জিম্বাবুয়েকে গুড়িয়ে সিরিজ বাংলাদেশের
০৭ মে ২০২৪, ০৬:৩৯ পিএম | আপডেট: ০৭ মে ২০২৪, ০৬:৫৪ পিএম
তাওহীদ হৃদয় আর জাকের আলির দারুণ ব্যাটিংয়ের পর বোলাররাও মেলে ধরলেন নিজেদের। নবম উইকেটে রেকর্ড জুটি গড়েও জিম্বাবুয়েকে জেতাতে পারলেন না ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাদজা। সফরকারী দলটিকে উড়িয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্যে ১৫৬ রানে আটকে যায় জিম্বাবুয়ে।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। শেষ দুই ম্যাচ খেলতে ঢাকায় ফিরবে দুই দল।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান তোলে বাংলাদেশ। ৩৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন হৃদয়। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন জাকের। দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি।
জবাবে আরও একবার হতাশ করে জিম্বাবুয়ের স্বীকৃত ব্যাটসম্যানরা। পঞ্চাশের আগে ৪ ও একশর আগে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা।
নবম উইকেটে নিজেদের রেকর্ড ৫৪ রানের জুটি গড়েন ফারাজ ও ওয়েলিংটন। কিন্তু কাজ শেষ করে ফিরতে পারেননি তারা।
শেষ ওভারে তাদের দরকার ছিল ২১ রান। প্রথম বলেই ওয়েলিংটনকে বোল্ড করে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৪ বলে ১৩ রান করে আউট হন ওয়েলিংটন। এরপর টানা দুটি বাউন্ডারি হাঁকান নতুন ব্যাটার মুজারাবানি। এরপর আর বাউন্ডারি দেননি সাইফউদ্দিন। বাংলাদেশও পায় প্রত্যাশিত জয়ের দেখা।
শেষ দিকে ফারাজকে ঝড় তুলতে দেননি তাসকিন আহমেদ। ১৯তম ওভারে স্রেফ ৬ রান দিয়ে বাংলাদেশের মনে জেগে ওঠা শঙ্কা অনেকটা দূর করে দেন এই পেসার। শেষ পর্যন্ত ১৯ বলে দুটি করে ছক্কা-চারে ৩৪ রানে অপরাজিত থাকেন ফারাজ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ৪ ওভারে তিনি খরচ করেন ৪২ রান। রিশাদ হোসেন ৩ ওভারে ৩৮ রানে নেন ২ উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। থিতু হয়ে আউট হন দুই ওপেনার লিটন দাস (১৫ বলে ১২) ও তানজিদ হাসান (২২ বলে ২১)। টিকতে পারেনি অধিনায়কত নাজমুল হোসেন শান্তও (৪ বলে ৬)। ৯ ওভারে ৬০ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়া দলকে লড়াইয়ে ফেরান হৃদয় ও জাকের।
হৃদয়ের বিদায়ে ভাঙে চতুর্থ উইকেটে ৫৮ বলে ৮৭ রানের জুটি। প্রথম দুই ম্যাচে অপরাজিত ত্রিশ ছোঁয়া ইনিংসের পর এবার ১৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ফিফটি করলেন তরুণ ব্যাটসম্যান। দারুণ ইয়োর্কারে তাকে বোল্ড করে দেন মুজারাম্বানি।
সিরিজের চতুর্থ ম্যাচ আগামী শুক্রবার মিরপুরে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৫ (লিটন ১২, তানজিদ ২১, শান্ত ৬, হৃদয় ৫৭, জাকের ৪৪, মাহমুদউল্লাহ ৯*, রিশাদ ৬*; ফারাজ ৪-০-৪৪-১, মুজারাবানি ৪-০-১৪-৩, রাজা ৪-০-৩৮-১, মাসাকাদজা ৪-০-৩৪-০, জঙ্গুয়ে ৪-০-৩৩-০)।
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৯ (গাম্বি ৯, মারুমানি ৩১, বেনেট ৫, আরভিন ৭, রাজা ১, মাডান্ডে ১১, ক্যাম্পবেল ২১, জঙ্গুয়ে ২, মাসাকাদজা ১৩, ফারাজ ৩৪*, মুজারাবানি ৯*; তানভির ৪-০-২৬-১, তাসকিন ৪-০-২১-১, সাইফ উদ্দিন ৪-০-৪২-৩, তানজিম ৪-০-২৬-১, রিশাদ ৩-০-৩৮-২, মাহমুদউল্লাহ ১-০-১-১)
ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী
ম্যাচসেরা: তাওহীদ হৃদয়
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-০তে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি