ভারতের নতুন কোচ হিসেবে আকরামের ফেভারিট গাম্ভির
২২ মে ২০২৪, ০৮:৩৭ পিএম | আপডেট: ২২ মে ২০২৪, ০৮:৩৭ পিএম
রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হবার দৌড়ে গৌতম গম্ভীরকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচ হিসেবে চুক্তি শেষ হবে দ্রাবিড়ের। তাই পরবর্তী কোচের সন্ধানে ইতোমধ্যে মাঠে নেমে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আকরামের মতে, গম্ভীর সোজাসাপ্টা কথা বলেন এবং তার মধ্যে আক্রমনাত্মক মনোভাব রয়েছে।
গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ পর ভারতের কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয় দ্রাবিড়ের। এরপর বিসিসিআইর অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নতুন করে চুক্তিবদ্ধ হন দ্রাবিড়। এজন্য বিশ্বকাপের পর দ্রাবিড়ের জায়গায় নতুন কোচ নিয়োড়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যমে জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে অনেকের নামই উঠে এসেছে। কিন্তু আকরামের মতে, ভারতের কোচের পদে গম্ভীরই সেরা প্রার্থী।
ভারতীয় গণমাধ্যম স্পোর্টসক্রীডার সাথে এক সাক্ষাৎকারে গম্ভীরকে নিয়ে আকরাম বলেন, ‘হ্যাঁ, সে সেরা প্রার্থী। এটি নির্ভর করছে গম্ভীর এই গুরু দায়িত্ব নিতে রাজী হয় কিনা। সে রাজনীতি ছেড়ে দিয়েছে কারণ সেখানে অনেক সময় দিতে হয়। এটা (কোচ) সময় সাপেক্ষ কাজ। সে খুব বুদ্ধিমান মানুষ, সে বুঝতে পারছে এটা সহজ কাজ নয়।’
গম্ভীরের প্রশংসা করে আকরাম আরও বলেন, ‘জিজি(গৌতম গম্ভীর) খুব সোজাসাপ্টা। সে জটিল মানুষ না। সে স্পষ্ট ও জোরালোভাবে কথা বলে। দু’বার চিন্তা করে না। এমন কিছু ভারতীয় দলের সংস্কৃতিতে নেই। আমাদের সংস্কৃতিতে কে কি ভাবল, সেগুলো ভেবে কথা বলি আমরা। জিজি এমন একজন সে এরকম কিছু চিন্তা না করে মুখের উপর তার কথাটা বলে দিতে পারে। এটাই তার গুণ, এজন্য সবাই তাকে পছন্দ করে। সে আগ্রাসী মনোভাব সম্পন্ন।’
গম্ভীরের সাথে সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ ও সাবেক পেসার আশিষ নেহরাও ভারতের পরবর্তী কোচ হবার দৌড়ে আছেন। পাকিস্তানের হয়ে ৪৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আকরাম বলেন, ‘আমি আরও কিছু নাম শুনেছি। তাদের অনেক অভিজ্ঞতা আছে। নেহরা খুব ভালো করেছে। সে মানুষের সাথে মিশতে পারে ও সবাই তাকে ভালোবাসে। তাদের আরেকটি সেরা পছন্দ লক্ষণ। এনসিএর প্রধান, যেখান থেকে দ্রাবিড়ও এসেছিলো। আপনি যদি বলেন, এই তিনজনই ভালো বিকল্প। নিজেদের মানুষদের দিয়ে তারা কাজ করাচ্ছে। রাহুল দুর্দান্ত করেছে, তার আগে রবি শাস্ত্রী দলের মান তৈরি করে দিয়েছিল।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হিজবুল্লাহর পালটা আক্রমণ, লেবাননে শতাধিক ইসরাইলি সেনা নিহত
সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে: সেনাসদর
আশুলিয়া প্রেসক্লাব এর নতুন সদস্য সংগ্রহ শুরু
চট্টগ্রাম সিটি মেয়রের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে প্রকাশ্যে আগুন দিল প্রতিপক্ষ
চরম সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের ২২ হাজার মাদরাসা শিক্ষক
বাইরে থেকে জানতাম যে সংস্কৃতি মন্ত্রণালয় একটি ঘুমন্ত মন্ত্রণালয় : ফারুকী
শহিদুল ইসলামের বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ায় প্রাণ গেল বৃদ্ধার
সাংহাই র্যাঙ্কিংয়ে ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয়
কাল বেনাপোল কার্গো টার্মিনাল উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা
রাজশাহীর দূর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
ওয়ানডের শীর্ষ বোলার আফ্রিদি, ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত
অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক
ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে: ফখরুল
ব্যাংকখাতে স্বল্পমেয়াদে সংস্কার চলছে, দীর্ঘমেয়াদে করবে নির্বাচিত সরকার: উপদেষ্টা
দলের নেতাকর্মীদের ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন হাসিনা: রিজভী