এবার ২২৩ রান তাড়ায় কলকাতার কাছে ১ রানে হারল ব্যাঙ্গালুরু
২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম
শেষ ওভারের প্রথম চার বলে তিন ছক্কায় জয়ের জন্য ২১ রানের সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিলেন কর্ণ শর্মা। শেষ ২ বলে দরকার ৩ রান। মিচেল স্টার্ককে এসময় ফিরতি ক্যাচ দিলেন কর্ণ। ম্যাচটাও যেন ফসকে গেল সেখানেই। রোমাঞ্চ শেষে আবারও হারের রেদনায় পুড়তে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।
কলকাতা নাইট রাইডার্সের কাছে রোববার ২২৩ রানের লক্ষ্যে ১ রানে হেরেছে ব্যাঙ্গালুরু। আইপিএলের চলতি আসরে এটি তাদের টানা ষষ্ঠ পরাজয়। অন্যদিকে ৭ ম্যাচে কলকাতার এটি পঞ্চম জয়।
শেষ বলে লকি ফার্গুসন দুই নিতে পারলে টাই হতো ম্যাচটা। এসময় ফার্গুসনকে রানআউট করেন ফিল সল্ট।
কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচের শুরুটাও ছিল সল্টময়। স্রেফ ১৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন এই ওপেনার। সুনিল নারাইন অন্য প্রান্তে ছিলেন দর্শক। এদিন এই ক্যারিবীয়ান করেন ১৫ বলে ১০ রান।
পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে কলকাতা। পাওয়ারপ্লেতে করা একমাত্র ওভারে লকি ফার্গুসন দেন ২৮ রান।
এরপর স্রেয়াস আয়ারের ৩৬ বলে ৫০, রিঙ্কু সিংয়ের ১৬ বলে ২৪, আন্দ্রে রাসেলের ২০ বলে অপরাজিত ২৭ ও রামানদিপ সিংয়ের ৯ বলে অপরাজিত ২৪ রানে ভর করে ৬ উইকেটে ২২২ রান তোলে কলকাতা।
লক্ষ্য তাড়ায় ৭ বলে ১৮ রান করে ঝড়ো শুরু এনে দেন বিরাট কোহলি। কিন্তু এই ধারা তিনি ধরে রাখতে পারেননি। দ্রুত ফেরেন আরেক ওপেনার ফাফ দু প্লেসিও।
তবে ব্যাঙ্গালুরু শক্ত ভিত পায় উইল জ্যাকস ও রজত পাতিদারের জোড়া ফিফটি এবং দুজনের ৪৮ বলে ১০২ রানের জুটিতে। ৩২ বলে ৫৫ রান করা জ্যাকসের পর ২৩ বলে ৫২ রান করা পাতিদারকে একই ওভারে ফেরান রাসেল, ব্যাটিংয়ে তেমন সুবিধার দিন না কাটালেও বোলিংয়ে ঠিকই প্রভাব রাখেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। এদিন ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে আশা দেখান দিনেশ কার্তিক। তবে বাউন্ডারির চেষ্টায় শেষ দিকে সিঙ্গেল নেননি। আউট হন ১৮৮ বলে ২৫ রান করে। যাকে স্ট্রাইক দিবেন না বলে স্থির করেছিলেন সেই কর্ণই শেষ ওভারে তিন ছক্কায় আবার দেখান জয়ের আশা। কিন্তু পেরে ওঠেননি শেষ পর্যন্ত। ৭ বলে ২০ রান করে আউট হন তিনি।
এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলকাতা, অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বেঙ্গালুরুর আরেকটি জয়ের অপেক্ষা দীর্ঘ হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার