‘ক্রিকেট মানেই ব্যাটিং’
০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম
ক্রিকেটে পথচলার শুরু থেকে ক্যারিয়ারের বেশিরভাগ সময় সুনিল নারাইনের পরিচয় ছিল ‘বোলার।’ আরও নির্দিষ্ট করে বললে ‘রহস্য স্পিনার।’ পরে অবশ্য ব্যাটিংয়ে উন্নতি করে অলরাউন্ডার হয়ে উঠেছেন। তবে তার বোলিং সত্ত্বাই সবসময় বেশি মুখ্য। টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সফলতম বোলার বলে কথা। এই সংস্করণে ৫৩৮ উইকেট শিকারি সেই ক্রিকেটারই এখন বলেছন, ‘ক্রিকেট ইজ অল অ্যাবাউট ব্যাটিং!’
এমন এক দিনে কথাটি বলেছেন নারাইন, যেদিন তার মুখে তা মানিয়ে যায় দারুণভাবে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বোলিং গুঁড়িয়ে সাতটি করে চার ও ছক্কায় খেলেছেন ৩৯ বলে ৮৫ রানের ইনিংস! তার ৫০১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। এই ম্যাচে আগে ১৪ বার ফিফটি ছুঁয়ে তার সর্বোচ্চ ছিল ৭৯।
বিশাখাপাটœামে এদিন নারাইনের বিধ্বংসী ইনিংসের পর আঙ্কুশ রাঘুভানসির ২৭ বলে ৫৪ ও আন্দ্রে রাসেলের ১৮ বলে ৪১ রানের ইনিংসে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে তোলে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান। পরে ম্যাচটি তারা জিতে নেয় ১০৬ রানে। পরে বল হাতে চার ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন নারাইন। ম্যাচ সেরা হয়ে এই ক্যারিবিয়ান বললেন, ব্যাটিংয়ের সাফল্যই তাকে বেশি তৃপ্তি দেয়, ‘আমার মনে হয়, ক্রিকেট মানেই ব্যাটিং। ব্যাট হাতে তাই আরও বেশি অবদান রাখতে চাই। যে দিন এটা করতে পারি, তৃপ্তিটা বেশিই হয় (বোলিংয়ের চেয়ে)। তবে হ্যাঁ, অবশ্যই বোলিং এখনও উপভোগ করি।’ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার মজা করে বলেন, দলের ব্যাটিং মিটিংয়ে কখনোই দেখা যায় না নারাইনকে। অধিনায়কের সেই কথা তাকে শোনালেন ধারাভাষ্যকার ও সঞ্চালক হার্শা ভোগলে। নারাইন উত্তর দিলেন মজার সুরেই, ‘একটা নিয়ম আমি মেনে চলি, যত কম জানা যায়, আমার জন্য ততই ভালো।’
আইপিএলের আগে এবারের বিপিএলে ব্যাট হাতে সফল হতে পারেননি নারাইন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চার ম্যাচে ওপেন করে তার মোট রান ছিল ৩৬। এরপর আইপিএলেও কলকাতার প্রথম মাচে ওপেন করে আউট হন দুই রানে। তবে দ্বিতীয় ম্যাচেই চেনা আগ্রাসী চেহারায় ফেরেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫ ছক্কায় করেন ২২ বলে ৪৭। এরপর দিল্লির বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি, কিন্তু সেখানে ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেলতে দেখা গেছে তাকে। নারাইন বললেন, ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে দলের চাওয়াকেই প্রাধান্য দেন তিনি, ‘আমাদের পর্যাপ্ত ব্যাটার ছিল সেখানে এবং নিজেদের কাজটা তারা করছিল। ভালো স্কোর গড়ছিল তারা। আমার ওপরে খেলার প্রয়োজন পড়েনি। দিনশেষে ব্যাপারটি হলো, দলের কী প্রয়োজন। আমাকে ওপেন করতে বলা হলে আমি করি। নইলে ব্যাটাররাই কাজটা করে নেয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরায় কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী সিলেটে পালন
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্বারোপ করলেন ড. ইউনূস
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জভেরেভের প্রতিপক্ষ সিনার
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
সব শিক্ষককে প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে
পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ দায়িত্বপ্রাপ্তরা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে ঃ শামীমুর রহমান শামীম
সুন্দরগঞ্জে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন
নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১জনের পা বিচ্ছিন্নসহ আহত ৩
শিক্ষকদের হঠাৎ অবরোধে সড়কে তীব্র যানজট
মিরেরচর দারুল কুরআন ফয়জে আম মাদরাসা সম্মেলন কাল
পুলিশের ভ্যানে যমুনায় গেলেন ১০ শিক্ষক
ফেসবুকে ফ্যাসিস্ট নাজমুলের গুজব তান্ডব; চারিদিকে তীব্র সমালোচনার ঝড়
তারাকান্দায় তারুণ্যের উৎসব উদযাপনে ব্যাডমিন্টন প্রতিযোগীতা
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে যুবকের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন, আহত ২
আবারও ষড়যন্ত্রের শিকার আশিয়ান সিটির : নজরুল ভুইয়া
কালীগঞ্জে ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও আলোচনা
মাদারীপুরে ফ্লাটবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার : স্বামীসহ ৩ জনকে আটক