আবাহনী, মোহামেডান ও শাইনপুকুরের জয়
২২ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ পিএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারা ধরে রেখে শিরোপার আরও কাছে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিডেট। শরিফুল ইসলামের বোলিং নৈপূণ্যে সুপার রাউন্ডের প্রথম দিনে সোমবার তারা প্রাইম ব্যাংকে হারায় ৫ উইকেটের ব্যবধানে।
একই দিন মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৫ উইকেটে হারায় মোহামেডান স্পোটিং ক্লাব। আর লো স্কোরিং ম্যাচে রিশাদ হোসেনের অলরাউন্ডার নৈপূণ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩ রানে হারায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শরিফুল, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মোসাদ্দেক হোসেনের দারুণ বোলিংয়ে ৩৯.৩ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
৫ রানে ৩ উইকেট হারানো প্রাইম ব্যাংকে লড়াইয়ে ফেরায় মুশফিকুর রহিম ও জাকির হাসানের ১১২ রানের জুটি। মুশফিক ৬৫ বলে ৪৪ ও জাকির ৭০ বলে ৬৮ রান করে আউট হওয়ার পর আর কেউই লড়াই করতে পারেনি।
৮ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শরিফুল। দুটি করে শিকার ধরেন তাসকিন, তানভির ও মোসাদ্দেক।
জবাবে লিটন দাসের ১০৬ বলে অপরাজিত ৫৬ ও তাওহীদ হৃদয়ের ২৭ বলে ৪টি চার ও ৫ ছক্কার ঝড়ে ৫৫ রানে ৩৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে সাইফ হাসান ও তাইবুর রহমানের জোড়া শতকে ২ উইকেটে ২৫৯ রান তোলে শেখ জামাল। সাইফ আহত অবসর হয়ে মাঠ ছাড়ার আগে ১৪৬ বলে ৭টি চার ও ৬ ছক্কায় করেন ১২০ রান। আর তাইবুর ১১৪ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসটি সাজান ৭টি চার ও ৩ ছক্কায়।
তাদের জোড়া সেঞ্চুরি ম্ল্যান হয়ে যায় মাহিদুল ও মাহমুদউল্লার ব্যাটিংয়ে। ১২২ বলে ৫ চার ও ৬ ছক্কায় ১০১ রান করেন মাহিদুল। ৮৮ বলে ৩টি করে ছক্কা-চারে ৮৭ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।
একই দিন সাভারের তিন নম্বর মাঠে ম্যাচ শেষ হয় আগেভাগেই। ৩৪.৫ ওভারে স্রেফ ১৩৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। তানজিদ হাসান করেন সর্বোচ্চ ৪২ রান। ২৬ বলে ৪ ছক্কায় ৩৩ রান করেন রিশাদ।
গাজীর আব্দুল গফ্ফার সাকলাইন ও হুসনা হাবীব নেন ৩টি করে উইকেট।
জবাবে রিশাদ-আরাফাত সানির বোলিং তোপে ২৭.৪ ওভারে স্রেফ ১২৫ রানে গুটিয়ে যায় গাজী। ব্যাট হাতে ঝড় তোলা রিশাদ লেগ স্পিনে ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা। ৪৫ রানে ৩টি শিকার ধরেন সানি। ২১ রানে দুটি নেন হাসান মুরাদ।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৯.৩ ওভারে ১৭৮ (তামিম ১, পারভেজ ০, শাহাদাত ৪, জাকির ৬৮, মুশফিক ৪৪, মিঠুন ১২, মেহেদি ১৮, সানজামুল ০, আশিকুর ৫, হাসান ১৪, নাজমুল ৭*; শরিফুল ৮-০-২৭-৩, তাসকিন ৭.৩-১-৩৪-২, সাইফ উদ্দিন ৬.৪-০-২৯-১, তানভির ১০-০-৪৮-২, মোসাদ্দেক ৭-১-৩৪-২, শান্ত ০.২-০-৬-০)
আবাহনী লিমিটেড: ৩৮.৩ ওভারে ১৮৩/৫ (এনামুল ২২, লিটন ৫৬*, শান্ত ২২, আফিফ ৪, হৃদয় ৫৫, জাকের ১২, তানভির ৮*; হাসান ৫-০-৩০-০, আশিকুর ২-০-৭-০, সানজামুল ১০-০-৪৭-২, মেহেদি ১০-২-৪৩-১, জাকির ১-০-১-০, পারভেজ ০.৩-০-৬-০)
ফল: আবাহনী লিমিটেড ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শরিফুল ইসলাম
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৩৪.৫ ওভারে ১৩৮ (জিসান ৭, তানজিদ ৪২, খালিদ ৯, মার্শাল ৮, ইরফান ৯, আকবর ৪, সানি ৬, রিশাদ ৩৩, মুরাদ ০, মুকিদুল ১৩, নাহিদ ৪*; রুয়েল ৫-০-২৬-১, পারভেজ ৭-২-১৬-১, মইন ৬-০-২৫-০, গাফফার ৬-১-২১-৩, হুসনা হাবিব ৮-১-২৮-৩, আওলাদ ২.৫-০-২২-২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২৭.৪ ওভারে ১২৫ (মেহেদি ২৩, আনিসুল ৪, হাবিবুর ৪৪, সাব্বির ১২, প্রিতম ১, মইন ৫, পারভেজ ২২, গাফফার ৪, রুয়েল ২, হুসনা হাবিব ১, আওলাদ ১*; নাহিদ ৬-০-২৬-১, সানি ৭-০-৪৫-৩, মুরাদ ৬.৪-০-২১-২, রিশাদ ৮-০-৩১-৪)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রিশাদ হোসেন
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাব
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৫৯/২ (সাইফ ১২০ আহত অবসর, সৈকত ১, ফজলে মাহমুদ ১৭, তাইবুর ১০২*, জিয়াউর ২*; আবু হায়দার ৬-১-৩৪-০, নাসুম ১০-২-২৮-১, মিরাজ ১০-৪-১২-০, আসিফ ৭-০-৫৪-০, মাহমুদউল্লাহ ৮-০-৫৮-০, কামরুল ৭-০-৫৪-০, আরিফুল ২-০-১৭-০)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৯.৪ ওভারে ২৬৩/৫ (ইমরুল ১৫, রনি ৪১, রুবেল ৮, মাহিদুল ১০১, মাহমুদউল্লাহ ৮৭*, মিরাজ ২, আরিফুল ৪*; রবিউল ৩-১-১৩-০, টিপু ৭-০-৬৮-০, রিপন ১০-০-৫১-২, শফিকুল ৯.৪-০-৫৯-১, তাইবুর ১০-১-২৩-১, জিয়াউর ৮-০-৩৩-১, সৈকত ১-০-৭-০, ফজলে মাহমুদ ১-০-৮-০)
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে জয়
ম্যান অব দা ম্যাচ: মাহিদুল ইসলাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টেকনাফ বিজিবির অভিযানে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ভক্তদের সমর্থন
জলবায়ু সম্মেলনে সাশ্রয়ী উপায়ে বিমানের ধোঁয়া কমানোর প্রস্তাব বিজ্ঞানীদের
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছে
এবার হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি দুই ব্যক্তি নিহত
তৃতীয়বার কমলো স্বর্ণের দাম
আবারও পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি
আবারও ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত ৯১
প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মিত হচ্ছে দুবাইয়ে
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!