বড় হারে শুরু বাংলাদেশের

লড়লেন কেবল জ্যোতি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারে শুরু করলো বাংলাদেশ জাতীয় নারী দল। গতকাল সিলেট আন্তির্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারত ৪৪ রানে হারায় বাংলাদেশকে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান করে ভারতীয় নারী দল। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফসেঞ্চুরির পরও ৮ উইকেটে ১০১ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ করে বাংলাদেশ। ফলে সহজ জয় পান হরমনপ্রীত কৌররা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয়রা।
যদিও দারুণ বোলিং করে ভারত নারী দলকে দেড়শর আগে আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে স্বাগতিক দলের লক্ষ্যটা ছিল মাঝারি মানের। তবে সেটা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়ে টাইগ্রেসরা। যা শেষ পর্যন্ত তাদেরকে হারের স্বাদ এনে দেয়।
প্রচন্ড গরমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের ইনিংসে নতুন বলে মারুফা আক্তারের ওপরই আস্থা রেখেছিলেন জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি ভারতের ওপেনার শেফালি ভার্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুলতানা খাতুনকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন আরেক ওপেনার স্মৃতি মান্দানা।
কিন্তু সেই ক্যাচ হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা। সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন। ২.৫ ওভারে তার করা অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হন স্মৃতি। আউট হওয়ার আগে ৯ বল খেলে দুই বাউন্ডারির মারে তিনি করেন ৯ রান। দলীয় ১৮ রানে স্মৃতি আউট হলেও দারুণ ব্যাটিং করে দলের সংগ্রহ হাফসেঞ্চুরি পেরুতে সহায়তা করেন আরেক ওপেনার শেফালি ভর্মা। তবে তিনি আউট হন ৮.১ ওভারে দলীয় ৬১ রানে। ২২ বলে ৩ চার ও এক ছক্কায় ৩১ রান করে মুর্শিদা খাতুনকে ক্যাচ দিয়ে রাবেয়া খানের শিকার হয়ে ফেরেন শেফালি।
এরপর আউট হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৩.৪ ওভারে দলীয় ১০৬ রানে ফাহিমা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে কৌর করেন ২২ বলে ৩০ রান। তার ইনিংসে ছিল চার বাউন্ডারির মার। ভারতের পক্ষে সর্বোচ্চ রান আসে ইয়াস্তিকা ভাটিয়ার ব্যাট থেকে। তিনি ২৯ বলে ৬ চারের মারে ৩৬ রান করে রাবেয়ার দ্বিতীয় শিকারে পরিণত হলে ভারত ১৪.৩ ওভারে ১০৮ রানে হারায় চতুর্থ উইকেটটি। সজীবন সাজনা আউট হন ১৭.১ ওভারে দলীয় ১২৭ রানে। রাবেয়ার বলে ফারিহা তৃষ্ণাকে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি ১১ বলে ২ চারে করেন ১১ রান। উইকেটরক্ষক রিচা ঘোষ ভালোই খেলছিলেন। কিন্তু হঠাৎ যেন খেই হারিয়ে ফেলেন তিনি। শেষ ওভারের চতুর্থ বলে মারুফার শিকার হয়ে ফেরেন রিচা। দলীয় ১৪৪ রানে আউট হওয়ার আগে তিনি ১৭ বল খেলে ২ চার ও এক ছক্কায় করেন ২৩ রান। রিচা আউট হওয়ার পর ভারত পায় আর মাত্র ১ রান। শেষ ওভারের শেষ বলে মারুফার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন পূজা ভাস্ত্রাকার। তিনি করেন ৮ বলে ৪ রান। ফলে দেড়শ’র আগেই থেমে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের হয়ে ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রাবেয়া খান। মারুফা আক্তার ১৩ রান দিয়ে পান ২ উইকেট।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার। তবে ইনিংসে সেটাই তার প্রথম ও শেষ বাউন্ডারি। পরের বলেই তিনি ফিরেন ড্রেসিংরুমে। সেই থেকে শুরু। টাইগ্রসদের আসা-যাওয়ার মিছিল আর থামেনি। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৩০ রান তুলতেই স্বাগতিকরা হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। এক সময় শঙ্কা দেখা দেয় অলআউটের। তবে অধিনায়ক জ্যোতি এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যান। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনরকমে একশ পার করে বাংলাদেশ। জ্যোতির ৪৮ বলের ইনিংসে ছিল ৫ চার ও এক ছক্কার মার। শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হলে ১০০ পেরিয়ে থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মুর্শিদা খাতুন। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১ চারের মারে ১৩ রান। স্বর্ণা আক্তার করেন ১৮ বলে ১১ রান। বাকিদের সংগ্রহ এক অঙ্কের ঘরেই ছিল। ভারতের রেনুকা সিং ১৮ রানে ৩ এবং পূজা ভাস্ত্রাকার ২৫ রানে ২টি উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন রেনুকা সিং। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

টঙ্গীসহ বিভিন্ন এলাকা থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গীসহ বিভিন্ন এলাকা থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাসায় চেতনানাশক দিয়ে দুর্ধর্ষ চুরি

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাসায় চেতনানাশক দিয়ে দুর্ধর্ষ চুরি

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, তাসকিন সহ-অধিনায়ক

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, তাসকিন সহ-অধিনায়ক

আমরা মার্কিন স্যাংশন, ভিসা নীতিকে পাত্তা দেই না: ওবায়দুল কাদের

আমরা মার্কিন স্যাংশন, ভিসা নীতিকে পাত্তা দেই না: ওবায়দুল কাদের

এবারও ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের বর্ষসেরা এমবাপে

এবারও ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের বর্ষসেরা এমবাপে

ইউক্রেন যুদ্ধে গোপনে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল

ইউক্রেন যুদ্ধে গোপনে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল

আইসিজে-তে ইসরাইল-বিরোধী গণহত্যা মামলার পক্ষে অবস্থান নিল মালদ্বীপ

আইসিজে-তে ইসরাইল-বিরোধী গণহত্যা মামলার পক্ষে অবস্থান নিল মালদ্বীপ

দায়িত্ব পালন না করে সম্মানী নিলেন কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষ

দায়িত্ব পালন না করে সম্মানী নিলেন কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা, দুই নারী গ্রেফতার

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা, দুই নারী গ্রেফতার

ইউরোভিশন পতাকা নিষিদ্ধ করায় ক্ষুব্ধ ইইউ

ইউরোভিশন পতাকা নিষিদ্ধ করায় ক্ষুব্ধ ইইউ

এপ্রিলের সেরা হয়ে ওয়াসিমের অনন্য কীর্তি

এপ্রিলের সেরা হয়ে ওয়াসিমের অনন্য কীর্তি

মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে অর্থ দিতে বলেন ট্রাম্প: কোহেন

মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে অর্থ দিতে বলেন ট্রাম্প: কোহেন

ইরাকের সেনা চৌকিতে ‘সন্ত্রাসী’ হামলা, কর্মকর্তাসহ ৫ সৈন্য নিহত

ইরাকের সেনা চৌকিতে ‘সন্ত্রাসী’ হামলা, কর্মকর্তাসহ ৫ সৈন্য নিহত

শুক্রবারও চলবে মেট্রোরেল

শুক্রবারও চলবে মেট্রোরেল

ইউরোপের ‘কুখ্যাত’ মানব পাচারকারী গ্রেফতার

ইউরোপের ‘কুখ্যাত’ মানব পাচারকারী গ্রেফতার

কুড়িগ্রাম সীমান্তে ঢুকে নারীদের লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণ

কুড়িগ্রাম সীমান্তে ঢুকে নারীদের লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণ

ফরিদপুরপুরে আবারো তাপমাত্রা বৃদ্ধি হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরপুরে আবারো তাপমাত্রা বৃদ্ধি হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এবার বলিউডে পাড়ি দিচ্ছেন মধুমিতা

এবার বলিউডে পাড়ি দিচ্ছেন মধুমিতা

ছেলে আরিয়ানের নির্দেশনায় ওয়েব সিরিজে শাহরুখ

ছেলে আরিয়ানের নির্দেশনায় ওয়েব সিরিজে শাহরুখ