াইটা তাই ছিল হারের ব্যবধানটা কমানোর। সেই লক্ষ্যে ব্যাট হাতে ভালো শুরু পান প্রায় প্রত্যেকেই। কিন্তু ফিফটি ইনিংস খেলতে পারেন কেবল মুমিনুল হক (৫০) ও মিরাজ।
পঞ্চম দিন ১৮ ওভারে ৫০ রান যোগ করতে পারে বাংলাদেশ। দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন তাইজুল ইসলাম (১৪)। পরে হাসান মাহমুদের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন মিরাজ। পরপর দুই ওভারে হাসান (৬) ও সৈয়দ খালেদ আহমেদকে (২) ফিরিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন লাহিরু কুমারা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কুমারা। কামিন্দু মেন্ডিসের শিকার ৩টি।
স্বপ্নের মতো সিরিজ কাটানো কামিন্দু মেন্ডিস ম্যাচ সেরার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরাও। সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি উপহার দেওয়া এই ব্যাটার এবার প্রথম ইনিংসে করেন অপরাজিত ৯২ রান। এরপর বল হাতে নেন ৩২ রানে ৩ উইকেট। সিরিজে বাংলাদেশের ৪০ উইকেটের ৩৩টিই নিয়েছেন লঙ্কান পেসাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কান পেসারদের এটিই সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ২০১৪ সালে ইংল্যান্ড সফরের দুই ম্যাচে ২৯ উইকেট নিয়েছিলেন শামিন্দা ইরাঙ্গা, নুয়ান প্রদিপ, ধামিকা প্রাসাদরা।
শ্রীলঙ্কা : ৫৩১ ও ২য় ইনিংস : ১৫৭/৭ (ডিক্লে.)।
বাংলাদেশ : ১৭৮ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৫১১) (আগের দিন ২৬৮/৭) ৮৫ ওভারে ৩১৮ (মিরাজ ৮১*, তাইজুল ১৪, হাসান ৬, খালেদ ২; ভিশ্ব ১/৩৯, আসিথা ০/৬২, কুমারা ৪/৫০, জায়াসুরিয়া ২/৯৯, ধানাঞ্জয়া ০/২৫, কামিন্দু ৩/৩২)।
ফল : শ্রীলঙ্কা ১৯২ রানে জয়ী।
ম্যাচ ও সিরিজ সেরা : কামিন্দু মেন্ডিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জভেরেভের প্রতিপক্ষ সিনার
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ দায়িত্বপ্রাপ্তরা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে ঃ শামীমুর রহমান শামীম
সুন্দরগঞ্জে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন
নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১জনের পা বিচ্ছিন্নসহ আহত ৩
শিক্ষকদের হঠাৎ অবরোধে সড়কে তীব্র যানজট
মিরেরচর দারুল কুরআন ফয়জে আম মাদরাসা সম্মেলন কাল
পুলিশের ভ্যানে যমুনায় গেলেন ১০ শিক্ষক
ফেসবুকে ফ্যাসিস্ট নাজমুলের গুজব তান্ডব; চারিদিকে তীব্র সমালোচনার ঝড়
তারাকান্দায় তারুণ্যের উৎসব উদযাপনে ব্যাডমিন্টন প্রতিযোগীতা
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে যুবকের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন, আহত ২
আবারও ষড়যন্ত্রের শিকার আশিয়ান সিটির : নজরুল ভুইয়া
কালীগঞ্জে ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও আলোচনা
মাদারীপুরে ফ্লাটবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার : স্বামীসহ ৩ জনকে আটক
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সাব্বির
নওগাঁয় তারুণ্যের উৎসব: খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড
নওগাঁয় কোকোর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত