মুস্তাফিজের ছুটি বাড়ে, মার্শ দেশে ফেরে!
১৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
আইপিএল খেলার জন্য মুস্তাফিজুর রহমানের ছুটি বাড়িয়েছে বিসিবি। এখন চেন্নাই সুপার কিংসের হয়ে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজের আইপিএলে থাকার কথা। এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মুস্তাফিজ ১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন। সেদিন চেন্নাই খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস। মূলত জিম্বাবুয়ে সিরিজের জন্যই মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে।
আইপিএলে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন বাংলাদেশের মুস্তাফিজ। ৫ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০টি। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার এখন আছেন ৩ নম্বরে। সমান ১০ উইকেট নিয়েও ইকোনমি গড়ে এগিয়ে থেকে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুইয়ে আছেন যশপ্রীত বুমরা। ১১ উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল। এর আগে এবারের আইপিএলে দুই দফায় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ মাথায় পরেছেন মুস্তাফিজ। তার দল চেন্নাইও ভালো করছে। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই এখন আইপিএলের পয়েন্ট তালিকার ৩ নম্বরে।
ফ্রাঞ্চাইজির চাওয়ায় যেখানে ছুটি বাড়িয়ে বাড়তি একটি ম্যাচ খেলতে দিয়েছে বিসিবি ঠিক তখনই জাতীয় দলের স্বার্থে মিচেল মার্শকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া! এই অজির চোট নিয়ে দিল্লি ক্যাপিটালসের দুর্ভাবনার কথা বলেছিলেন সহকারী কোচ প্রাভিন আমরে। তবে সেই ভাবনাটা তো কেবল আইপিএল দলেরই নয়। সামনে যখন বিশ্বকাপ, অস্ট্রেলিয়া দলেরও শঙ্কায় থাকার কথা। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার কথা তো মার্শেরই। চোট পাওয়া অলরাউন্ডারকে তাই চিকিৎসার জন্য দেশে ফিরিয়ে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মার্শ আবার ভারতে ফিরতে পারবেন নাকি তার আইপিএল শেষ, তা নিশ্চিত নয় এখনও।
গত ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। সেদিন পরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলে আউট হয়ে যান শূন্য রানে। পরে দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি জানান মার্শের চোটের খবর। গত ৭ এপ্রিল সহকারী কোচ আমরে জানান, সপ্তাহখানেকের ভেতর মার্শের অবস্থা নিয়ে প্রতিবেদন দেবেন ফিজিওরা। এবার জানা গেল, সপ্তাহখানেক আগেই দেশে ফিরে গেছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার।
ক্যারিয়ারজুড়েই একের পর এক চোটের কারণে ভুগতে হয়েছে মার্শকে। গত এক-দেড় বছরে তাই তাকে খুব সাবধানতায় সামলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন সংস্করণের ক্রিকেটেই দলের জন্য গুরুত্বপ‚র্ণ হয়ে উঠেছেন তিনি। এই বছর জিতেছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল।’ সা¤প্রতিক সময়ে টি-টোয়েন্টি তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী জুনে বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে যাওয়ার কথা তার।
চোটের কারণেই মার্শের আইপিএল ক্যারিয়ারও বাধাগ্রস্ত হয়েছে বারবার। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার অষ্টম মৌসুম চলছে। কিন্তু ম্যাচ খেলতে পেরেছেন কেবল ৪২টি। চোটের পড়ার আগে এবার চারটি ম্যাচ খেলে খুব ভালো পারফর্ম করতে পারেননি মার্শ। রান করেছেন মোট ৬১, উইকেট নিতে পেরেছেন একটি। টুর্নামেন্টের শুরুটা ভালো করতে না পারা দিল্লি ক্যাপিটালসের ভোগান্তির শেষ নয় এখানেই। গত শুক্রবার লাক্ষেèৗ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে ল্যাপ শট খেলতে গিয়ে চোটে পড়েছেন ডেভিড ওয়ার্নারও। শনিবার আহমেদাবাদে স্ক্যান করানো হয়েছে তার। আপাতত তার চোটের অবস্থা জানার অপেক্ষা চলছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: সিলেটে এড. এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন