এবার কপাল পোড়া সাইফউদ্দিন
১৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ মে ২০২৪, ১২:০৬ এএম
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল দুপুর দেড়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপের দলে ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদ থাকলেও বাড় পড়লেন পরীক্ষিত পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ঘোষিত স্কোয়াডে ব্যাটার রয়েছেন আটজন। এর মধ্যে তিনজন ওপেনার- লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। বাকি পাঁচ ব্যাটার হলেন- নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। স্কোয়াডে পেস বোলার রয়েছেন চারজন। এরা হলেন-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। আর অলরাউন্ডার সাকিব ছাড়াও দলে স্পিনার রাখা হয়েছে চারজন। স্পিনাররা হলেন- শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল? কয়জন ব্যাটার, এরমধ্যে কয়জন ডানহাতি কিংবা বাঁহাতি, দলে নেওয়া হবে কয়জন পেসার, স্পিনার কোটায় থাকবেন কারা? ইত্যাদী সব নিয়ে ক’দিন ধরেই ক্রিকেট পাড়ায় নানা জল্পনা-কল্পনা আর গুঞ্জন ছিল। গত পরশু আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে পেসার তাসকিনের পাজরের ইনজুরির কারণে দল ঘোষণায় একদিন বিলম্ব হয়। তাসকিনের এমআরআই রিপোর্ট দেশের বাইরে অর্থোপেডিক স্পেশালিস্টদের কাছে পাঠানো হয়েছিল। তাদের মতামত পেতে রাত হয়ে যাওয়ায় পরশু দল ঘোষণা করা হয়নি। তাই কাল দুপুরে দল ঘোষণার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই অনুযায়ী, এদিন নির্ধারিত সময়েই দল ঘোষণা করা হয়।
অবশেষে ইনজুরি আক্রান্ত তাসকিনকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। শুধু দলে থাকাই নয়, বিশ্বকাপে তাসকিনকে করা হয়েছে নাজমুল হোসেন শান্তর সহকারী। অর্থাৎ বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তাসকিন। অথচ টাইগাদের ১৫ সদেস্যের দলে জায়গাই হয়নি আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছিল নির্বাচক কমিটি। তবে এই পরীক্ষায় পাস করতে পারেননি সাইফউদ্দিন। এই সিরিজে উইকেট শিকার করতে পারলেও তিনি ছিলেন খরুচে। দেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী