উৎসবের নগরী মুম্বাই
০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
ফাইনাল শেষে মাঠে উদযাপন তো হয়েছেই, রাতভর পার্টি হয়েছে টিম হোটেলে। হারিকেন বেরিলের কারণে এরপর পিছিয়ে গেছে তাদের দেশে ফেরা। হোটেলে উদযাপন হয়েছে আরও কয়েক দফায়। এরপরও যেন রোমাঞ্চের শেষ নেই ভারতীয় ক্রিকেটারদের। দেশে ফেরার বিমানেও ট্রফি নিয়ে তাদের কত ছেলেমানুষি আনন্দ! সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে ট্রফি নিয়ে খ্যাপাটে পোজ দিচ্ছেন রোহিত শর্মা, ট্রফিতে পরম আবেগে চুম্বন এঁকে দিচ্ছেন ভিরাট কোহলি, ট্রফি নিয়ে বিমানের ভেতরই নাচছেন ঋষভ পান্ত, সিটের পাশে সযতেœ ট্রফিটি রেখে দিচ্ছেন আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজরা, শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রফি দেখাচ্ছেন জাসপ্রিত বুমরাহ, আরও কতজন যে কত কী করছেন! সবই বলে দিচ্ছে, কতটা কাক্সিক্ষত ছিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
হারিকেনের কারণে বাড়তি তিনদিন হোটেলে আটকে থাকার পর অবশেষে ভারতীয় বোর্ডের ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে ভারতীয় দল। গতকাল ভোর ৬টার দিকে দিল্লিতে পৌঁছায় তাদের চার্টার্ড ফ্লাইট, যেখানে ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সদস্যদের পাশাপাশি ছিলেন তাদের পরিবারের সদস্যরা ও টুর্নামেন্ট কাভার করতে যাওয়া ২২ জন সংবাদকর্মী। বিমানবন্দরেই এক দফা আয়োজন করে বরণ করে নেওয়া হয় বিজয়ী ক্রিকেটারদের। ফুলেল শুভেচ্ছার পাশাপশি কেক কাটেন অধিনায়ক রোহিত শর্মা। বাইরে বেরিয়ে তারা দেখতে পান, এই সকালেও শতশত ক্রিকেটপ্রেমী তাদেরকে স্বাগত জানানোর অপেক্ষায়। বিপুল হর্ষধ্বনি, চিৎকার, সেøাগানে তারা দলের প্রতি ভালোবাসা জানিয়ে দেন। তাদের দিকে ট্রফি উঁচিয়ে ধরে উল্লাসে জোয়ার এনে দেন রোহিত।
বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে, সংবর্ধনার বড় আয়োজন যেখানে। সেখানেও কেক কাটাসহ ছিল নানা আনুষ্ঠানিকতা। যথারীতি রাস্তা দুপাশে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। বাস থেকে নামার পর বাদ্য-বাজনা, নাচে-গানে বরণ করে নেওয়া হয় দলকে। বাস থকে নেমে শিল্পীদের সঙ্গে নাচে মেতে ওঠেন রোহিতও। হোটেলে আনুষ্ঠানিকতা শেষে গোটা দল যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি সেখানে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছেন বিশ্বকাপজয়ী দলের জন্য। ভারতীয় দলের ভ্রমণের পালা অবশ্য শেষ নয় এখনই। সবচেয়ে বড় আয়োজনটি যে হবে আরেক শহরে! প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে দল যাবে মুম্বাইয়ে। সেখানে আয়োজন করা হয়েছে ‘ভিক্টরি প্যারেড।’ ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গেছে দল।
২০০৭ বিশ্বকাপ জিতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পরও মাহেন্দ্র সিং ধোনির দলের জন্য ছিল এমন আয়োজন। সেবার বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতে ৬ ঘণ্টা লেগেছিল তাদের। বলার অপেক্ষা রাখে না, এবারও থমকে গেছে মুম্বাই শহর। ভারতীয় বোর্ড, অধিনায়ক রোহিত ও ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিকেল ৫টার পর এই ‘ভিক্টরি প্যারেড’ শুরু হবে। বারবাডোজে হোটেলে বাড়তি সময় আটকা থেকে, লম্বা ফ্লাইটের পর দিল্লিতে এসে নানা আনুষ্ঠানিকতা, এরপর আবার ফ্লাইটে করে মুম্বাইয়ে আসা, সব মিলিয়ে ভীষণ ক্লান্ত থাকবেন ক্রিকেটাররা। এবার অবশ্য ১৭ বছর আগের চেয়ে কম সময়ে এটা শেষ করার চেষ্টা ছিল। তবে আবেগের ঢেউ সামলানো তো আর সহজ ব্যপার নয়! ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দলের জন্য ছিল বিশেষ আয়োজন। ভারতীয় বোর্ডের ঘোষিত ১২৫ কোটি রুপির পুরস্কার তখনই তুলে দেওয়ার কথা ক্রিকেটারদের হাতে। সব আয়োজন শেষে তবেই কেবল নিজ নিজ শহরে নিজেদের ঘরে ফেরার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সবচেয়ে আবেগময় উদযাপন হয়তো সেখানেই হবে। পরিবারের চেয়ে আপন যে কিছু নেই!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল