‘পার্থক্য’ তৈরি করতে এসেছেন মুশতাক
২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম
গত সপ্তাহেই বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে পাকিস্তানি কিংবদন্তি লেগস্পিনার মুস্তাক আহমেদকে নিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বাংলাদেশে আসার পর আজ মঙ্গলবার বিসিবি কার্যালয়ে আসেন এই কোচ। সেখানেই বাংলাদেশের ক্রিকেটের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করার অঙ্গীকার প্রকাশ করেন এই পাকিস্তানি।
এদিন বিসিবির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মুশফিকুর রহিমের সঙ্গে সৌজন্য আলাপকালে তাকে জড়িয়ে ধরেছেন মুশতাক। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও করমর্দন করেন। মুমিনুল হক, তাইজুল ইসলামরাও ছিলেন সেখানে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করেন মুশতাক। কোচ-খেলোয়াড়দের সঙ্গে আলাপের ফাঁকে মুশতাককে বাংলাদেশ দলের অনুশীলনের কিট হাতে তুলে দেন ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস।
বাংলাদেশ দলে মুশতাকের অভিযান শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। তবে টাইগারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন এই কোচ, ‘বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি আপেক্ষা করে আছি।’ দেশের স্পিন বিভাগে পার্থক্য আনতে পারার দৃঢ়তা দেখিয়ে বলেন, ‘আমি এখানে স্পিন বিভাগে একটি পার্থক্য তৈরি করতে এসেছি। আমার জ্ঞান তরুণ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে পারি। আশা করি আমরা একটি পার্থক্য করতে পারব।... তরুণরা খুবই প্রতিভাবান ক্রিকেটার, তাই আমরা তাদের কাছে আমাদের অভিজ্ঞতা তুলে দিতে পারি। আমি বিশ্বাস করি তারা খুবই প্রতিভাবান। তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে।’
কাজটা সহজ নয়, তা ভালো করেই জানেন মুশতাক। তবে এই চ্যালেঞ্জটা নিচ্ছেন তিনি, ‘এটা খুবই চ্যালেঞ্জিং। কোচিং দক্ষতার দৃষ্টিকোণ থেকে, এটা বিশ্বের বাকি অংশ থেকে সম্পূর্ণ আলাদা। আপনাকে মানিয়ে নিতে হবে এবং খুবই সক্রিয় হতে হবে। মূলত ক্রিকেট বুঝতে হবে। সত্যি বলতে কি এটা সবসময় দারুণ একটা অভিজ্ঞতা। একজন কোচ এবং খেলোয়াড় হিসেবে আপনাকে সংস্পর্শে থাকতে হবে। আপনাকে সঠিক হতে হবে।’ তৃণমূল পর্যায় থেকেও স্পিনার খুঁজে আনার ব্যাপারে কাজ করতে আগ্রহী মুশতাক, ‘এশিয়ার নেটে সবসময় একজন লেগস্পিনার, মিস্ট্রি স্পিনার এবং চায়নাম্যান থাকে। আমি মনে করি সেখানেই আমার অভিজ্ঞতা আসবে। আশা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারব। আমরা ক্লাব এবং প্রথম শ্রেণীর কোচদের সঙ্গে দেখা করতে পারি। আমরা লেগস্পিনার এবং চায়নাম্যান বোলার খুঁজে পেতে পারি। আপনার এমন স্পিনার থাকা দরকার যারা সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারে আপনাকে উইকেট তুলে দিতে পারে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত