ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

পরিসংখ্যানে সাকিবরাজ

Daily Inqilab ইনকিলাব

০১ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০১ জুন ২০২৪, ১২:০৩ এএম

বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হলেও বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগের আট আসরেই বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল টাইগাররা। তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই প্রতিযোগিতা থেকে বাংলাদেশের প্রপ্তির ঝুলি খালিই বলা চলে। আসর শুরুর আগে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ও দলের ক্রিকেটারদের উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যানে-

০ ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে নয়টি দল। তারা হলো বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এদের মধ্যে কেবল বাংলাদেশই কখনও পারেনি সেমিফাইনালে উঠতে।

১ বাঁহাতি ওপেনার তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন ২০১৬ সালের আসরে। প্রথম রাউন্ডের ম্যাচে ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

১ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে ৫ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালের আসরেই সুপার টেনে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার।

৩ অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি হাফসেঞ্চুরি করেছেন।

৯ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আট আসরে মোট ৩৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র নয়টি ম্যাচ।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি নয়টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।

১০ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০টি ক্যাচ নেওয়ার কীর্তি দুজনের দখলে। তারা হলেন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

১১ টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব। বাঁহাতি স্পিনে ২০২১ সালের আসরে তিনি ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন।

২০ মোহাম্মদ আশরাফুল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। তিনি ২০০৭ সালের আসরে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি স্পর্শ করেছিলেন।

২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ২৩টি ছক্কা হাঁকানোর কীর্তি রয়েছে সাকিবের নামের পাশে।

২৪.৩২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ১০ ম্যাচ খেলা ১৫ দলের মধ্যে জয়ের হারে বাংলাদেশের অবস্থান সবার নিচে। তারা জিতেছে শতকরা ২৪.৩২ ভাগ ম্যাচ। তাদের ঠিক ওপরে আছে স্কটল্যান্ড। ১৮ ম্যাচের পাঁচটিতে জেতায় স্কটিশদের জয়ের হার ২৯.৪১ শতাংশ। ৪৪ ম্যাচের ২৭টিতে জিতে শতকরা ৬৩.৯৫ ভাগ জয়ের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত।

২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৮টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। আর কোনো দল অন্তত ২০ বা এর চেয়ে বেশি ম্যাচে হারেনি। বাংলাদেশের পরের অবস্থানে থাকা ইংল্যান্ড ও শ্রীলঙ্কা হেরেছে ১৯টি করে ম্যাচ।

৩৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ৩৬টি ম্যাচ খেলেছেন সাকিব। ত্রিশের ঘরে ম্যাচ খেলেছেন আর কেবল দুজন। তারা হলেন মুশফিকুর রহিম (৩৩) ও মাহমুদউল্লাহ (৩০)।

৪৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৪৭টি উইকেট নিয়েছেন সাকিব। তার গড় ১৮.৬৩ ও ইকোনমি ৬.৭৮। তিনি ৪ উইকেট পেয়েছেন তিনবার। কেবল বাংলাদেশের নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেরই সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব।

৭০ পাঁচবার বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে একশ ছোঁয়ায় আগেই অলআউট হয়েছে। সর্বনিম্ন ৭০ রানে তারা গুটিয়ে গিয়েছিল ২০১৬ সালের আসর নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায়।

১০৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক তামিম। ওমানের বিপক্ষে তার ৬৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।

১১২ রানের হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। ২০১৪ সালের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে সাকিব ও মুশফিক তৃতীয় উইকেটে ১১২ রান যোগ করেছিলেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের শতরানের জুটি আছে আর একটি। ২০০৭ সালের আসরে জোহানেসবার্গে আশরাফুল ও আফতাব আহমেদ তৃতীয় উইকেটে ১০৯ রান যোগ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

১৮১ টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনও দলীয় পুঁজি দুইশ পর্যন্ত নিতে পারেনি বাংলাদেশ। ২০২১ সালের আসরের প্রথম রাউন্ডে আল আমেরাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে সর্বোচ্চ ১৮১ রান তারা তুলেছিল ৭ উইকেট খুইয়ে।

২৫৭.১৪ অন্তত ২৫ রান করেছেন, এই বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ স্ট্রাইক রেট আফতাবের। তিনি ২০০৭ সালের সালের আসরে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৭.১৪ স্ট্রাইক রেটে ১৪ বলে ৩৬ রান করেছিলেন। তিনি ৫টি চারের মেরেছিলেন দুটি ছক্কা।

২৯৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের কীর্তি তামিমের। তিনি ২০১৬ সালের আসরে ৭৩.৭৫ গড় ও ১৪২.৫১ স্ট্রাইক রেটে করেছিলেন ২৯৫ রান। সেবার তার ব্যাট থেকে এসেছিল একটি করে সেঞ্চুরি ও ফিফটি।

৭৪২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক সাকিব। তিনি ৩৬ ম্যাচে ২৩.৯৩ গড় ও ১২২.৪৪ স্ট্রাইক রেটে করেছেন ৭৪২ রান। তার নামের পাশে তিনটি ফিফটি থাকলেও কোনো সেঞ্চুরি নেই।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

টাঙ্গাইলে নিজ এলাকায় সেনা কর্মকর্তা তানজিম হোসেন নির্জনের লাশ দাফন

টাঙ্গাইলে নিজ এলাকায় সেনা কর্মকর্তা তানজিম হোসেন নির্জনের লাশ দাফন

হেজবুল্লাহ কি ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়াবে?

হেজবুল্লাহ কি ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়াবে?

ড. ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা মরিসাসেস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ

ড. ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা মরিসাসেস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৯ জন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৯ জন

ব্যাংকিং খাতের সংস্কারে আইএমএফের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ : ড. সালেহউদ্দিন

ব্যাংকিং খাতের সংস্কারে আইএমএফের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ : ড. সালেহউদ্দিন

শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে : স্থানীয় সরকার উপদেষ্টা

শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে : স্থানীয় সরকার উপদেষ্টা

নিউইয়র্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

নিউইয়র্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত, মন্তব্য জিএম কাদেরর

শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত, মন্তব্য জিএম কাদেরর

শ্রীলঙ্কায় আগাম সংসদ নির্বাচনের ইঙ্গিত

শ্রীলঙ্কায় আগাম সংসদ নির্বাচনের ইঙ্গিত

শোকের আবহে বগুড়ায় স্কুলছাত্র শহীদ রাতুলের দাফন সম্পন্ন

শোকের আবহে বগুড়ায় স্কুলছাত্র শহীদ রাতুলের দাফন সম্পন্ন

সিলেট জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

সিলেট জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

শোকের আবহে বগুড়ায় স্কুল ছাত্র শহীদ রাতুল রাতুলের জানাজা ও দাফন সম্পন্ন

শোকের আবহে বগুড়ায় স্কুল ছাত্র শহীদ রাতুল রাতুলের জানাজা ও দাফন সম্পন্ন

জ্যাকির সপ্তম ড্যান অর্জন

জ্যাকির সপ্তম ড্যান অর্জন

ইপিজেড শ্রম আইন সংশোধনের দাবি

ইপিজেড শ্রম আইন সংশোধনের দাবি

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরাঃ বন্ধ রয়েছে ১৩ টি কারখানা

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরাঃ বন্ধ রয়েছে ১৩ টি কারখানা

ইসরাইলি হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত : লেবানন

ইসরাইলি হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত : লেবানন

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

শ্রমিকদের ১৮ দাবি মেনে নিলো মালিকপক্ষ, বুধবার খুলবে সব কারখানা

শ্রমিকদের ১৮ দাবি মেনে নিলো মালিকপক্ষ, বুধবার খুলবে সব কারখানা

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

শিল্পে বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার, নিয়ন্ত্রণ হবে কঠোরভাবে

শিল্পে বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার, নিয়ন্ত্রণ হবে কঠোরভাবে