টি-টোয়েন্টিটাই বেশি পছন্দ ‘ফিজের’
২০ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ মে ২০২৪, ১২:০৩ এএম
বেশিরভাগ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে উপরে রাখেন। তবে কুলীন সংস্করণ নয় মুস্তাফিজুর রহমানের বেশি পছন্দ টি-টোয়েন্টি। বাঁহাতি এই পেসার লাল বল থেকে নিজেকে সরিয়ে নিয়ে সেই বার্তা অবশ্য আগেই দিয়েছিলেন। বিশ্বকাপের আগে মুস্তাফিজ জানালেন টি-টোয়েন্টি ঘিরে তার ভাবনার কথা, শোনালেন মুস্তাফিজ থেকে ফিজ হয়ে উঠার পেছনের গল্পও।
টি-টোয়েন্টি দিয়েই ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুস্তাফিজের। যদিও বেশি সাড়া ফেলেন শুরুতে ওয়ানডেতে, ভারতকে হারিয়ে। পরে খেলেছেন সব সংস্করণেই। মাত্র ১৪ টেস্টই থমকে গেছেন, লাল বল থেকে নিজেকে দূরে নিয়ে গেছেন স্বেচ্ছায়। ১০৩টি ওয়ানডে আর ৯২ টি-টোয়েন্টি খেলা মুস্তাফিজের যে সীমিত ওভারই বেশি পছন্দ তা বোঝাই যায়। ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটেও প্রচুর টি-টোয়েন্টি খেলা পেসার জানালেন তার কাছে বেশি চাপের মনে হয় কুড়ি ওভারের লড়াই, এটাই উপভোগ করেন তিনি, ‘ভালো লাগার প্রসঙ্গ এলে আমি টি-টোয়েন্টিটা খুব পছন্দ করি। এই সংস্করণে চাপ বেশি। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি।’
আইপিএলে নিয়মিত মুখ হলেও দেশের হয়ে খেলেই বেশি গর্ব অনুভব করেন মুস্তাফিজ। দেশের হয়ে বড় কিছু অর্জনের আক্ষেপও শোনা গেল বিসিবির প্রকাশিত ভিডিওতে, ‘দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। আমি সব সময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার মনে হয় যখন কোনো বড় টুর্নামেন্ট হয়, কোনো বড় ট্রফি জেতে; তখন বড় খেলোয়াড় বলা হয়। এই আক্ষেপ তো সব সময় রয়েই গেছে।’
মুস্তাফিজকে সারা বিশ্ব এখন শুনে ফিজ নামে। এই ফিজ নামকরণের পেছনের গল্প জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলের অনুশীলনের সময় হোয়াইট বোর্ডে কোচদের নাম লেখার সুবিধার্থেই তার নাম হয়ে যায় ফিজ, ‘আমাদের যে বোর্ডটা আছে—ফিল্ডিং সেশন, বোলিং সেশনের বিষয় লেখা থাকে। ওই বোর্ডে যদি পুরো নাম লেখে, তাহলে অনেক বড় হয়ে যায়। এ কারণে লেখে ফিজ। প্রথম দিন আমি বুঝিনি। ভেবেছি এটা কে। তারপর আমাকে বলেছে, এটা তুমি। এরপর থেকেই... এরপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম ২০১৬ সালে। ওখানেও ফিজ নামটা জনপ্রিয় হয়ে গেছে। এরপর থেকেই চলছে।’
মুস্তাফিজ নিজের ধার বাড়াতে সব সময় কথা বলেন সতীর্থদের সঙ্গে। একেকজনের অভিজ্ঞতা ভাগাভাগি করে ঋদ্ধ হন তারা। পরামর্শ নেন সিনিয়রদের কাছ থেকেও, ‘আমাদের যে পেস বোলাররা আছে- তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন (বিশ্বকাপ দলে জায়গা পাননি), হাসান মাহমুদ। আমি যেটুকু শিখেছি, সেটা ওদের সঙ্গে ভাগাভাগি করব। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়। সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোনো কিছু জানার থাকলে ভাইদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল