আম্পায়ারিং বিতর্কের ম্যাচে নাঈম-শান্ত-মুশফিকের সেঞ্চুরি
১৫ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পেয়ে সেঞ্চুরি করলেন মোহাম্মদ নাঈম শেখ। শক্ত ভীতে দাঁড়িয়ে ঝড়ো শতক উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত। সাথে তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে রানের পাহাড় গড়ল আবাহনী লিমিটেড। রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। এরপরও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
আসরের দশম রাউন্ডের ম্যাচে সোমবার প্রাইম ব্যাংককে ৫৮ রানে হারিয়েছে আবাহনী। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৪১ রান তোলে তারা। জবাবে ২ বল বাকি থাকতে ২৮৩ রানে শেষ হয় প্রাইম ব্যাংকের ইনিংস।
তবে ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গেছে আবাহনীর ইনিংসের ২২তম ওভারের ঘটনাটি। কিপিং গ্লাভস ছেড়ে অফ স্পিন করতে আসা নিয়মিত উইকেটরক্ষক মোহাম্মাদ মিঠুনের করা চতুর্থ ওভারের প্রথম বলে বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়ার।
মিঠুনের ভেতরে ঢোকা বল ব্যাটে লাগাতে পারেননি নাঈম। বল পেছনের পায়ে লাগতেই হয় জোরাল আবেদন। আউট দেননি আম্পায়ার। সিদ্ধান্তে নাখোশ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা এগিয়ে আসেন প্রতিবাদে। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত তো আর বদলায় না!
বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত ম্যাচটির ওই ডেলিভারির রিপ্লে দেখে খালি চেখে মনে হয়েছে, বল হয়তো স্টাম্পে লাগত ভালোভাবেই।
ঘটনার পর আম্পায়ারের সাথে কথা বলেন তামিম ইকবাল। এসময় প্রায় সাড়ে ৪ মিনিট খেলা বন্ধ ছিল। তখন ৬৯ রানে ব্যাট করছিলেন নাঈম।
এই অংশটুকু ছাড়া ইনিংসের পুরো অংশে দাপট দেখান আবাহনীর ব্যাটাররা। লিস্ট 'এ' ক্রিকেটে একশতম ইনিংসে নাঈম করেন ১০৪ বলে ১০৫ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি ১০ চারের সঙ্গে ২টি ছক্কায় সাজান বাঁহাতি ওপেনার।
নাঈম ফেরার পর শান্ত-হৃদয়ের তৃতীয় উইকেটে স্রেফ ৬২ বলে আসে ১২৩ রান। ১৩ চার ও ৪ ছক্কায় ৮৫ বলে ১১৮ রানের ইনিংস খেলেন শান্ত। পরে শেষটা দারুণ করেন হৃদয়। শেষ ওভারে রাজার শেষ দুই বলে ছক্কা মারেন তরুণ ব্যাটসম্যান। ২ চারের সঙ্গে ৪টি ছক্কায় তিনি সাজান নিজের ৩৫ বলে ৬৫ রানের ইনিংস।
লক্ষ্য তাড়ায় কোনো সময়ই জয়ের পথে ছিল না প্রাইম ব্যাংক। ওপেনার তামিম ফেরেন দ্বিতীয় ওভারেই, ১ রান করে। মুশফিকের ১০৫ বলে ১৪টি চবারে অপরাজিত ১১১ রান ছাড়া ফিফটি করকে পারেন কেবল ওপেনার পারভেজ হোসেন ইমন (৭০ বলে ৫৬)। ২৩৪ রানে অষ্টম উইকেট হারানোর পর ২৪ বলে ৩৪ রানের ইনিংসে আবাহনীর জয় প্রলম্বিত করেন হাসান মাহমুদ।
তিনটি করে উইকেট নেন আবাহনীর জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
এই জয়ে শিরোপা ধরে রাখার সম্ভবনা আরও জোরদার করল আবাহনী। দশ ম্যাচে শতভাগ জয়ে ২০ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে প্রাইম ব্যাংকের এটি চতুর্থ পরাজয়। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ১২ দলের তালিকার পাঁচে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
সাধারণ ক্ষমার বিনিময়ে দোষ স্বীকার করছেন আসাদের সৈন্যরা