চেন্নাইয়ের জয়ে আলোচনায় রবীন্দ্রর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’
১৩ মে ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ মে ২০২৪, ১২:০৫ এএম
লো স্কোরিং ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের একপেশে ম্যাচটি আলোচনার জন্ম দিয়েছে রবীন্দ্র জাদেজার অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট!
নিজেদের মাঠে রোববার রাজস্থানকে ৫ উইকেটে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪২ রানের লক্ষ্য তারা পূরণ করে ১০ বল হাতে রেখে। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে চেন্নাই।
ঘরের মাঠে চেন্নাইয়ের এটি ৫০তম জয়। আইপিএলে এক মাঠে ৫০ জয়ের এই কীর্তি আর আছে কেবল কলকাতা নাইট রাইডার্স (ইডেন গার্ডেন) ও মুম্বাই ইন্ডিয়ান্সের (ওয়েঙ্খেড়ে স্টেডিয়াম)।
তবে চেন্নাইয়ের এই জয়ের ম্যাচে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে জাদেজা। তার সৌজন্যে পাঁচ বছর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেখল আইপিএল। তার আগে সবশেষ ২০১৯ সালে হায়দরাবাদের বিপক্ষে এই আউট হয়েছিলেন দিল্লির অমিত মিশ্র।
সব মিলিয়ে আইপিএলে এই আউট এ নিয়ে দেখা গেল তিনবার। প্রথম যে আউটটা হয়েছিলেন কলকাতার ইউসুফ পাঠান, ২০১৩ সালে পুরে ওয়ারিয়র্সের বিপক্ষে।
এবারের ঘটনা ইনিংসের ১৬তম ওভারে। চেন্নাইয়ের রান তখন ১২০। আবেশ খানের বল থার্ড ম্যানে ঠেলে দৌড় শুরু করেন জাদেজা। কিন্তু অপর প্রান্ত থেকে সাড়া দেননি রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ভুল বোঝাবুঝির এক পর্যায়ে জাদেজা যাচ্ছিলেন নন স্ট্রাইকিংয়ের দিকে। রাজস্থান উইকেটকিপার সঞ্জু স্যামসন বল হাতে নিয়ে থ্রো করেন, যা জাদেজার গায়ে লেগে দিক পাল্টায়। আম্পায়ারের বিশ্বাস, জাদেজা ইচ্ছাকৃতভাবেই বল স্টাম্পে যাওয়া আটকেছেন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে তা নিশ্চিত হন। ৭ বলে ৫ রানের ইনিংস খেলে অসন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়েন জাদেজা।
এমএ চিদাম্বারাম স্টেডিয়ামের উইকেটে এদিন রান করা সহজ ছিল না। রাজস্থানের শীর্ষ পাঁচ ব্যাটারও দুই অঙ্ক স্পর্শ করেছেন কিন্তু স্ট্রাইক রেট ১৩৫ ছাড়াতে পেরেছেন কেবল ধ্রুব জরেল (১৮ বলে ২৮)। থিতু হয়েও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ইয়াসভি জয়সোয়াল (২১ বলে ২৪), জস বাটলার (২৫ বলে ২১), সাঞ্জু স্যামসনরা (১৯ বলে ১৫)। শেষ পর্যন্ত অপরাজিত থাকা রিয়ান পরাগের ব্যাট থেকে আসে ৩৫ বলে সর্বোচ্চ ৪৭ রান।
৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ের নায়ক সিমারজিত সিং। ৩০ রানে ২ উইকেট নেন তুষার দেশপান্ডে।
জবাবে চেন্নাইয়ের হয়েও রানের দেখা পেয়েছেন উপরের দিকের ব্যাটারদের প্রায় সবাই। ৪১ বলে ৪২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন রুতুরাজ। ১৮ বলে ২৭ রান করেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্র।
৩৫ রানে ২ উইকেট নিয়ে রাজস্থানের সেরা বোলার রবিচন্দ্রন আশ্বিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ