ব্যাঙ্গালুরুর ১ রানের স্বপ্নভঙ্গ
২৩ এপ্রিল ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৯ এএম
শেষ ওভারের প্রথম চার বলে তিন ছক্কায় জয়ের জন্য ২১ রানের সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিলেন কর্ণ শর্মা। শেষ ২ বলে দরকার ৩ রান। মিচেল স্টার্ককে এসময় ফিরতি ক্যাচ দিলেন কর্ণ। ম্যাচটাও যেন ফসকে গেল সেখানেই। রোমাঞ্চ শেষে আবারও হারের রেদনায় পুড়তে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। গতপরশু কলকাতা নাইট রাইডার্সের ২২৩ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১ রানে হেরেছে ব্যাঙ্গালুরু। শেষ বলে লকি ফার্গুসন দুই নিতে পারলে টাই হতো ম্যাচটা। এসময় ফার্গুসনকে রানআউট করেন ফিল সল্ট। আইপিএলের চলতি আসরে এটি তাদের টানা ষষ্ঠ পরাজয়। অন্যদিকে ৭ ম্যাচে কলকাতার এটি পঞ্চম জয়।
কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচের শুরুটাও ছিল সল্টময়। স্রেফ ১৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন এই ওপেনার। সুনিল নারাইন অন্য প্রান্তে ছিলেন দর্শক। এদিন এই ক্যারিবীয়ান করেন ১৫ বলে ১০ রান। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে কলকাতা। পাওয়ারপ্লেতে করা একমাত্র ওভারে লকি ফার্গুসন দেন ২৮ রান। এরপর শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৫০, রিঙ্কু সিংয়ের ১৬ বলে ২৪, আন্দ্রে রাসেলের ২০ বলে অপরাজিত ২৭ ও রামানদিপ সিংয়ের ৯ বলে অপরাজিত ২৪ রানে ভর করে ৬ উইকেটে ২২২ রান তোলে কলকাতা।
লক্ষ্য তাড়ায় ৭ বলে ১৮ রান করে ঝড়ো শুরু এনে দেন বিরাট কোহলি। কিন্তু এই ধারা তিনি ধরে রাখতে পারেননি। দ্রæত ফেরেন আরেক ওপেনার ফাফ দু প্লেসিও। তবে ব্যাঙ্গালুরু শক্ত ভিত পায় উইল জ্যাকস ও রজত পাতিদারের জোড়া ফিফটি এবং দুজনের ৪৮ বলে ১০২ রানের জুটিতে। ৩২ বলে ৫৫ রান করা জ্যাকসের পর ২৩ বলে ৫২ রান করা পাতিদারকে একই ওভারে ফেরান রাসেল, ব্যাটিংয়ে তেমন সুবিধার দিন না কাটালেও বোলিংয়ে ঠিকই প্রভাব রাখেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। এদিন ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
মাঝের ওভারে দ্রæত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে আশা দেখান দিনেশ কার্তিক। তবে বাউন্ডারির চেষ্টায় শেষ দিকে সিঙ্গেল নেননি। আউট হন ১৮৮ বলে ২৫ রান করে। যাকে স্ট্রাইক দিবেন না বলে স্থির করেছিলেন সেই কর্ণই শেষ ওভারে তিন ছক্কায় আবার দেখান জয়ের আশা। কিন্তু পেরে ওঠেননি শেষ পর্যন্ত। ৭ বলে ২০ রান করে আউট হন তিনি।
এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলকাতা, অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ব্যাঙ্গালুরুর আরেকটি জয়ের অপেক্ষা দীর্ঘ হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টেকনাফ বিজিবির অভিযানে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ভক্তদের সমর্থন
জলবায়ু সম্মেলনে সাশ্রয়ী উপায়ে বিমানের ধোঁয়া কমানোর প্রস্তাব বিজ্ঞানীদের
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছে
এবার হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি দুই ব্যক্তি নিহত
তৃতীয়বার কমলো স্বর্ণের দাম
আবারও পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি
আবারও ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত ৯১
প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মিত হচ্ছে দুবাইয়ে
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!