ভারত সিরিজে তাকিয়ে বাংলাদেশ
০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম
শক্তিশালী অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলেন নিগার সুলতানা জ্যোতিরা। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়ন্টিতে বাংলাদেশকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারায় অজিরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৮.১ ওভারে ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে বিশাল জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় অজিরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর ৯৮ রানের মধ্যে তারা ৫ উইকেট হারালে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হাতে নেয় বাংলাদেশ। এখানেই ম্যাচের একমাত্র প্রাপ্তিযোগটি হয়। অভিজ্ঞ বোলার নাহিদা আক্তার শিকার করেন ৩১ রানে ৩টি উইকেট।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ দল। পঞ্চাশের আগেই ৮ ব্যাটারকে হারিয়ে রীতিমতো খাদের কিনারায় পৌঁছে যায় স্বাগতিকরা। প্রথম ওভারেই ড্রেসিংরুমের পথ ধরেন ওপেনার মুর্শিদা খাতুন (২ বলে ১)। এরপর ১০ রান করে রিতু মনি আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। এই মিছিলে যোগ দেন স্বর্ণা আক্তার (০), দিলারা আক্তার (১২), রাবেয়া খান (১) ও ফাহিমা খাতুন (১১)। অর্থাৎ ৩৯ রানে নেই ৬ উইকেট। এরপর তাদের দেখানো পথে হাঁটেন শরিফা আক্তার (০), নাহিদা আক্তার (১) ও মারুফা আক্তার (০)।
১০ম উইকেটে ২৫ রানের জুটি গড়ে একটি রেকর্ড করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারিহা তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ৩১ বলে ৫ চারের মারে ৩২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন জ্যোতি। শেষ পর্যন্ত ৮ বল খেলে ২ রানে অপরাজিত ছিলেন ফারিহা তৃষ্ণা। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১২ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন তায়লা ভলাইমিনক। সিরিজ সেরার পুরস্কার পান সোফি মোলিনাক্স।
এই সিরিজ হারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের সামথ্যের ব্যবধানটাও টের পেয়েছে বাংলাদেশ। তাই বিশ্বকাপের বছরে শঙ্কার কালো মেঘ জমে উঠেছে নিগার সুলতানা জ্যোতিদের আকাশে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশেই বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে এই সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও নিজেদের ব্যর্থতা প্রকটভাবে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ নারী দল।
যদিও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ মাসেই ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারতীয়রা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহ-অধিনায়ক নাহিদা আক্তার জানান, নিজেদের ঘাটতি নিয়ে কাজ করে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান তারা। তার কথায়,‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে নির্বাচক সাজ্জাদ আহমেদ সরাসরি সিরিজ জয়ের লক্ষ্যের কথা বলেছিলেন। সিরিজ বা ম্যাচ জেতার কথা না বললেও, ইতিবাচক পারফরম্যান্সের আশা ব্যক্ত করেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। কিন্তু মাঠে নেমে মুখ থুবড়ে পড়েছে তাদের সব আশা। বিভীষিকাময় সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের পার্থক্যও হারে হারে টের পেয়েছেন জ্যোতিরা।
অস্ট্রেলিয়ার শক্তি ও অভিজ্ঞতা নিয়ে নাহিদা বলেন,‘তারা অনেক অভিজ্ঞ দল। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আমাদের কিছু তরুণ ক্রিকেটার ছিল। আমরা চেষ্টা করেছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো ব্যাটিং ও বোলিং করা যায়। ওদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের যে ঘাটতিগুলো হয়েছে, চেষ্টা করব সামনের দিনগুলোতে সেগুলো কাটিয়ে ওঠার। আশা করব, এই শিক্ষাটা যেন পরেরবার কাজে লাগাতে পারি।’
অবশ্য শুধু অভিজ্ঞতা নয়, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুই দলের স্কিলের পার্থক্যও ছিল পরিষ্কার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ দল। বোলিংয়ে বিচ্ছিন্নভাবে কিছু কিছু অংশে ভালো করলেও সামগ্রিকভাবে তা ছিল খুবই নগণ্য। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখলেও স্কিলের পার্থক্যের কথা তুলে ধরলেন নাহিদা,‘সন্দেহ নেই, তারা অনেক ভালো ক্রিকেটার। তাদের স্কিল অনেক ওপরে। আমাদের ব্যাটারদের মধ্যেও অনেক ভালো স্কিল আছে। আমাদের মধ্যেও সেঞ্চুরি আসছে, ফিফটি আসছে। আমরা সবসময় বিশ্বাস রাখি, আমাদের যে ব্যাটাররা আছে, তারা আরও ভালো করতে পারবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে -আমান উল্লাহ আমান
মাগুরায় কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী সিলেটে পালন
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্বারোপ করলেন ড. ইউনূস
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জভেরেভের প্রতিপক্ষ সিনার
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
সব শিক্ষককে প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে
পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ দায়িত্বপ্রাপ্তরা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে ঃ শামীমুর রহমান শামীম
সুন্দরগঞ্জে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন
নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১জনের পা বিচ্ছিন্নসহ আহত ৩
শিক্ষকদের হঠাৎ অবরোধে সড়কে তীব্র যানজট
মিরেরচর দারুল কুরআন ফয়জে আম মাদরাসা সম্মেলন কাল
পুলিশের ভ্যানে যমুনায় গেলেন ১০ শিক্ষক
ফেসবুকে ফ্যাসিস্ট নাজমুলের গুজব তান্ডব; চারিদিকে তীব্র সমালোচনার ঝড়
তারাকান্দায় তারুণ্যের উৎসব উদযাপনে ব্যাডমিন্টন প্রতিযোগীতা
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে যুবকের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন, আহত ২
আবারও ষড়যন্ত্রের শিকার আশিয়ান সিটির : নজরুল ভুইয়া
কালীগঞ্জে ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও আলোচনা