পরিবর্তনের সুযোগ নিতে চায় বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজ দেখেই বিশ্বকাপ দল

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় হাতে আছে আর সামান্যই। সাকূল্যে চার সপ্তাহেরও কম। আনুষ্ঠাকিভাবে অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ছিল গত পহেলা মে। তবে প্রথমবারের মতো ২০ দল নিয়ে শুরু হতে যাওয়া আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের নিয়মে এবার আছে শিথিলতা, ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে কোনো কারণ দেখানো ছাড়াই। এরই মধ্যে দশটি দল আইসিসি প্রকাশ করেছে। গত ২৯ জুন সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গতকাল দশম ও এগারোতম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করে দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির বেঁধে দেয়া সময়সীমা পেরিয়ে গেলেও এই তালিকায় এখনও নেই বাংলাদেশের নাম! শুধু বাংলাদেশই অবশ্য নয়, আইসিসিতে স্কোয়াড জমা দিলেও বিশ্বকাপের ২০ দলের ৯টিই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেনি। ভারত দিয়ে দিলেও এশিয়ার আরো দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, শ্রীলঙ্কাও আছে এই তালিকায়। বোঝা যাচ্ছে, বাড়তি সময়টুকুর সুবিধা বেশির ভাগ দলই নিয়েছে।
তবে জানা গেছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ১৫ জনের দল আইসিসিতে পাঠিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু বাংলাদেশে সেই দল এখনও ঘোষণা করা হয়নি। এই দল ঘোষণা করা হবে নাকি একদম চূড়ান্ত দলই প্রকাশ করা হবে, সেই টানাপোড়েন এখনও চলছে। তবে ক্রিকেট বিশ্বের শীর্ষ শক্তি যাদেরকে মনে করা হয়, যে দেশগুলোর ক্রিকেট বোর্ড পেশাদার হিসেবে মোটাদাগে অনুকরণীয়, সেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, এমনকি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দল। বাড়তি সময়টুকুর ভাবনা নিশ্চয়ই তাদেরও আছে। ইংল্যান্ড যেমন দল ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছে, এটি তাদের ‘প্রোভিশনাল’ স্কোয়াড। এটিই শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড হয়ে যেতে পারে, পরিবর্তনও টুকটাক আসতে পারে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিও দল ঘোষণার সময় জানিয়ে রেখেছেন, সুযোগ যেহেতু আছে, প্রয়োজন মনে করে দলে পরিবর্তন তারা আনবেন। বাংলাদেশও এই পথ বেছে নিতে পারত কি না, প্রশ্নটি যৌক্তিকভাবেই উঠছে। দায়িত্ব নিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে এখনও পর্যন্ত রাজি নয় বোর্ড বা নির্বাচক কমিটি।
দল ঘোষণার দেরি করার পেছনে যৌক্তিক কারণ আছে তাদেরও। তবে সরাসরি তা বলতে চাচ্ছেন না কেউই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক কারণটি ব্যাখ্যা করলেন এভাবে, ‘যে দলটা আমরা পাঠিয়েছি, সেটাতে পরে পরিবর্তন আসতে পারে। নির্বাচক ও কোচের কথা হচ্ছে, “আমাদের কিছু ইস্যু আছে, বিশেষ করে ইনজুরি নিয়ে”। তাদের কথা হচ্ছে, “খেলার পরে (জিম্বাবুয়ে সিরিজ) সুবিধাজনক সময়ে আমরা একেবারে চূড়ান্ত দল ঘোষণা করব”।’
সেই চোট সমস্যা বা ‘ইস্যুগুলোও’ খুব গোপনীয় কিছু নয়। চোট থেকে ফিট হয়ে ওঠার লড়াইয়ে আছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি এই কারণেই। খেলার মতো অবস্থায় আসতে পারলে শেষ দুই ম্যাচে তাকে মাঠে নামিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি। সৌম্যর কারণেই দল ঘোষণায় দেরি কি না, এই প্রশ্ন উঠতেই সেই বোর্ড পরিচালক বললেন, ‘কারও নাম বলতে চাই না। শুধু সৌম্যরই নয়, আরও দু-একজনের ছোটখাটো ইস্যু আছে।’
‘ইস্যু’ বলতে এখানে মূলত পরখ করে দেখার ব্যাপার। দেড় বছর পর দলে ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। চোটজর্জর ক্যারিয়ারে আরেকটি নতুন শুরুতে সাইফ কেমন করেন, ম্যাচে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, তার শরীরী কীভাবে সাড়া দেয়, এই ব্যাপারগুলি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেখতে চান কোচিং স্টাফ, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের সবাই। এছাড়াও তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেনরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কেমন করেন, সেটির প্রভাবও থাকতে পারে বিশ্বকাপের চূড়ান্ত দলে।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন অবধারিতই। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই ঢুকবেন দলে। আরও পরিবর্তন প্রয়োজন কি না, সেই উত্তরই মূলত খোঁজা হবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। সেক্ষেত্রে দল ঘোষণা করার সময় ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো করে বলে দিলেই হতো যে, প্রয়োজন পড়লে দলে পরিবর্তন আনা হতে পারে! আগেও বেশির ভাগ সময় আইসিসিতে জমা দেওয়ার শেষ দিনের মধ্যে দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে বিসিবি। এবারও চূড়ান্ত হয়ে থাকা তালিকাটিও সংবাদমাধ্যমের বদৌলতে প্রায় সবারই জানা। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের পরই হয়তো জানা যাবে বিশ্বকাপে বাংলাদেশের ১৫ অভিযাত্রীর নাম।
আগামী ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচ ১০ জুন নিউ ইয়র্কে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের দুই ম্যাচে সেন্ট ভিনসেন্টে ১৩ জুন বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ১৬ জুন নেপাল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
আরও

আরও পড়ুন

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

থিনেস্ট স্বাস্থ্যের

থিনেস্ট স্বাস্থ্যের