গাজী, রূপগঞ্জ আর সিটির রেলিগেশন এড়ানোর লড়াই
২১ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
দুই দিন বিরতি দিয়ে আগামীকাল মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচ। ১২ দলের প্রথম পর্বের লড়াই শেষে সুপার লিগে উন্নীত হয়েছে ঢাকা আবাহনী, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথম দিনই মাঠে নামবে সুপার লিগের ছয় দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অন্য দুই ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দিনের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রবীন লিগের মত সুপার লিগেও প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দিন বিরতি দিয়ে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ মে শেষ হবে এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগ।
লিগের প্রথম পর্বের ১১ ম্যাচের সব কটিতে জিতে শিরোপার দৌড়ে এগিয়ে থেকেই সুপার লিগ শুরু করবে ঢাকা আবাহনী। প্রথম পর্বের ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২২। সুপার লিগে তিন ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে নীল-হলুদ জার্সীধারীদের। যৌথভাবে তৃতীয় স্থানে আছে তিন দল। সমান ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে শাইনপুকুর, মোহামেডান ও শেখ জামাল। সুপার লিগে চমক দেখাতে পারলে এই তিন দলেরও শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে।
সুপার লিগে শিরোপার লড়াইয়ের পাশাপাশি মঙ্গলবার শুরু হবে রেলিগেশনের লড়াই। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের নিচের তিন দল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব একে অপরের মুখোমুখি হবে। বিকেএসপিতে প্রথম দিন মাঠে নামবে গাজী টায়ার্স ও সিটি ক্লাব। প্রথম পর্বে তিন দলই সমান চার পয়েন্ট করে অর্জন করেছে। তাই অবনমন ঠেকাতে তিন দলের লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। তিন দলের মধ্যে কম পয়েন্ট পাওয়া দুদল নেমে যাবে প্রথম বিভাগে।
প্রথম পর্ব শেষে ব্যাটিং বোলিংয়ের সেরা পাঁচে নেই জাতীয় দলের কোনো ক্রিকেটার। ব্যাটিংয়ে সবার ওপরে আছেন প্রাইম ব্যাংকের পারভেজ হাসান ইমন। ১১ ম্যাচ খেলে ৫৩.১৮ গড়ে তার মোট রান ৫৮৫। তিন শতক আর দুই ফিফটিতে তার সর্বোচ্চ স্কোর ১৫১। দ্বিতীয স্থানে আছে আবাহনীর মোহাম্মদ নাইম। চার ফিফটি আর এক শতকে তার মোট রান ৪৬৯। এর পরেই আছে যথাক্রমে মোহামেডানের মাইদুল ইসলাম অংকন, প্রাইম ব্যাংকের তামিম ও শেখ জামালের সাইফ হাসান। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমের রান ১১ ম্যাচে ৪২৪। পাঁচটি হাফ সেঞ্চুরি থাকলেও প্রথম পর্বে সেঞ্চুরির দেখা পাননি এই ড্যাশিং ওপেনার। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩ ম্যাচে করেছেন ১০৬ রান। যদিও দলের হয়ে নিয়মিত খেলেননি এই অলরাউন্ডার। জাতীয় দলের উইকেট কিপার মুশফিকুর রহিম প্রাইম ব্যাংকের হয়ে দুই ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর এক হাফ সেঞ্চুরিতে করেছেন ১৮২ রান। জাতীয় দলের ও আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মোট রান ৩ ম্যাচে ১১৮।
বোলিংয়ে শীর্ষস্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের রুহেল মিয়া। ১১ ম্যাচে তার মোট উইকেট ২৫টি। সেরা বোলিং ১৮ রানে ৫ উইকেট। এক ম্যাচে ২০ রানে ৭ উইকেট নিয়ে মোহামেডানের আবু হায়দার রনি মোট উইকেট শিকার ২২। এছাড়া শাইনপুকুরের রিশাদ ৮ ম্যাচে ১৯, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমীর মারুফ মৃধা ১০ ম্যাচে এবং প্রাইম ব্যাংকের নাজমুল ইসলাম ১১ ম্যাচে নিয়েছেন ১৯টি করে উইকেট। তবে সেরা পাঁচে নেই মাশরাফি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। মোহামেডানের নাসুম আহমেদ ১১ ম্যাচে ১৮, হাসান মাহমুদ ৯ ম্যাচে ১৬, আবাহনীর তাসকিন ৭ ম্যাচে ১৪ এবং লিজেন্ড অব রূপগঞ্জের মাশরাফি বিন মোর্তজা ৮ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত