জামালকে লজ্জায় ডুবিয়ে সুপার লিগে আবাহনী
১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
জয় দিয়েই ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবীন লিগ শেষ করলো ঢাকা আবাহনী লিমিটেড। রবীন লিগে নিজেদের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দুদলের ম্যাচটিতে ছিলোনা কোনো উত্তেজনা। আবাহনীর কাছে লজ্জাজনক হারে পয়েন্ট টেবিলে অবনমন হয়েছে শেখ জামালের। বাজেভাবে ম্যাচ হারের কারনে শাইনপুকুরের সাথে সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থেকে তিনে নেমে গেছে তারা। মিরপুরে টস জিতে প্রথমে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী অধিপতি নাজমুল হোসেন শান্ত। শরিফুল, তাসকিন আর তানভীর ইসলামের আক্রমনাতœক বোলিংয়ে শুরুতেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে শেখ জামালের ব্যাটিং লাইন। দলীয় ১৭ রানের মাথায় ওপেনার সাইফ হাসানের উইকেট নিয়ে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। এরপর শেখ জামালের ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে আবাহনীর বোলাররা। মাত্র ২২ ওভার ৪ বল খেলে ৮৮ রানে অলআউট হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ধংসস্তুপের মধ্যে সৈকত, ইয়াসির আলী, সাইফ হাসান ও তাইবুর রহমানই শুধু দুই অংকের রান করতে পেরেছেন। সৈকত ২৩, ইয়াসির আলী ১৭, সাইফ হাসান ১৬ এবং তাইবুর করেন ১৪ রান। আবাহনীর শরিফুল ইসলাম ৩৫ রানে পান চার উইকেট। এছাড়া তানভীর ইসলাম ৭ রানে এবংতাসকিন আহমেদ ১৬ রানে দুটি করে উইকেট পান। ৮৯ রানের সাদামাটা টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনী খেলেছে ১০ ওভার ২ বল। মোহাম্মদ নাইমের অর্ধশতকে হেসেখেলেই ৯১ রান করে জয়ের বন্দরে পৌছে যায় আবাহনী। নাইম ৫৩ আর এনামুল হক বিজয় অপরাজিত থাকেন ৩৭ রানে। এই জয়ে শিরোপার আরো কাছে পৌছে গেলো নাজমুল হোসেন শান্তরা। সুপার লিগে ৫ ম্যাচের তিনটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হবে আবাহনীর।
এদিকে, ফতুল্লায় আরেক ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমীকে ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান করে প্রাইম ব্যাংক। শুরুতে তামিম ইকবালের উইকেট হারালেও মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিংয়ে বড় পুঁজি পায় তারা। মুশফিকুর রহিম ৬৯ বলে করেন ৭১ রান। এছাড়া আশিকুর রহমান, পারভেজ ইমন এবং অধিনায়ক জাকির হাসান প্রতেকেই করেন ৩৬ রান। গাজী টায়ার্সের শামীম মিয়া ৪১ রানে তিনটি এবং নুহায়েল সানদিদ ও ইফতেখার সাজ্জাদ দুটি করে উইকেট পান। ২৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই অগোছালো গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী। দলীয় ১৫ রানের মাথায় ওপেনার ইফতেখার হোসেনকে হারিয়ে চাপে পড়ে তারা। এই চাপ সামলে ওঠার আগেই আবারো আঘাত হানেন হাসান মাহমুদ। আরেক ওপেনার আশিকুর রহমানের উইকেট নিয়ে ম্যাচের দখল নিজেদের হাতে নিয়ে নেয় প্রাইম ব্যাংক। পরে মেহেদী হাসান ও হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে গাজী টায়ার্সের ব্যাটিং লাইনে ধস নামে। শেষ পর্যন্ত ৩২ ওভার দুই বলে ১২৮ রানে অলআউট হয় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী। আশরাফুল আলম ৩৪, হাফিজুর রহমান ২৯ এবং শামীম মিয়া করেন ২৮ রান। প্রাইম ব্যাংকের মেহেদী হাসান ২৪ রানে চারটি এবং হাসান মাহমুদ ২৯ রানে পান তিন উইকেট।
বিকেএসপিতে দিনের শেষ ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৬৭ রানের জয়ে দ্বিতীয় স্থানে থেকেই সুপার লিগে উঠেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইরফান শুক্কুরের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৫৬ রান তোলে শাইনপুকুর। যদিও ইনিংনের শুরুতে ৮ রানের মাথায় ওপেনার তানজীদ হাসানের উইকেট হারায় তারা। পরে টপঅর্ডারের চার ব্যাটার দলের সঙগ্রহকে বড় করতে সহায়তা করেন। ইরফান শুক্কুর ৮৮ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ৪২, মার্শাল আইউব ৩৫ এবং খালিদ হাসানের ব্যাট থেকে আসে ৩২ রান। ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ১৮৯ রান করতে পেরেছে লিজেন্ড অব রূপগঞ্জ। দশম ব্যাটার হিসেবে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন আবদুল হালিম। এছাড়া আমিনুল ইসলাম করেন ৩৪ রান। আগের ম্যাচের জয়ের নায়ক নাহিদ রানা এ ম্যাচেও ১১ রানে নেন তিন উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত