ইউরো শুরুর আগে ইংল্যান্ড ও স্পেন দলে ইনজুরির হানা
১৯ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৯ মে ২০২৪, ১২:০২ এএম
আগামী মাসে জার্মানিতে বসছে ইউরোপের ফুটবলের সেরা আসর ইউরো চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরির হানায় পড়েছে স্পেন ও ইংল্যান্ড। গোড়ালির হাড়ে চিড় ধরা পড়ায় স্পেনের হয়ে ইউরোতে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে রিয়াল বেটিস তারকা ইসকোর। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার বৃহস্পতিবার লা লিগায় লাস পালমাসের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে ইসকোর বাম পায়ের ফিবুলাতে একটি চিড় ধরা পড়েছে। ক্লাবের মেডিকেল টিম আরো কিছু বিষয় পর্যবেক্ষণ করবে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে আদৌ অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে কিনা তা কিছুদিন পরে নিশ্চিত হওয়া যাবে। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ইসকো ২০১৯ সালে সবশেষ জাতীয় দলে খেললেও ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন দলে তার সুযোগ পাওয়া সময়ের ব্যাপার ছিল। আগামী ১৪ জুন জার্মানীতে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে। ইউরোর জন্য আগামী ২৭ মে স্পেন দল ঘোষণার কথা রয়েছে।
এদিকে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াতে আর এক মাসও বাকি নেই। এমন সময়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক ও বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন। গত ৮ মে রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে থেকেই এই চোটে ভুগছেন কেইন। তবে শুরুতে ব্যথা কম ছিল এবং সেমিফাইনালের ফিরতি লেগের ওই ম্যাচ পুরোটা সময় ব্যথা নিয়েই খেলেন তিনি। তবে এরপর আর খেলার অবস্থায় নেই ৩০ বছর বয়সী এই ফুটবলার।
দলগত পারফরম্যান্সের বিচারে বায়ার্নের জার্সিতে অভিষেক মৌসুটা একেবারেই ভালো কাটেনি কেইনের। ১১ মৌসুম পর দলটি হারিয়েছে বুন্দেস লিগার শিরোপা। এ মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি তারা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে মৌসুম জুড়েই আলো ছড়িয়েছেন কেইন। বুন্দেস লিগায় চারটি হ্যাটট্রিকসহ মোট ৩৬ গোল করেছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৪ গোল, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১২টি। কেইনের এই চোট ইংল্যান্ড জাতীয় দলের জন্য হতে পারে বড় দুর্ভাবনার। আগামী ১৪ জুন জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোয় ইংলিশদের শিরোপাস্বপ্ন অনেকটাই এই তারকাকে ঘিরে। আগামী মঙ্গলবার ইউরোর দল ঘোষণা করবেন ইংলিশ কোচ গ্যারি সাউথগেট। চোটাক্রান্ত হওয়ার পরও কেইনের দলে থাকার সম্ভাবনা অনেক বেশি। ইউরোর মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ৩ জুন বসনিয়া ও হার্জেগোভিনা এবং ৭ জুন খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও সেøাভেনিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল